নয়াদিল্লি, 29 এপ্রিল: যৌন হেনস্তার অভিযোগ এনে দেশের কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে নাছোড় মনোভাব দেশের কৃতী কুস্তিগীরদের ৷ মেরি কমের নেতৃত্বাধীন তদন্ত কমিটির রিপোর্টের অপেক্ষা না-করে শেষমেশ দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগতরা ৷ শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে দিল্লি পুলিশ কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ৷ এরই পালটা দিলেন ব্রিজভূষণ শরণ সিং৷ তিনি জানালেন, অপরাধী নই, তাই ইস্তফা দেওয়ার প্রশ্নই ওঠে না ৷ পাশাপাশি এদিন বিক্ষোভস্থলে গিয়ে কুস্তিগীরদের সঙ্গে দেখা করেন কংগ্রেসের এই সাধারণ সম্পাদক ।
কাইসারগঞ্জের বিজেপি সাংসদের আরও বক্তব্য, সরকার ইতিমধ্যেই তদন্ত কমিটি গড়েছে এবং আগামী 45 দিনের মধ্যে ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ এরপর তাঁর মেয়াদ শেষ হবে বলে দাবি ব্রিজভূষণের ৷ বজরং-ভিনেশদের প্রতিবাদ আন্দোলন নিয়ে কুস্তি ফেডারেশন সভাপতি জানান, একেক দিন ওরা একেকটা দাবি নিয়ে সামনে আসছে ৷ এফআইআরের দাবি পূরণ হওয়ার পরেও ওরা প্রতিবাদ চালিয়ে যাচ্ছে ৷
ব্রিজভূষণ বলেন, "ওরা এখন বলছে আমাকে জেলে পাঠানো উচিত । একইসঙ্গে আমার সমস্ত পদ থেকে সরে দাঁড়ানো উচিত ৷ আমি জনগণের ভোটেই সাংসদ নির্বাচিত হয়েছি, ভিনেশ ফোগতের জন্য নয় ৷" পাশাপাশি ব্রিজভূষণের দাবি, এই প্রতিবাদ কেবল একটা পরিবারের ৷ হরিয়ানার মানুষ তাঁর সঙ্গেই রয়েছে ৷ আপাতত সুপ্রিম কোর্ট এবং দিল্লি পুলিশের হাতেই সবটা ৷ সুপ্রিম নির্দেশ তিনি সাদরে গ্রহণ করবেন বলেও মত ব্রিজভূষণের ৷