পশ্চিমবঙ্গ

west bengal

হাঁটুতে অস্ত্রোপচার, ফরাসি ওপেনে নেই ফেডেরার

By

Published : Feb 21, 2020, 11:13 AM IST

2009 সালে প্রথমবার ফরাসি ওপেন জিতে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করেছিলেন রজার ফেডেরার ৷ তারপর থেকে বারবার রোলাঁ গ্যারো থেকে হতাশ হয়ে ফিরতে হয়েছে তাঁকে ৷

Roger Federer
ফেডেরার

বার্ন, 21 ফেব্রুয়ারি: রোলাঁ গ্যারোয় তাঁর কামব্যাকের জন্য মুখিয়ে ছিল টেনিসপ্রেমীরা ৷ কেরিয়ারের সায়াহ্নে থাকা রজার ফেডেরার 2020 ফরাসি ওপেনে খেলবেন বলে আগাম ঘোষণাও করে দিয়েছিলেন ৷ কিন্তু বাদ সাধল হাঁটুর চোট ৷ অস্ত্রোপচারের কারণে জুন মাসের আগে ফিরছেন না সুইস টেনিস তারকা ৷ ফলে এবারও ফরাসি ওপেনে নামা হচ্ছে না তাঁর ৷

শেষ গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন বছর দুয়েক আগে ৷ তবে কেরিয়ারের 21 তম গ্র্যান্ড স্ল্যাম জিততে বেশ কাঠখড় পোড়াতে হচ্ছে 38 বছরের রজারকে ৷ 2020 অস্ট্রেলিয়া ওপেন থেকেও ফিরতে হয়েছে খালি হাতে ৷ এসবের মধ্যেই বেশ কিছুদিন ধরেই ভোগাচ্ছিল ডান হাঁটুর চোট ৷ মেলবোর্নে তার কিছুটা ইঙ্গিতও মিলেছিল ৷ তাই বেশি না ভেবে হাঁটুর অস্ত্রোপচার করিয়ে নিলেন ফেডেরার ৷ টুইট মারফত সেই খবর জানিয়ে তিনি লেখেন, "কিছুদিন ধরে ডান হাঁটু বেশ ভোগাচ্ছিল ৷ ভেবেছিলাম ঠিক হয়ে যাবে ৷ কিন্তু হাঁটুর পরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই ৷ গতকাল সুইৎজারল্যান্ডে অর্থোস্কোপিক সার্জারি হয়েছে ৷" সমর্থকদের হতাশ করে তিনি আরও লেখেন, "সার্জারির কারণে দুবাই ওপেন, ইন্ডিয়ান ওয়েলস, বোগোটা, মিয়ামি এবং ফরাসি ওপেনে অংশ নিতে পারব না ৷"

2009 সালে প্রথমবার ফরাসি ওপেন জিতে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করেছিলেন ফেড এক্সপ্রেস ৷ তারপর থেকে বারবার রোলাঁ গ্যারো থেকে হতাশ হয়ে ফিরতে হয়েছে তাঁকে ৷ 2016 সালে নাম প্রত্যাহার করে নেন ৷ সেবছর থেকে 2019 পর্যন্ত ফরাসি ওপেনে অংশ নেননি ফেডেরার ৷ ফ্রেঞ্চ ওপেনে রাফায়েল নাদালের একচ্ছত্র আধিপত্যকেই এর কারণ হিসেবে ধরা হচ্ছিল ৷ অবশেষে 2020 সালে একমাত্র ক্লে কোর্ট প্রতিযোগিতা হিসেবে ফরাসি ওপেনকেই বেছে নিয়েছিলেন তিনি ৷ হাঁটুর অস্ত্রোপচারের কারণে তা অবশ্য হচ্ছে না ৷

ABOUT THE AUTHOR

...view details