নয়াদিল্লি, 17 জুন : টোকিও অলিম্পিকস থেকে নাম প্রত্যাহার করে নিলেন রাফায়েল নাদাল ৷ আজ টুইট করে এ কথা জানিয়েছেন স্প্যানিশ এই টেনিস তারকা ৷ সেই সঙ্গে উইম্বলডন থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি ৷ নিজের শারীরিক সমস্যার কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন নাদাল ৷ তবে, এই সিদ্ধান্ত নেওয়া তাঁর পক্ষে সহজ ছিল না বলে জানিয়েছেন ক্লে কোর্টের সম্রাট ৷
আজ ভারতীয় সময় বিকেল 5টা নাগাদ একাধিক টুইট করেন রাফায়েল নাদাল ৷ যেখানে তিনি ঘোষণা করেন, টোকিও অলিম্পিকে তিনি অংশ নেবেন না ৷ সেই সঙ্গে এও জানান, উইম্বলডনেও অংশ নেবেন না তিনি ৷ কারণ, তাঁর চিকিৎসক এবং ফিটনেস দলের সঙ্গে আলোচনা করে তিনি বুঝতে পেরেছেন, দু’টি টুর্নামেন্টের ধকল তাঁর শরীর নিতে পারবে না ৷ এ নিয়ে টুইটারে নাদাল লেখেন, ‘‘আমি সিদ্ধান্ত নিয়েছি এ বছরের উইম্বলডন চ্যাম্পিয়নশিপ এবং টোকিও অলিম্পিকস গেমে অংশ নেব না ৷ এই সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে সহজ ছিল না ৷ কিন্তু, আমার শরীরে কথা ভেবে এবং আমার দলের সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছি, এটাই সঠিক সিদ্ধান্ত ৷’’