প্যারিস , 11 অক্টোবর : নোভাক জকোভিচকে স্ট্রেট সেটে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন জিতলেন রাফায়েল নাদাল । 13 টা ফ্রেঞ্চ ওপেন জয়ের পাশাপাশি ক্লাসিক ফেডেরারের 20 টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ভাগ বসালেন কিং অফ ক্লে নাদাল ।
6-0, 6-2 , 7-5 এ জেতা ম্যাচে প্রতিটা মুহূর্তে নাদাল মনে করিয়ে গেলেন কেন তিনি লাল সুরকির রাজা । দ্যা ওয়ালের সামনে একবারের জন্যও প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না অধুনা নম্বর ওয়ান নোভাক জকোভিচ । প্রথম সেটে জকোভিচকে উড়িয়ে দেওয়ার পরই বোঝা যাচ্ছিল ম্যাচের ফলাফল ।