দিল্লি, 5 জুন: 2007 ওয়ানডে বিশ্বকাপের স্মৃতিরোমন্থন তামিম ইকবালের। সদ্য বাংলাদেশ ওয়ানডে টিমের অধিনায়কের ব্যাটন এসেছে তাঁর হাতে । গ্রুপ স্টেজে ভারত-বাংলাদেশ ম্যাচের কথা বললেন তামিম। সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় ও সচিন তেন্ডুলকরকে একসঙ্গে খেলতে দেখতে ব্যস্ত হয়ে পড়েছিলেন বলে জানালেন তামিম ।
তামিম ইকবালের 53 বলে 51 রানের ইনিংসের সৌজন্যে বিশ্বকাপের গ্রুপ স্টেজে ভারতকে হারায় বাংলাদেশ । একইসঙ্গে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ভারত।
একটি ওয়েবসাইটকে তামিম বলেন, “2007 বিশ্বকাপের ওই ম্যাচে আমি সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়কে খেলতে দেখতেই ব্যস্ত ছিলাম । এই লেজেন্ডদের বিরুদ্ধে খেলতে পেরে আমি খুব খুশি ছিলাম । ভারত 190 রানের ইনিংস শেষ করার পরই আমরা জানতাম আমাদের কাছে ভালো সুযোগ আছে। আমি ব্যাট করতে নেমে জাহির খানের মুখোমুখি হই। 140 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বল করতে পারা বোলারের বিরুদ্ধে খেলার জন্য আমি নিজেকে উদ্বুদ্ধ করেছিলাম। প্রথম বলটা আমি ডিফেন্ড করেছিলাম। পরের বলেই আমি একটি চার মারি, এবং এরপরই আমার আত্মবিশ্বাস বেড়ে যায়।”