পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Malda Football Tranning Center : মালদায় ফুটবল প্রশিক্ষণ শিবিরে কোচেদের ভূমিকা নিয়ে প্রশ্ন স্টিভ লিওয়ের - United Sports Academy Belgian Coach Steve Leo Arise Questions on Coaching System

ফুটবল প্রশিক্ষণের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন ইউনাইটেড স্পোর্টস অ্যাকাডেমির বিদেশি কোচ স্টিভ লিও (United Sports Academy Belgian Coach Steve Leo Arise Questions on Coaching System) ৷ আজ মালদা ক্লাবের প্রশিক্ষণ শিবিরে যান তিনি ৷ সেখানে কোচদের ভূমিকা এবং তাঁদের প্রশিক্ষণের ধরন নিয়ে একাধিক প্রশ্ন তাঁর মাথায় এসেছে বলে জানান স্টিভ ৷

United Sports Academy Belgian Coach Steve Leo Arise Questions on Coaching System in Malda
United Sports Academy Belgian Coach Steve Leo Arise Questions on Coaching System in Malda

By

Published : Mar 14, 2022, 2:34 PM IST

ইংরেজবাজার, 14 মার্চ : মালদা ক্লাবের ফুটবল প্রশিক্ষণ পরিদর্শনে এসে কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন কলকাতার ইউনাইটেড স্পোর্টস অ্যাকাডেমির বেলজিয়ান কোচ স্টিভ লিও (United Sports Academy Belgian Coach Steve Leo Arise Questions on Coaching System) ৷ তাঁর মতে, খেলোয়াড়দের মধ্যে যথেষ্ট প্রতিভা রয়েছে ৷ তবে, রিসোর্সেসের পাশাপাশি কোচিংয়ে আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলে জানান স্টিভ ৷

আজ সকালে মালদা ক্লাবের ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের বৃন্দাবনি ময়দান পরিদর্শনে আসেন কলকাতার ইউনাইটেড স্পোর্টস অ্যাকাডেমির বেলজিয়ান কোচ স্টিভ লিও ৷ সঙ্গে ছিলেন প্রাক্তন মোহনবাগান তথা বর্তমান ইউনাইটেড স্পোর্টসের ফুটবলার লালকমল ভৌমিক ৷ ক্লাবের পক্ষ থেকে তাঁদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় । এর পরেই মাঠে নেমে পড়েন তাঁরা ৷ দীর্ঘক্ষণ খেলোয়াড়দের পর্যবেক্ষণ করেন ৷ স্টিভের নজরে পড়ে অনেক খেলোয়াড় আধ ঘণ্টায় হয়তো দু‘-তিনবার পায়ে বল পাচ্ছেন ৷ অনেকে আবার মাঠের পাশে ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছেন ৷ যা দেখে কোচদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই বেলজিয়ান কোচ ৷

এমনকি কোচদের গা ঘামানোর বিষয়টিও নজরে পড়ে তাঁর ৷ দু‘-একজন কোচ ছাড়া কাউকে মাঠে গা ঘামাতে দেখেননি তিনি ৷ তাঁর নজরে আসে, অনেক কোচ শুধু মাঠে একটা বল ফেলে দিয়ে ছেলেমেয়েদের খেলতে বলছেন ৷ অনেকে আবার খেলোয়াড়দের অভিভাবকদের সঙ্গে গল্পে ব্যস্ত ৷

আরও পড়ুন : ATKMB vs HFC : দ্বিতীয় লেগে হায়দরাবাদকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া মোহনবাগান

ইটিভি ভারতের মুখোমুখি হয়ে স্টিভ বলেন, “অনেক ছেলেমেয়েরা এখানে ফুটবল প্র্যাক্টিস করছে ৷ তা দেশের খেলাধূলোর মানের জন্য খুবই ভাল ৷ প্রথম সেশনের পরে আমি কোচদের সঙ্গে কথা বলব ৷ আমার মনে অনেক প্রশ্ন দেখা দিয়েছে ৷ তাঁদের বক্তব্য শোনার পর, কীভাবে প্রশিক্ষণ এগিয়ে নিয়ে যাওয়া যায় তা আলোচনা করা হবে ৷ শুধু ইক্যুইপমেন্ট যথেষ্ট নয় ৷ কীভাবে খেলোয়াড়দের পরিচালনা করা হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ ৷ আমার মনে হয় না, অন্যান্য দিন সমস্ত ছেলেমেয়েরা একসঙ্গে এভাবে অনুশীলন করে ৷ হয়তো সেই কারণেই ইক্যুইপমেন্ট কম বলে মনে হচ্ছে ৷ সব সময় খেলোয়াড়দের ট্রেনিং করাতে হয় ৷ আমরা নিজেরা ট্রেনিংয়ের সমস্ত তথ্য নথিভুক্ত করে, তা খতিয়ে দেখে বদলানোর চেষ্টা করি ৷ কোচ হিসাবে আমার কাছে যা আছে, আমাকে তা মেনে নিয়ে সেভাবে ট্রেনিং করাতে হবে ৷ এটাই কোচের দায়িত্ব ৷’’

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details