আলিপুরদুয়ার, 23 এপ্রিল : জাতীয় সড়ক থেকে একটি পূর্ণবয়স্ক চিতার মৃতদেহ উদ্ধার হল । জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান ।
পূর্ণবয়স্ক চিতার মৃতদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যু ? - গাড়ির ধাক্কায় মৃত্যু
জাতীয় সড়কে মৃত্যু হল একটি পূর্ণবয়স্ক চিতার ।
আজ সকালে রক্তাক্ত অবস্থায় তাসাটি চা বাগানের তিন নম্বর সেকশনে চিতাটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় শ্রমিকরা । প্রথমে তাঁরা ভেবেছিলেন, চিতাটি জীবিত রয়েছে । কিন্তু পরবর্তীকালে তাঁরা বুঝতে পারেন সেটি মৃত । এরপর শ্রমিকরা বন বিভাগে খবর দেন । ঘটনাস্থানে মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা পৌঁছে চিতার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলদাপাড়ায় নিয়ে যান ।
বন বিভাগ সূত্রে খবর, কোনও গাড়ির ধাক্কায় চিতাটির মৃত্যু হয়েছে বলে অনুমান। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে ।