পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Olympics : উদ্বোধনী অনুষ্ঠানে তেরঙ্গা বইতে তৈরি মেরি-মনপ্রীত - অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠান

টোকিয়ো অলিম্পিকসে উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পতাকা বইবেন বক্সার মেরি কম এবং হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং ৷

mary kom
mary kom

By

Published : Jul 23, 2021, 2:58 PM IST

টোকিয়ো, 23 জুলাই : অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানের দেশের পতাকা বহন করার জন্য তৈরি মেরি কম ৷ তৈরি ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিংও ৷ আজ উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ পাস্টে এই দু'জন তেরঙ্গা বইবেন ৷ মেরি ও মনপ্রীতের উত্তেজনাটা আঁচ করা যাচ্ছে ভালমতো ৷ অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে এখনও বেশ কয়েক ঘণ্টা সময় রয়েছে ৷ সময় হাতে রেখে ভারতীয় পোশাকে সেজেগুজে তৈরি হয়ে গিয়েছেন দু‘জনে ৷ সেই ছবি টুইট করলেন মেরি কম ৷

ছবিতে দেখা যাচ্ছে, ঘিয়ে রঙের কুর্তিতে সেজেছেন মেরি ৷ কুর্তির উপরে ভারতীয় দলের ব্লেজার ৷ মনপ্রীতের পরণে ব্লেজার ও মাথায় মেরুন রঙের পাগড়ি ৷ টুইটারে মেরি লিখেছেন, "টোকিয়ো অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে দেশের পতাকা বাহক হিসেবে দাঁড়িয়ে ৷" জাপানি অক্ষর অনুযায়ী মার্চ পাস্টে ভারতীয়রা থাকবেন 21 নম্বরে ৷ মার্চ পাস্টে থাকবেন মোট 30 জন ভারতীয় অ্যাথলিট ৷ পতাকা হাতে সবার প্রথমে থাকবেন মেরি ও মনপ্রীত ৷

আরও পড়ুন : Tokyo Olympics : 130 কোটির আশা ও প্রার্থনা রয়েছে ; শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

25 জুলাই থেকে প্রতিযোগিতায় নামবেন মেরি ৷ সকাল সাড়ে সাতটা নাগাদ মহিলাদের ফ্লাইওয়েটের প্রথম রাউন্ডের ম্যাচ রয়েছে মেরির ৷ তাঁর প্রতিপক্ষ ডমিনিকার মিগুইলিনা হার্নান্ডেজ ৷ যদিও এবার বেশ কঠিন ড্রয়ের মুখে পড়েছেন মেরি ৷ শেষ ষোলোর ম্যাচে রিও অলিম্পিকসে ব্রোঞ্জ জয়ী এবং তৃতীয় বাছাই কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার মুখোমুখি হচ্ছেন তিনি ৷ ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম 2012 সালে বক্সিংয়ে পদক জিতেছিলেন ৷ এবারও পদক জয়ের অন্যতম দাবিদার তিনি ৷ অলিম্পিকস পদক জিতে বক্সিং কেরিয়ারটা শেষ করতে চাইবেন মেরি ৷ অন্যদিকে উদ্বোধনী অনুষ্ঠানের পরদিনই মাঠে নামছে ভারতীয় পুরুষ হকি দল ৷ পুল এ-র ম্যাচে ভারতের প্রতিপক্ষ নিউজ়িল্যান্ড ৷

ABOUT THE AUTHOR

...view details