টোকিয়ো, 23 জুলাই : অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানের দেশের পতাকা বহন করার জন্য তৈরি মেরি কম ৷ তৈরি ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিংও ৷ আজ উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ পাস্টে এই দু'জন তেরঙ্গা বইবেন ৷ মেরি ও মনপ্রীতের উত্তেজনাটা আঁচ করা যাচ্ছে ভালমতো ৷ অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে এখনও বেশ কয়েক ঘণ্টা সময় রয়েছে ৷ সময় হাতে রেখে ভারতীয় পোশাকে সেজেগুজে তৈরি হয়ে গিয়েছেন দু‘জনে ৷ সেই ছবি টুইট করলেন মেরি কম ৷
ছবিতে দেখা যাচ্ছে, ঘিয়ে রঙের কুর্তিতে সেজেছেন মেরি ৷ কুর্তির উপরে ভারতীয় দলের ব্লেজার ৷ মনপ্রীতের পরণে ব্লেজার ও মাথায় মেরুন রঙের পাগড়ি ৷ টুইটারে মেরি লিখেছেন, "টোকিয়ো অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে দেশের পতাকা বাহক হিসেবে দাঁড়িয়ে ৷" জাপানি অক্ষর অনুযায়ী মার্চ পাস্টে ভারতীয়রা থাকবেন 21 নম্বরে ৷ মার্চ পাস্টে থাকবেন মোট 30 জন ভারতীয় অ্যাথলিট ৷ পতাকা হাতে সবার প্রথমে থাকবেন মেরি ও মনপ্রীত ৷