পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফেডেরারের রেকর্ডে চোখ নাদালের

2005 সালে তাঁর অভিষেক থেকে এখনও পর্যন্ত প্যারিসে আশ্চর্যজনক 93-2 রেকর্ডের মালিক নাদাল । এবং প্রথম টিনএজার হিসেবে ফ্রেঞ্চ ওপেন জেতেন তিনি ।

রাফায়েল নাদাল
রাফায়েল নাদাল

By

Published : Sep 25, 2020, 4:19 PM IST

প্যারিস, 25 সেপ্টেম্বর : ক্লে কোর্টের অবিসংবাদিত রাজা রাফেল নাদাল । রজার ফেডেরার থেকে সর্বকালের গ্র্যান্ড স্ল্যাম রেকর্ডের একটি টাইটেল দূরে এই নাদাল ।

2005 সালে তাঁর অভিষেক থেকে এখনও পর্যন্ত প্যারিসে আশ্চর্যজনক 93-2 রেকর্ডের মালিক নাদাল । এবং প্রথম টিনএজার হিসেবে ফ্রেঞ্চ ওপেন জেতেন তিনি । এছাড়া ১৯৮২ সালে ম্যাটস উইল্যান্ডারের পর প্রথম প্রচেষ্টাতেই তিনি ফরাসি ওপেন জেতেন ।

রাফায়েল নাদালের 19 টি গ্র্যান্ড স্ল্যামের 12 টি এসেছে রোনাল্ড গারোসে ৷ তার মধ্যে দুটি গ্র্যান্ড স্ল্যামের ক্ষত্রে হাঁটুর অস্ত্রপ্রচারের কারণে ফেডেরার টুর্নামেন্টে ছিলেন না ৷ এবং শেষ তিন বছরও এই টাইটেল জিতেছেন রাফায়েল নাদাল ৷

তথাপি একাধিক ফ্যাক্টর আছে, যেগুলি নাদালের নিয়ন্ত্রণের বাইরে ৷ এবং যেগুলি তাঁর প্রধান প্রতিপক্ষ নোভাক জকোভিচ ও সম্প্রতি ইউএস ওপেন খেতাব জয়ী ডোমিনিক থিয়েমকে সাহায্য করবে ৷

জকোভিচের প্রাক্তন কোচ বরিস বেকারের মতে টুর্নামেন্টটি পিছিয়ে দেওয়া উচিত ৷ কারণ এখনও বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে কোরোনা ভাইরাস ৷ যদি টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হয় তাহলে তা নাদালের কাছে কঠিন হতে পারে ৷

কোর্টের ভিজেভাব হার্ডকোর্ট খেলোয়াড়দের সুবিধা করে দিতে পারে ৷ কারণ কোর্ট ভিজে থাকলে নাদালের প্রধান অস্ত্র টপস্পিনে সমস্যা হতে পারে ৷ এবং থিয়েমকে সুবিধা করে দিতে পারে ৷

ছয় বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী বেকার বলেন,‘‘ এই বছরটা নাদালের কাছে কঠিন হতে চলেছে ৷ ও আমার এক নম্বর প্রিয় ৷ কিন্তু অনান্যদের থেকে তাঁর পার্থক্যটা অনান্য বছরের তুলনায় কম ৷ নাদাল এখন ছন্দে নেই ৷ ওর ম্যাচ প্র্যাক্টিস দরকার ৷ সাধারণত ও 4টি বড় ক্লে কোর্টে টুর্নামেন্ট খেলে এখানে আসে ৷ কিন্তু এবারে সেটা হয়নি ৷’’

প্রথমবার ক্লে কোর্টে কোনও টাইটেল না জিতেই রাফায়েল নাদাল ফ্রেঞ্চ ওপেনে নামবেন ৷ শেষ ছয় মাসে তাঁর প্রথম টুর্নামেন্টে রোমে কোয়ার্টার ফাইনালে দিয়াগো শোয়ার্তজমানের কাছে স্ট্রেট সেটে হেরে যান নাদাল ৷

ম্যাচের পর নাদাল বলেন, ‘‘ এটা কোনও অজুহাত দেওয়ার সময় নয় ৷ আমি অনেকদিন খেলা ছাড়া ছিলাম ৷ কিন্তু আমি দুটো ভালো ম্যাচ খেলেছি ৷ এটা সম্পূর্ণভাবে একটি বিশেষ বছর ৷ আমি আমার কাজ করেছি ৷ আমি কিছু জিনিস সঠিক করেছি, আবার কিছু জিনিস ভুল করেছি ৷ কিন্তু আমি অনন্ত তিনটি ম্যাচ খেলেছি ৷’’

ABOUT THE AUTHOR

...view details