আলিপুরদুয়ার, 21জুলাই : কোরোনা সংক্রমণের সরকারিস্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে গোটা সিনেমা হল বুক করে পালন করা হল তৃণমূলেরশহিদ দিবস । কালচিনি ব্লকের জয়গাঁওয়ের ঘটনা।
2000 দলীয় কর্মী সমর্থকরা একসাথে সিনেমা হলে শহিদ দিবস লাইভ দেখলেন - 21st July
কোরোনা পরিস্থিতিতে সরকারি স্বাস্থ্যবিধিকে তোয়াক্কা না করে দুই হাজার কর্মী সমর্থক একসঙ্গে সিনেমা হলে বসে শহিদ দিবস পালন করলেন । এমনই অভিযোগ তুলল আলিপুরদুয়ারের বিরোধী পক্ষ ।
রাজ্যেরবিরোধী দলগুলোর অভিযোগ,রাজ্যসরকারের ক্ষমতায় থাকার জন্যই কোরোনা সচেতনতাকে উপেক্ষা করেই বাড়তি সুবিধা দেওয়াহয়েছে তৃণমূলকে ।2হাজারতৃণমূলের কর্মীসমর্থক নেতারা সিনেমার পর্দায় লাইভ অনুষ্ঠান দেখল কলকাতার শহিদদিবসের ।
অন্যদিকেবেশিরভাগ তৃণমূলের কর্মী সমর্থকদের মুখে মাস্ক ছিল না বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। কালচিনি ব্লকের জয়গাঁও সংলগ্ন এলাকার বাসিন্দারা এদিনের অনুষ্ঠানে যোগ দেয় ।
আলিপুরদুয়ার জেলা তৃণমূলেরসভাপতি মৃদুল গোস্বামী বলেছেন,জেলায় খুব ভাল একটি অনুষ্ঠান হয়েছে জয়গাঁওতে । কোরোনার সমস্তনিয়মকানুন মেনে এই অনুষ্ঠান করা হয়েছে । স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া,সকলকে মাস্ক পরিয়ে হল ঘরে প্রবেশ করানহয়েছে । হলের দরজা খোলা ছিল। একসাথে একবারে সকলকে হল ঘরে প্রবেশ করানো হয়নি ।
আলিপুরদুয়ার জেলাBJP-র সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা জানান, “ওটা ওনাদের দলীয় অনুষ্ঠান । তবেকোরোনা পরিস্থিতিতে বিধিনিষেধ মানা উচিৎ ছিল । এত লোক একটি হল ঘরে। তাও আবারঅনেকের মুখে মাস্ক ছিল না বলে খবর আছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে কোরোনারবিধিনিষেধ মানলে ভালো হত ।”