নয়াদিল্লি, 10 অগস্ট : 7 অগস্ট অলিম্পিকস অ্যাথলেটিকসে জ্যাভলিন থ্রো (Javelin throw)-তে সোনা জিতেছেন ভারতের নীরজ চোপড়া (Neeraj Chopra) ৷ ওই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং জ্যাভলিনের প্রচারে 7 অগস্ট জাতীয় জ্য়াভলিন দিবস (National Javelin Day) হিসেবে পালন করা হবে ৷ এমনটাই ঘোষণা করলেন ভারতের অ্যাথলেটিকস ফেডারেশনের (Athletic Federation of India) পরিকল্পনা কমিটির চেয়ারম্যান ললিত ভানোট ৷ আজ ভারতের অ্যাথলেটিকস ফেডারেশনের তরফে অলিম্পিকসে অংশ নেওয়া প্রতিযোগীদের সম্মানিত করা হয় ৷ ওই অনুষ্ঠান থেকেই এই ঘোষণা করেন ফেডারেশন পরিকল্পনা কমিটির চেয়ারম্যান ৷
টোকিয়ো অলিম্পিকস 2020-তে 87.58 মিটার জ্যাভলিন ছুড়ে অ্যাথলেটিকসে ভারতের হয়ে প্রথম সোনার পদক জিতেছেন হরিয়ানার নীরজ চোপড়া ৷ নীরজের এই সাফল্যকে সম্মান জানাতে এবং জ্যাভলিনকে ভারতে জনপ্রিয় করতে 7 অগস্টকে জাতীয় জ্যাভলিন দিবস হিসেবে পালন করা হবে ৷ এ দিনের অনুষ্ঠানে ভারতের অ্যাথলেটিকস ফেডারেশনের পরিকল্পনা কমিটির চেয়ারম্যান ললিত ভানোট বলেন, ‘‘সারা ভারতকে জ্যাভলিন থ্রো নিয়ে উৎসাহিত করতে 7 অগস্ট দিনটিকে আমরা জাতীয় জ্যাভলিন দিবস হিসেবে পালন করব ৷ এবং আগামী বছর থেকে প্রতিটি রাজ্যে আমাদের মান্যতা প্রাপ্ত সংস্থাগুলি ওইদিন জ্যাভলিন থ্রো প্রতিযোগিতার আয়োজন করবে ৷’’
আরও পড়ুন : Tokyo Olympics 2020 : সোনা নিশ্চিত না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত ছিলেন না নীরজ