আলিপুরদুয়ার, ২৫ মার্চ : আপাতত রাজনৈতিক লড়াই থেকে বিরত যুযুধান দুই শিবির। বরঞ্চ পঞ্জিকার লড়াইয়ে একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত বিরোধী দুই রাজনৈতিক দল তৃণমূল ও BJP। প্রাক ভোট ময়দানে জমে উঠেছে অমৃতযোগ ও মাহেন্দ্রক্ষণের লড়াই। বিশুদ্ধ পঞ্জিকায় আস্থা রাখা তিনবারের বিধায়ক ও একবারের সাংসদ তথা আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী দশরথ তিরকের অমৃতযোগ, না লোকসভা ভোটে প্রথম টিকিট পাওয়া জন বারলার মাহেন্দ্রক্ষণ- কোন যোগ কাকে টেক্কা দেবে তা নিয়ে চলছে চর্চা।
পাঁজি দেখে মনোনয়ন পেশের ট্রেন্ড এখন রাজনৈতিক মহলে সুপরিচিত। পঞ্জিকা অনুযায়ী শুভক্ষণ দেখে ১৯ মার্চ, বুধবার সকাল ১০টা ২০ মিনিট থেকে ১১টা ১৪ মিনিটের মধ্যে অমৃতযোগে মনোনয়নপত্র দাখিল করেন দশরথ তিরকে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচন কিংবা কুমারগ্রামের বিধানসভা নির্বাচন - প্রতি ভোটেই দশরথের "ভরসা" পঞ্জিকা। আর তাতেই বাজিমাত করেছেন এই নেতা।