পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

টোকিও অলিম্পিকস ও উইম্বলডন থেকে নাম প্রত্যাহার নাদালের

টোকিও অলিম্পিকস থেকে নাম প্রত্যাহার করে নিলেন রাফায়েল নাদাল ৷ আজ টুইট করে এ কথা জানিয়েছেন স্প্যানিশ এই টেনিস তারকা ৷ সেই সঙ্গে উইম্বলডন থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি ৷ নিজের শারীরিক সমস্যার কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন নাদাল ৷ তবে, এই সিদ্ধান্ত নেওয়া তাঁর পক্ষে সহজ ছিল না বলে জানিয়েছেন ক্লে কোর্টের সম্রাট ৷

Rafael Nadal has withdrawn his name from Tokyo Olympics and Wimbledon
টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিলেন রাফায়েল নাদাল

By

Published : Jun 17, 2021, 5:59 PM IST

Updated : Jun 17, 2021, 6:26 PM IST

নয়াদিল্লি, 17 জুন : টোকিও অলিম্পিকস থেকে নাম প্রত্যাহার করে নিলেন রাফায়েল নাদাল ৷ আজ টুইট করে এ কথা জানিয়েছেন স্প্যানিশ এই টেনিস তারকা ৷ সেই সঙ্গে উইম্বলডন থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি ৷ নিজের শারীরিক সমস্যার কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন নাদাল ৷ তবে, এই সিদ্ধান্ত নেওয়া তাঁর পক্ষে সহজ ছিল না বলে জানিয়েছেন ক্লে কোর্টের সম্রাট ৷

আজ ভারতীয় সময় বিকেল 5টা নাগাদ একাধিক টুইট করেন রাফায়েল নাদাল ৷ যেখানে তিনি ঘোষণা করেন, টোকিও অলিম্পিকে তিনি অংশ নেবেন না ৷ সেই সঙ্গে এও জানান, উইম্বলডনেও অংশ নেবেন না তিনি ৷ কারণ, তাঁর চিকিৎসক এবং ফিটনেস দলের সঙ্গে আলোচনা করে তিনি বুঝতে পেরেছেন, দু’টি টুর্নামেন্টের ধকল তাঁর শরীর নিতে পারবে না ৷ এ নিয়ে টুইটারে নাদাল লেখেন, ‘‘আমি সিদ্ধান্ত নিয়েছি এ বছরের উইম্বলডন চ্যাম্পিয়নশিপ এবং টোকিও অলিম্পিকস গেমে অংশ নেব না ৷ এই সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে সহজ ছিল না ৷ কিন্তু, আমার শরীরে কথা ভেবে এবং আমার দলের সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছি, এটাই সঠিক সিদ্ধান্ত ৷’’

আরও পড়ুন :'একনিষ্ঠ' সমর্থক, ম্যাচ শেষে খুদে অনুরাগীকে র‍্যাকেট উপহার জকোভিচের

পরবর্তী সময়ে আরও একটি টুইট করেন স্প্যানিশ তারকা ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘আমার কেরিয়ারকে দীর্ঘায়িত করতে এবং নিজেকে খুশি রাখার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি ৷ সেই সঙ্গে উচ্চস্তরে সেরা খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং ব্যক্তিগত লক্ষ্যকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছি’’ ৷ প্রসঙ্গত, ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডন ওপেনের মাঝে যে সময় রয়েছে, তা তাঁর শরীরের বিশ্রামের জন্য পর্যাপ্ত নয় বলেই মনে করছেন রাফায়েল নাদাল ৷ তাই বাধ্য হয়েই এত বড় একটা সিদ্ধান্ত তাঁকে নিতে হয়েছে ৷

আরও পড়ুন : Rafael Nadal : "জীবন গতিশীল, এটা কেবল টেনিস"; ফ্রেঞ্চ ওপেনে হারে প্রতিক্রিয়া নাদালের

Last Updated : Jun 17, 2021, 6:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details