আলিপুরদুয়ার, 27 মে : প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল BJP-র মহিলা উপপ্রধানের বিরুদ্ধে । ইতিমধ্য়েই অভিযুক্ত উপপ্রধান যুথিকা দাসকে শোকজ় করেছে জেলা নেতৃত্ব । আলিপুরদুয়ারের কুমারগ্রামের ঘটনা ।
কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের কুমারগ্রামদুয়ার এলাকার বাসিন্দা শেফালি দাস । তিনি বিপিএল তালিকাভুক্ত। কয়েকদিন আগেই শেফালি দেবীর নামে গ্রাম পঞ্চায়েত থেকে প্রধানমন্ত্রী গ্রামীণ গৃহ আবাস প্রকল্পে ঘর তৈরির টাকা বরাদ্দ করা হয়। অভিযোগ, এরপর সেই টাকা পাইয়ে দেওয়ার জন্য তাঁর কাছ থেকে 20,000 টাকা ঘুষ চান পঞ্চায়েতের উপপ্রধান যুথিকা দাস। শেফালী দেবী বলেন, "ওই টাকা পাইয়ে দেওয়ার জন্য উপপ্রধান আমার কাছে 20 হাজার টাকা চেয়েছিল। আমি 15 হাজার টাকা দিয়েছি । বাকি পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য উপপ্রধান আমাকে প্রতিদিন চাপ দিচ্ছে । সেই টাকা এখনও পর্যন্ত দিতে না পারায় তিনি আমাকে বলেন, আমি আর ঘর পাব না। এরপরই গ্রামের সকলকে বিষয়টি জানাই। গ্রামবাসী আমাকে BDO-র কাছে নিয়ে যায় । তাঁর কাছে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি ।"