পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Olympics : জার্মান বাধা টপকাতে পারলেই মনপ্রীতদের মুঠোয় ব্রোঞ্জ পদক - ভারত বনাম জার্মানি হকি ম্যাচ

সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে হারের পরও পুরুষদের হকিতে পদকের আশা শেষ হয়ে যায়নি ৷ আজ জার্মানির বিরুদ্ধে ম্যাচ জিতলেই ঘরে আসবে ব্রোঞ্জ পদক ৷

hockey
hockey

By

Published : Aug 5, 2021, 6:32 AM IST

টোকিয়ো, 5 অগস্ট : পদক জিতে টোকিয়ো অলিম্পিকসে লক্ষ্মীবারের শুভ সূচনা করতে পারে ভারত ৷ আজ জার্মানির বিরুদ্ধে ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে নামবে ভারতীয় পুরুষ হকি দল ৷ জার্মান বাধা টপকাতে পারলে অলিম্পিকসে ভারতীয় হকিতে দীর্ঘদিনের পদকের খরা কাটবে ৷ 41 বছর পর হকিতে দেশের ঝুলিতে আসবে অলিম্পিকস মেডেল ৷ 1980 সালে শেষবার সোনার পদক জিতেছিল ভারতীয় হকি ৷ চার দশক পর ফের ভারতের সামনে পদক জয়ের হাতছানি ৷

হকিতে সোনার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে সেমিফাইনাল ম্যাচে ৷ বেলজিয়ামের বিরুদ্ধে হারে সোনা, রুপোর দৌড় থেকে ছিটকে গিয়েছে মনপ্রীত সিংয়ের দল ৷ তা বলে পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়নি ৷ বেলজিয়ামের বিরুদ্ধে হারলেও দেশবাসীর সমর্থন পেয়েছেন দেশের ছেলেরা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে কথা বলেছেন অধিনায়ক মনপ্রীত সিংয়ের সঙ্গে ৷ মনোবল বাড়ানোর পাশাপাশি ব্রোঞ্জ পদকের ম্যাচের জন্য শুভেচ্ছা জানান তিনি ৷ দেশবাসীর প্রত্যাশাকে সামনে রেখে আজ জার্মানির বিরুদ্ধে নামছে নীল জার্সিধারীরা ৷

অলিম্পিকস হকিতে সোনা জয়ের কিসসা শুনে বড় হয়েছেন মনপ্রীত সিংরা ৷ সেই গৌরব ফেরানোর লক্ষ্য নিয়েই টোকিয়োয় পা দিয়েছিলেন ৷ অনেকটাই এগিয়েছিলেন ৷ 49 বছর পর অলিম্পিকসের সেমিফাইনালে পা রাখে ভারতীয় হকি দল ৷ ফাইনালে ওঠা হয়নি ঠিকই, কিন্তু পদক জিতে দেশে ফেরার সম্ভাবনা উজ্জ্বল ৷ দেশের ছেলেদের সমর্থনে সকাল সকাল টিভির সামনে চোখ থাকবে তামাম ভারতীয়র ৷

আরও পড়ুন :Tokyo Olympics 2020 : তেরোর গেরো কাটিয়ে অলিম্পিকসে ছড়াবে রবির সোনালি কিরণ ?

টোকিয়ো অলিম্পিকসে এখনও পর্যন্ত 20টি গোল করেছে ভারত ৷ হজম করেছে 19টি গোল ৷ প্রতিপক্ষ জার্মানি কিছুটা এগিয়ে ৷ বিপক্ষের জালে 23বার বল জড়িয়েছে ৷ 14টি গোল হজম করেছে জার্মানি ৷ দুটো দলই সাতটি করে ম্যাচ খেলেছে ৷ পদক জিতে অলিম্পিকসে লক্ষ্মীবারের সূচনা করতে পারবে ভারত ? আর কিছুক্ষণ পরই মিলবে উত্তর ৷

ভারতীয় সময় সকাল সাতটা থেকে শুরু ম্যাচ

ABOUT THE AUTHOR

...view details