মেলবোর্ন, 13 ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে জিতলেও চোট পেয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ ৷ মাশল টিয়ারের জেরে তৃতীয় সেটের শুরুতেই মেডিক্যাল টাইম আউট নেন তিনি ৷ এবার সেই চোটের কারণেই অনুশীলন এড়িয়ে গেলেন সার্বিয়ান এই তারকা খেলোয়াড় ৷ চতুর্থ রাউন্ডের খেলার আগে যা বড় চিন্তার বিষয় বলেই মনে করছে টেনিস মহল ৷
শুক্রবার রাতে পাঁচ সেটের ম্যারাথন গেমে মাংস পেশীতে চোট পান নোভাক ৷ এরপর আজ অনুশীলন কোর্টে তাঁকে দেখা দেলেও, টেনিস ব়্যাকেট তিনি হাতে নেননি ৷ তাঁর মেডিক্যাল দলের তরফে জানানো হয়েছে, চতুর্থ রাউন্ডের আগে নোভাক জোকোভিচ বিশ্রামে থাকতে চান ৷ অনুশীলন করে নিজের চোটকে আরও গভীর করতে চাইছেন না তিনি ৷ পাশাপাশি আসলে ঠিক কী সমস্যা হচ্ছে ? তা জানতে নিজের স্বাস্থ্য পরীক্ষাও করাবেন জোকার ৷