আলিপুরদুয়ার, 16 জানুয়ারি : জয়ন্তীতে জঙ্গল সাফারির সময় নজরে এল ব্ল্যাক প্যান্থার ( কালো চিতা) । দিন তিনেক আগের ঘটনা । বারাসতের পর্যটকদের একটি দল জঙ্গল সাফারি করার সময় তাঁদের ক্যামেরায় ধরা পড়ে সেই কালো চিতার ছবি ।
জয়ন্তীর জঙ্গলে কালো চিতা - black panther in jayanti forest
বারাসতের একদল পর্যটক জয়ন্তীতে বেড়াতে এসেছিলেন। তাঁদের দাবি, বক্সায় জঙ্গল সাফারির সময় নজরে এসেছে কালো চিতা ।
ছবি
বক্সা টাইগার রিজ়ার্ভ কর্তৃপক্ষ জানিয়েছে, জঙ্গলে ব্ল্যাক প্যান্থার দেখা গেছে । পর্যটকদের একটি দল সাফারির সময় কালো চিতা দেখতে পেয়েছেন । টুর গাইড লেখু মাহাতর ক্যামেরায় ধরা পড়েছে কালো চিতার ছবিটি । মাসখানেক আগেই জয়ন্তীতে জঙ্গল সাফারির সময় চিতাবাঘ দেখতে পেয়েছিল পর্যটকদের একটি দল ।
বক্সা টাইগার রিজার্ভের উপক্ষেত্র অধিকর্তা ( DFD) কল্যাণ রাই জানিয়েছেন, বক্সার জঙ্গলে কালো চিতা রয়েছে । আমাদের ট্র্যাপ ক্যামেরাতেও জঙ্গলের মধ্যে কালো চিতার ছবি ধরা পড়েছে ।