পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

T20 World Cup : নামিবিয়াকে পর্যুদস্ত করে সেমিফাইনালে পাকিস্তান - পাকিস্তান বনাম নামিবিয়া

মঙ্গলবার শারজায় মহম্মদ রিজওয়ান এবং বাবর আজমের দুর্দান্ত ব্যাটিংয়ের জোরে সেমিফাইলানে পা রাখতে পেরেছে পাকিস্তান ৷ নামিবিয়াকে 45 রানে হারিয়ে অধিনায়ক বাবর আজম জানান, নিজেদের ক্ষমতা পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন তাঁরা ৷ তা সম্ভব হয়েছে ৷ রবিবার স্কটল্যান্ডের মুখোমুখি হবে আজম-বাহিনী ৷

T20 World Cup, PAK vs NAM
পাকিস্তান বনাম নামিবিয়া

By

Published : Nov 3, 2021, 7:31 AM IST

শারজা, 3 নভেম্বর : মঙ্গলবার আবুধাবিতে মহম্মদ রিজওয়ান এবং অধিনায়ক বাবর আজমের দুর্দান্ত অর্ধশতরান পাকিস্তানকে পৌঁছে দিল সেমিফাইলানে ৷ পাকিস্তানই এবারের বিশ্বকাপে প্রথম দল যারা সেমিফাইনালে পৌঁছল ৷ নামিবিয়াকে 45 রানে হারিয়ে এবার আগামী রবিবার স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাবর আজমরা ৷

মঙ্গলবার নামিবিয়ার বিরুদ্ধে টস জিতে ব্যাট করতে নেমে অস্ত্র হয় রিজওয়ান-বাবরের পার্টনারশিপ ৷ 49 বলে 70 রানের মাধ্যমে তাঁর তেইশতম টি-টোয়েন্টি আন্তর্জাতিক অর্ধশতরান ঝুলিতে ভরেন বাবর ৷ পাশাপাশি 50 বলে 79 রানের মাধ্যমে শেষ করেন রিজওয়ান ৷ 20 ওভারের শেষে স্কোর দাঁড়ায় 2 উইকেটে 189 ৷ নামিবিয়ার ডেভিড উইজের নট আউট 43 এবং ক্রেগ উইলিয়ামস 40 রানের পরও পাকিস্তানি বোলাররা 20 ওভারে 144-এর বেশি এগোতে দেননি ৷ তবে 5 উইকেট ধরে যথাসাধ্য চেষ্টা করেছিলেন তাঁরা ৷

গ্রুপ 2 থেকে শেষ চারে পৌঁছেছে পাকিস্তান ৷ তাদের এই ম্যাচের 189 রান স্কটল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের 190-4 এর পর এই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ হয়ে দাঁড়াল । রবিবার শারজায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান । তার দু'দিন আগেই নিউজিল্যান্ডের মুখোমুখি হবে নামিবিয়া ।

আরও পড়ুন : IND vs AFG Preview : সেমির দৌড়ে থাকতে আফগান ম্যাচই বিরাটদের 'ডু অর ডাই'

ABOUT THE AUTHOR

...view details