পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Olympics : হকিতে পদক জয়ের হাতছানি, চার দশক পর সেমিফাইনালে ভারত - ভারত বনাম গ্রেট ব্রিটেন

গ্রেট ব্রিটেনকে 3-1 ব্যবধানে হারিয়ে শেষ চারে উঠে গিয়েছে নীল জার্সিধারীরা ৷ পদক জয় থেকে মাত্র এক ধাপ দূরে মনপ্রীত সিং অ্যান্ড কোং ৷

tokyo olympics 2020
tokyo olympics 2020

By

Published : Aug 1, 2021, 7:02 PM IST

Updated : Aug 1, 2021, 7:43 PM IST

টোকিয়ো, 1 অগস্ট : অলিম্পিকসের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় পুরুষ হকি দল ৷ চার দশক পর অলিম্পিকসের মঞ্চে হকির সেমিফাইনালে পা রাখল ভারত ৷ গ্রেট ব্রিটেনকে 3-1 ব্যবধানে হারিয়ে শেষ চারে উঠে গিয়েছে নীল জার্সিধারীরা ৷ পদক জয় থেকে মাত্র এক ধাপ দূরে মনপ্রীত সিং অ্যান্ড কোং ৷ 1980 সালে স্পেনকে হারিয়ে শেষবার হকিতে পদক জিতেছিল ভারত ৷ 41 বছর পর ফের হকিতে ভারতের সামনে পদক জয়ের হাতছানি ৷

মনপ্রীত সিং, দিলপ্রীত সিং, গুরজন্ত সিং ৷ দেশকে হকির সেমিতে তোলার কারিগর এই তিনজন ৷ প্রথম কোয়ার্টার থেকে গ্রেট ব্রিটেনের উপর দাপট দেখাতে থাকে ভারত ৷ 7 মিনিটে দিলপ্রীত সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত ৷ দ্বিতীয় কোয়ার্টার শুরু হতেই ফের ব্রিটেনের জালে বল জড়ায় ভারত ৷ এবার গোল আসে গুরজন্ত সিংয়ের স্টিক থেকে ৷ হার্দিক সিংয়ের বল ছিনিয়ে নিয়ে প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন ৷ তৃতীয় কোয়ার্টারে অবশ্য এক গোল শোধ করে ব্রিটেন ৷ পেনাল্টি কর্নার থেকে গোল করেন স্যামুয়েল ইয়ান ওয়ার্ড ৷

চতুর্থ কোয়ার্টারে ফের ব্যবধান বাড়ায় ভারত ৷ এবার গোল করেন হার্দিক সিং ৷ শেষমেশ 3-1 ব্যবধানে জয় নিয়ে মাঠে ছাড়েন মনপ্রীতরা ৷ শেষ বাঁশি বাজতেই আনন্দে কান্নায় ভেঙে পড়েন হকি দলের সদস্যরা ৷ তবে গোলরক্ষক পিআর শ্রীজেশের আলাদা বাহবা প্রাপ্য ৷ সাতবার গ্রেট ব্রিটেনকে পেনাল্টি কর্নার থেকে গোল করা আটকে দেন শ্রীজেশ ৷

পিভি সিন্ধুর ব্রোঞ্জ পদকের পর হকিতে ছেলেদের জয় ৷ রবিবাসরীয় অলিম্পিকসে ভারতে দিনটা বেশ ভালই কাটল ৷ আর একটা ধাপ পার করলেই 41 বছর পর হকিতে আসবে অলিম্পিকস পদক ৷ ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ বেলজিয়াম ৷

Last Updated : Aug 1, 2021, 7:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details