কলকাতা, 12 মার্চ: প্রীতম কোটাল ও বিশাল কাইথ এটিকে মোহনবাগানের এমন দুই চরিত্র যারা চলতি আইএসএলের প্রতিটি ম্যাচে খেলেছেন (Vishal Kaith on Hyderabad and Mohun Bagan Match)। কোচ জুয়ান ফেরান্দোর ভরসার বৃত্তে যে ক'জন ফুটবলার রয়েছেন তাঁদের মধ্যে এই দু'জন অন্যতম । গোলরক্ষক বিশাল কাইথ ইতিমধ্যে গোল্ডেন গ্লাভস জিতেছেন । প্রীতম কোটাল সেভাবে স্বীকৃতি পাননি । তবে সবুজ মেরুন রক্ষণে তিনি যে আস্থার মাপকাঠি তা বলার অপেক্ষা রাখে না । ইতিমধ্যে এটিকে মোহনবাগান শিবিরে হায়দরাবাদ এফসিকে হারানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । কম সময়ে একাধিক ম্যাচ খেলার ক্লান্তি দূর করার চিন্তা রয়েছে । তবে বর্তমান প্রেক্ষাপটে ক্লান্তি-চোট-আঘাত সব ভুলে মরিয়া লড়াই ছুড়ে দিতে চাইছেন । হুগো বুমোস জানান, হায়দরাবাদকে থামাতে তাঁরা তৈরি । চোয়াল শক্ত গোলরক্ষক বিশাল কাইথের । ওড়িশা এফসি-র বিরুদ্ধে প্লে অফের ম্যাচে ভয়ঙ্কর চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন । ভর্তি করতে হয়েছিল হাসপাতালে । চোট পাওয়ার পরেও দারুণভাবে ফিরে এসেছেন এটিকে মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ । হায়দরাবাদের মাঠে সবুজ-মেরুনের শেষ দুর্গের প্রহরীর অসাধারণ গোলরক্ষা দলের পতন রুখেছে । না হলে সেমিফাইনালে ঘরের মাঠে পিছিয়ে থেকেই নামতে হত জুয়ান ফেরান্দোর ছেলেদের ।
এই বিষয়ে বিশালের বক্তব্য, "আমি কোনওদিন ভাবিনি 21টা ম্যাচ গোলের নিচে দাঁড়াতে পারব । সেটা সম্ভব হয়েছে সমর্থকদের জন্য । ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচে আহত হই । জীবনে কোনওদিন ওরকম চোট পাইনি । মিনিট খানেক অজ্ঞানও হয়ে গিয়েছিলাম । মাঠে অ্যাম্বুলেন্স ঢুকেছিল । সেই অবস্থায় সকলেই আমাকে সাহায্য করতে এগিয়ে আসে । যা দেখে আমি আপ্লুত । উঠে দাঁড়ানোর পর সমর্থকরা যেভাবে আমাকে উদ্বুদ্ধ করেছে তা কোনওদিন ভুলব না । এটাই আমার শক্তি। "
হিমাচল প্রদেশ থেকে আইএসএলের সেরা গোলরক্ষক । তৃপ্ত তবে আত্মতৃপ্ত নন বিশাল । বলছেন,"গোল্ডেন গ্লাভস পেয়ে ভালো লাগছে । যে কোনও গোলরক্ষকের কাছেই স্বপ্ন থাকে এই সম্মান পাওয়ার । বিশ্বকাপ থেকে আইএসএল বা বিভিন্ন প্রতিযোগিতা, সব জায়গাতেই দেখতাম যে কোনও একজন গোলরক্ষক এই সম্মান পাচ্ছেন । আমারও স্বপ্ন ছিল এই সম্মান পাওয়ার । জীবনে প্রথমবার এই সম্মান পেলাম । এটা হয়তো আমাকে আরও ভালও খেলতে উদ্বুদ্ধ করবে ।"