হায়দরাবাদ, 22 জুলাই : 18টি বিভাগে একশোর বেশি প্রতিযোগী অংশ নেবেন ভারতের হয়ে ৷ এবারের টোকিয়ো অলিম্পিকসে ভারত তার সবচেয়ে বড় অ্যাথলিটিক্স দলকে পাঠিয়েছে ৷ দেশবাসীর আশা, এবার টোকিয়ো অলিম্পিকস থেকে ভারত অনেক মেডেল জিতে ফিরবে ৷ এমনকি প্রতিযোগীরাও মেডেল জেতার বিষয়ে আশাবাদী ৷ অলিম্পিকস-এর 32তম সিজনের বিভিন্ন বিভাগের ম্যাচের তালিকা প্রকাশ হয়েছে ৷ যেখানে ভারতীয় অ্যাথলিটদের ম্যাচের ক্রীড়াসূচি দেওয়া হয়েছে ৷
তিরন্দাজি
26 জুলাই : পুরুষদের দলীয় প্রতিযোগিতা (অতনু দাস, প্রবীণ যাদব এবং তরুণদীপ রাই)
27, 28 এবং 29 জুলাই :পুরুষ এবং মহিলা বিভাগের পৃথক ম্যাচ (দীপিকা কুমারি, অতনু দাস, প্রবীণ যাদব, তরুণদীপ রাই)
30 জুলাই: মহিলাদের বিভাগে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এবং ফাইনাল
31 জুলাই: পুরুষদের বিভাগে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এবং ফাইনাল
অ্যাথলেটিস
30 জুলাই: পুরুষ বিভাগে 3 হাজার মিটারের স্টিপ্লেচেস হিট - সকাল 5টা 47 মিনিট (অবিনাশ সাবলে)
পুরুষ বিভাগে 400 মিটারের হার্ডল হিটস - সকাল 7টা 25 মিনিট (জুবেই এম পাল্লিয়ালিল)
মহিলাদের 100 মিটার হিটস - বিকেল 3টে 10 মিনিট (দ্যুতি চন্দ)
4x400 মিটারের রিলে মিক্স (হিটস) - বিকেল 5টা 30 মিনিট
31জুলাই:মহিলাদের ডিসকাস থ্রো কোয়ালিফায়ার্স - সকাল 6টা
পুরুষদের লং জাম্প কোয়ালিফায়ার্স - সকাল 7টা 25 মিনিট
মহিলাদের 100 মিটার হিট - বিকেল 3টে 45 মিনিট
4x400 মিটার মিক্সড রিলে স্বর্ণপদকের ম্যাচ - সন্ধ্যা 6টা 5 মিনিট
মহিলাদের 100 মিটার স্বর্ণপদকের ম্যাচ - সন্ধ্যা 6টা 20 মিনিট
2 অগাস্ট: পুরুষদের লং জাম্প ফাইনাল - সকাল 6টা 50 মিনিট
মহিলাদের 200 মিটারের হিটস - সকাল 7টা
মহিলাদের ডিসকাস থ্রো স্বর্ণপদকের ম্যাচ - বিকেল 5টা 30 মিনিট
পুরুষদের স্টিপ্লেচেস স্বর্ণপদকের ম্যাচ - বিকেল 5টা 45 মিনিট
3 অগাস্ট : মহিলাদের জ্যাভলিন থ্রো কোয়ালিফায়ার্স - সকাল 5টা 50 মিনিট
পুরুষদের 400 মিটার হার্ডল স্বর্ণপদকের ম্যাচ - সকাল 8টা 50 মিনিট
পুরুষদের শটপুট কোয়ালিফায়ার্স - বিকেল 5টা 45 মিনিট
মহিলাদের 200 মিটারের ফাইনাল - সন্ধ্যা 6টা 20 মিনিট
4 অগাস্ট: পুরুষদের জ্যাভলিন থ্রো কোয়ালিফায়ার্স - বিকেল 5টা 35 মিনিট
5 অগাস্ট: পুরুষদের শটপুট স্বর্ণপদক ম্যাচ - সকাল 7টা 35 মিনিট
পুরুষদের 20 কিলোমিটারের ওয়াক রেস স্বর্ণপদক ম্যাচ - দুপুর 1টা
6 অগাস্ট: পুরুষদের 50 কিলোমিটার ওয়াক রেস স্বর্ণপদক ম্যাচ - দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা 30 মিনিট
মহিলাদের 20 কিলোমিটারের ওয়াক রেস স্বর্ণপদক ম্যাচ - দুপুর 1টা
মহিলাদের জ্যাভলিন থ্রো স্বর্ণপদক ম্যাচ - বিকেল 5টা 20 মিনিট
7 অগাস্ট : পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনাল - বিকেল 4টে 30 মিনিট
ব্যাডমিন্টন
30 জুলাই : পুরুষদের সিঙ্গল রাউন্ড অফ সিক্সটিন - সকাল 5টা 30 মিনিট এবং বেলা 12টা
পুরুষদের ডাবল কোয়ার্টার ফাইনাল - সকাল 5টা 30 মিনিট
মহিলাদের সিঙ্গল রাউন্ড অফ সিক্সটিন - বেলা 12টা (পি ভি সিন্ধু)
31 জুলাই : পুরুষদের ডাবল সেমিফাইনাল - সকাল 5টা 30 মিনিট
মহিলাদের সিঙ্গল কোয়ার্টার ফাইনাল - বিকেল 3টে 30মিনিট
1 অগাস্ট : পুরুষদের সিঙ্গল কোয়ার্টার ফাইনাল - সকাল 9টা 30 মিনিট
মহিলাদের সিঙ্গল সেমিফাইনাল - বিকেল 5টা
পুরুষদের ডাবল ব্রোঞ্জ মেডেল ম্যাচ - বিকেল 5টা
2 অগাস্ট:পুরুষদের সিঙ্গল সেমিফাইনাল, মহিলাদের সিঙ্গল ফাইনাল এবং পুরুষদের ডাবল ফাইনাল - সকাল 10টা 30 মিনিট
পুরুষদের সিঙ্গল ফাইনাল - বিকেল 4টে 30 মিনিট
বক্সি
24 জুলাই: মহিলাদের আরও-32 - সকাল 7টা 30 মিনিট
পুরুষদের আরও-32 - সকাল 9টা 45 মিনিট এবং বিকেল 3টে 40 মিনিট
25 জুলাই: মহিলাদের ফ্লাই, আরও-32 - সকাল 7টা 30 মিনিট এবং দুপুর 1টা 30 মিনিট (মেরি কম)
মহিলাদের মিডল আরও-32 - সকাল 8টা 30 মিনিট (পূজা রানি)