পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

18 বছর ধরে গ্র্যান্ড স্ল্যামের দুনিয়ায় রজার-নাদাল-নোভাক রাজত্ব - নোভাক জকোভিচ

গ্র্যান্ড স্ল্যামের দুনিয়ায় 18 বছর ধরে রজার ফেডেরার, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচের রাজত্ব ৷ আগামী কয়েক বছর ধরে তা চলবে ৷

grand slam
grand slam

By

Published : Jul 12, 2021, 10:17 AM IST

নয়াদিল্লি, 12 জুলাই : বর্তমান টেনিস বিশ্বের বিগ থ্রি ৷ টেনিসের দুনিয়ায় রজার ফেডেরার, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ যে সাফল্য পেয়েছেন তা অন্য কারও নেই ৷ তিনজনের ঝুলিতেই এখন 20টি গ্র্যান্ড স্ল্যাম ৷ এই সাফল্য অতীতের কোনও পুরুষ টেনিস তারকার নেই ৷ গ্র্যান্ড স্ল্যামের হিসেবে তিনজন এক সারিতে চলে আসায় বিগ থ্রি-র প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠেছে ৷ বলা বাহুল্য এরপর থেকে একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াইটা আরও জোরদার হবে ৷ আর তাতেই গ্র্যান্ড স্ল্যামের দুনিয়ায় রজার-নোভাক-নাদাল রাজত্বের সময়টা আরও দীর্ঘ হবে ৷ যা চলছে গত 18 বছর ধরে ৷

অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন, উইলম্বলডন এবং ইউএস ওপেন ৷ বছরের এই চারটি গ্র্য়ান্ড স্ল্যামে বিশ্ব ক্রমতালিকার প্রথমদিকের তিনটি নাম ফেডেরার, জকোভিচ বা রাফায়েল নাদালের উপস্থিতি থাকে ৷ ঘাসের কোর্টের উইম্বলডনে সবচেয়ে বেশিবার সাফল্য পেয়েছেন ফেডেরার ৷ নাদাল আবার ক্লে কোর্টের রাজা ৷ ফরাসি ওপেনে 13 বারের বিজয়ী তিনি ৷ আর সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ যেন সবরকম কোর্টেই নিজের আধিপত্য বিস্তার করার জন্য এসেছেন ৷ অস্ট্রেলিয়ান ওপেনের হার্ড কোর্টে সবচেয়ে বেশিবার সাফল্য পেয়েছেন ৷ ঘাসের কোর্টেও স্বচ্ছন্দ ৷ আর চলতি বছরে ফরাসি ওপেন জিতে মনের বাসনা বুঝিয়ে দিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা ৷

গতকাল উইম্বলডনে পুরুষদের সিঙ্গেলস ট্রফি জিতে নিয়েছেন নোভাক জকোভিচ ৷ এরই সঙ্গে গ্র্যান্ড স্ল্যামের সংখ্যায় ছুঁয়ে ফেলেছেন রাফায়েল নাদাল ও রজার ফেডেরারকে ৷ এটি জকোভিচের ষষ্ঠ উইম্বলডন খেতাব ৷ এই নিয়ে মোট 20টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সার্বিয়ান এই টেনিস তারকা ৷ এই নিয়ে চলতি বছরে তিনটি মেগা খেতাব জয় করে ফেললেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ৷ প্রথমে অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে শুরু ৷ তারপর ফরাসি ওপেন ও উইম্বলডন ৷

উপরোক্ত সংখ্যাগুলি গ্র্যান্ড স্ল্যামের দুনিয়ায় 'বিগ থ্রি'-র দাপটকে প্রমাণ করেছে ৷ যা চলছে প্রায় দু দশক ধরে ৷

2002 সালে ইউএস ওপেনের ফাইনালে আন্দ্রে আগাসিকে হারিয়ে দেন পিট সাম্প্রাস ৷ সেটি ছিল তাঁর 14তম গ্র্যান্ড স্ল্যাম জয় ৷ সেইসময় পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছিল সেটি ৷ 2002 সালে শেষবার টেনিস কোর্টে নামা সাম্প্রাস তখনও জানতেন না এরপরের 18টা বছর ধরে তিনজন মিলে টেনিস বিশ্বে রাজত্ব চালাবেন ৷ সেই তিন টেনিস মহারথী শুধু সাম্প্রাসের রেকর্ডকেই ছাপিয়ে যাননি, তাঁকে ছাড়িয়ে অনেক দূর এগিয়ে গিয়েছেন ৷

2003 সালে প্রথমবার উইম্বলডন জেতেন ফেডেরার

আরও পড়ুন : Wimbledon 2021 : দুরন্ত দৌড় অব্যাহত, উইম্বলডন খেতাব জয় জকোভিচের

2003 সালে গ্র্যান্ড স্ল্যামের জগত চেনে রজার ফেডেরারের ৷ উইম্বলডনে সেবার কেরিয়ারের প্রথম মেজর টুর্নামেন্ট জেতেন সুইস তারকা ৷ 2004 সালে অস্ট্রেলিয়ান ওপেন জয় দিয়ে বছরটা শুরু করেন ফেডেরার ৷ এরপর উইম্বলডন ও ইউএস ওপেন ৷ 2005 সালে উইম্বলডন এবং ইউএস ওপেন জিতে নেন ৷ 2017 সালে শেষবার একসঙ্গে দুটো গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন জেতেন তিনি ৷

2005 সালে প্রথমবার ফরাসি ওপেন জেতেন রাফায়েল নাদাল ৷ সেটি ছিল তাঁর কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ৷ এরপর 2009 সাল বাদ দিলে টানা 2014 পর্যন্ত ফরাসি ওপেনে একচ্ছত্র আধিপত্য ছিল নাদালের ৷ এরপর 2017 থেকে 2020 পর্যন্ত টানা ফরাসি ওপেন জেতেন ৷ 2010 সালে রাফার ঝুলিতে ফরাসি ওপেন ছাড়াও উইম্বলডন ও ইউএস ওপেনের খেতাব আসে ৷

20টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন জকোভিচ

রাফা ও রজারের থেকে বেশ কিছু সময় পর গ্র্যান্ড স্ল্যামের দুনিয়ায় দাপট শুরু হয় নোভাক জকোভিচের ৷ 2008 সালে সর্বপ্রথম অস্ট্রেলিয়ান ওপেন জেতেন ৷ চলতি বছরে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ৷ বছরে চারটি মেজর খেতাব জয়ের বিশ্বরেকর্ডের থেকে মাত্র এক পা দূরে জোকার ৷

ABOUT THE AUTHOR

...view details