পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

19 বছরের প্রতিপক্ষের কাছে হার হালেপের , স্বমহিমায় নাদাল - RAFAEL NADAL

মাত্র 68 মিনিটে 30 উইনার আর 81 শতাংশ ফার্স্ট সার্ভ পয়েন্ট নিয়ে হালেপকে ড্রেসিংরুমের রাস্তা দেখিয়ে দেন ইগা । ম্যাচ শেষে বিশ্বের 54 নম্বরে থাকা প্রাক্তন জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন বলেন , " কী করে হল জানি না । আমার মনে হয়ে আমি ঠিকঠাক খেলতে পেরেছি ।"

FRENCH
FRENCH

By

Published : Oct 4, 2020, 10:51 PM IST

প্যারিস, 4 অক্টোবর : ফ্রেঞ্চ ওপেনে ইন্দ্রপতন । মহিলা সিঙ্গলসের চতুর্থ রাউন্ডে শীর্ষ বাছাই সিমোনা হালেপকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন ইগা শিয়নটেক । 6-2 , 6-1 সেটে হালেপকে হারিয়ে গত বারের বদলা নিলেন পোল্যান্ডের 19 বছর বয়সি টেনিস সুন্দরী । এদিকে ক্লে কোর্টে স্বমহিমায় কি অফ ক্লে রাফায়েল নাদাল । চতুর্থ রাউন্ডে USA-র সেবাস্তিয়ান কোরডাকে 6-1 , 6-1 , 6-2 , সেটে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন ।

গত বার চতুর্থ রাউন্ডে হালেপের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল । সেই বদলাই ঝড়ের মত নিলেন ইগা শিয়নটেক । মাত্র 68 মিনিটে 30 উইনার আর 81 শতাংশ ফার্স্ট সার্ভ পয়েন্ট নিয়ে হালেপকে ড্রেসিংরুমের রাস্তা দেখিয়ে দেন ইগা । ম্যাচ শেষে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে 54 নম্বরে থাকা প্রাক্তন জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন বলেন , " কী করে হল জানি না । আমার মনে হয়ে আমি ঠিকঠাক খেলতে পেরেছি । পুরো ম্যাচে আমি ফোকাস ধরে রেখেছিলাম । ম্যাচের ফল দেখে আমি নিজেই আবাক হয়ে গিয়েছিলাম এই ভেবে যে আমিও পারি । "

বিষণ্ণ হালেপ

তিনি আরও বলেন, " গত বছর আমার এতটা অভিজ্ঞতা ছিল না । এক বছরে আমি বেশ কয়েকটা বড় ম্যাচ খেলেছি । ক্যারোলিন ওজ়িনিয়াকি ও নাওমি ওসাকার বিরুদ্ধে খেলেছি । আমার মনে হয় এই ম্যাচগুলোই আমাকে সাহায্য করেছে। আমি এখন চাপ নিতে পারি । "

জয়ের পর নাদাল

এদিকে ফিলিপ কার্টিয়ের কোর্টে আগুন ঝরালেন কিং অফ ক্লে । USA-র সেবাস্তিয়ান কোরডার বিরুদ্ধে রুথলেস মোডে দেখা গেল নাদালকে । 1992 সালের ফ্রেঞ্চ ওপেনের ফাইনালিস্ট পেত্র কোরডার পুত্র সেবাস্তিয়ান এবারই প্রথম রোঁলা গাঁরোয় সুযোগ পেয়েছিলেন । শুরু থেকেই তাঁর আক্রমণাত্মক টেনিস অনেকের মন কেড়ে নিয়েছে । তবে চতুর্থ রাউন্ডে তাঁর সব হিরোইজ়ম কেড়ে নিলেন স্বয়ং কিং অফ ক্লে । 1 ঘণ্টা 55 মিনিটে তিনটে সেট শেষ করতে বেগ পেতে হয়নি নাদালের ।

ABOUT THE AUTHOR

...view details