পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

2007 বিশ্বকাপে সৌরভ-সচিন-রাহুলকে একসঙ্গে খেলতে দেখতেই ব্যস্ত ছিলাম : তামিম - সচিন তেন্ডুলকর

2007 এর বিশ্বকাপের ভারত-বাংলাদেশ ম্যাচের স্মৃতিরোমন্থন করলেন বাংলাদেশ ব্যাটসম্যান তামিম ইকবাল। বললেন, সৌরভ, সচিন ও রাহুলকে একসঙ্গে খেলতে দেখতেই ব্যস্ত ছিলেন ।

Image
Tamim Iqbal

By

Published : Jun 6, 2020, 1:50 AM IST

দিল্লি, 5 জুন: 2007 ওয়ানডে বিশ্বকাপের স্মৃতিরোমন্থন তামিম ইকবালের। সদ্য বাংলাদেশ ওয়ানডে টিমের অধিনায়কের ব্যাটন এসেছে তাঁর হাতে । গ্রুপ স্টেজে ভারত-বাংলাদেশ ম্যাচের কথা বললেন তামিম। সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় ও সচিন তেন্ডুলকরকে একসঙ্গে খেলতে দেখতে ব্যস্ত হয়ে পড়েছিলেন বলে জানালেন তামিম ।

তামিম ইকবালের 53 বলে 51 রানের ইনিংসের সৌজন্যে বিশ্বকাপের গ্রুপ স্টেজে ভারতকে হারায় বাংলাদেশ । একইসঙ্গে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ভারত।

একটি ওয়েবসাইটকে তামিম বলেন, “2007 বিশ্বকাপের ওই ম্যাচে আমি সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়কে খেলতে দেখতেই ব্যস্ত ছিলাম । এই লেজেন্ডদের বিরুদ্ধে খেলতে পেরে আমি খুব খুশি ছিলাম । ভারত 190 রানের ইনিংস শেষ করার পরই আমরা জানতাম আমাদের কাছে ভালো সুযোগ আছে। আমি ব্যাট করতে নেমে জাহির খানের মুখোমুখি হই। 140 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বল করতে পারা বোলারের বিরুদ্ধে খেলার জন্য আমি নিজেকে উদ্বুদ্ধ করেছিলাম। প্রথম বলটা আমি ডিফেন্ড করেছিলাম। পরের বলেই আমি একটি চার মারি, এবং এরপরই আমার আত্মবিশ্বাস বেড়ে যায়।”

2007 বিশ্বকাপের ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত মাত্র 191 রান করেন। জবাবে ব্যাট করতে নেমে 9 বল বাকি থাকতেই জেতে বাংলাদেশ ।

তামিম ইকবাল আরও বলেন, “ আমার হিরোদের বিরুদ্ধে খেলতে পেরে আমি খুব খুশি ছিলাম। 2007 এ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে এই জয় বাংলাদেশ ক্রিকেট, ক্রিকেটার ও ভক্তদের কাছে একটি উপভোগের বিষয় হয়ে দাঁড়ায়। এই একটা জয়ই আমাদের লোকেদের মধ্যে আশা জাগিয়ে ছিল যে আমরা কিছু করতে পারি।”

2007 সালের বিশ্বকাপে গ্রুপ স্টেজ থেকে ছিটকে যেতে হয় ভারতকে। প্রথমে শ্রীলঙ্কা ও পরে বাংলাদেশের কাছে হারে ভারত ।

এখনো পর্যন্ত বাংলাদেশের হয়ে তামিম 60 টেস্ট ম্যাচ 267 ওয়ান-ডে ম্যাচ ও 78 টি-20 ম্যাচ খেলেছেন। এখনও পর্যন্ত 13,365 রান করেছেন । মাশরাফি মোর্তজা অধিনায়কের পদ ছেড়ে দেওয়ার পর বাংলাদেশ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় তামিম ইকবালের উপর।

ABOUT THE AUTHOR

...view details