পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অমৃতযোগ না মাহেন্দ্রক্ষণ? শুভক্ষণে "আস্থা" যুযুধান দুই প্রার্থীর - john barla

ভোটের ময়দানে লড়াই শুরুর আগে শুভক্ষণ দেখে নিচ্ছেন যুযুধান দুই দলের প্রার্থী। অমৃতযোগ ও মাহেন্দ্রক্ষণ দেখে মনোনয়ন পেশ আলিপুরদুয়ারের BJP ও তৃণমূলপ্রার্থীর।

দশরথ তিরকে ও জন বারলা

By

Published : Mar 25, 2019, 3:38 AM IST

আলিপুরদুয়ার, ২৫ মার্চ : আপাতত রাজনৈতিক লড়াই থেকে বিরত যুযুধান দুই শিবির। বরঞ্চ পঞ্জিকার লড়াইয়ে একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত বিরোধী দুই রাজনৈতিক দল তৃণমূল ও BJP। প্রাক ভোট ময়দানে জমে উঠেছে অমৃতযোগ ও মাহেন্দ্রক্ষণের লড়াই। বিশুদ্ধ পঞ্জিকায় আস্থা রাখা তিনবারের বিধায়ক ও একবারের সাংসদ তথা আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী দশরথ তিরকের অমৃতযোগ, না লোকসভা ভোটে প্রথম টিকিট পাওয়া জন বারলার মাহেন্দ্রক্ষণ- কোন যোগ কাকে টেক্কা দেবে তা নিয়ে চলছে চর্চা।

পাঁজি দেখে মনোনয়ন পেশের ট্রেন্ড এখন রাজনৈতিক মহলে সুপরিচিত। পঞ্জিকা অনুযায়ী শুভক্ষণ দেখে ১৯ মার্চ, বুধবার সকাল ১০টা ২০ মিনিট থেকে ১১টা ১৪ মিনিটের মধ্যে অমৃতযোগে মনোনয়নপত্র দাখিল করেন দশরথ তিরকে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচন কিংবা কুমারগ্রামের বিধানসভা নির্বাচন - প্রতি ভোটেই দশরথের "ভরসা" পঞ্জিকা। আর তাতেই বাজিমাত করেছেন এই নেতা।

তবে প্রথমবার লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে BJP প্রার্থী জন বারলা মাহেন্দ্রক্ষণের উপরই আস্থা রেখেছেন। বিশুদ্ধ পঞ্জিকা মতে, আজ সোমবার সকাল ৬টা ২৮ মিনিট ১০ সেকেন্ড থেকে ৯টা ৪১মিনিট ৫৪ সেকেন্ড পর্যন্ত অমৃতযোগ। ফের এই যোগ রয়েছে রাত ৭টা ২১ মিনিট ২৪ সেকেন্ড থেকে ৮টা ৫৬ মিনিট ৩১ সেকেন্ড পর্যন্ত।

মাহেন্দ্রক্ষণ রয়েছে সকাল ৫টা ৩৯ মিনিট ৪৪ সেকেন্ড থেকে ৬টা ২৮ মিনিট ১০ সেকেন্ড পর্যন্ত। জন বারলা আজ দুপুর ১টায় মনোনয়ন পেশ করবেন ঠিক করেছেন। পঞ্জিকা মতে, দুপুর ১২টা ৫৫মিনিট ৩৯ সেকেন্ড থেকে ১টা ৪৪মিনিট ০৫ সেকেন্ড পর্যন্ত ভালো সময়।

ভোটের ময়দানে তৃণমূল ও BJP-র রাজনৈতিক লড়াই কী হবে তা তো পরে দেখা যাবে. তবে, আপাতত যুযুধান দুই প্রার্থীর মাহেন্দ্রক্ষণ আর অমৃতযোগ-এর "লড়াই" নিয়ে আলিপুরদুয়ারের ভোটের বাজার সরগরম।

ABOUT THE AUTHOR

...view details