প্যারিস, 10 জানুয়ারি: জীবনে দীর্ঘ সময় অবসাদে ভুগেছেন প্রাক্তন ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি ৷ সম্প্রতি 'ডায়েরি অফ সিইও' নামে একটি পডকাস্ট শো-তে একথা জানিয়েছেন তিনি ৷ এমনকী করোনা অতিমারির ঠিক আগের মুহূর্তে, অবসাদের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিলেন তিনি ৷ যে সময়ে তিনি রোজ বন্ধ ঘরে বসে কাঁদতেন ৷
অঁরি বর্তমানে ফ্রান্স অনূর্ধ্ব-21 ফুটবল দলের কোচ হিসেবে কাজ করছেন ৷ একটি পডকাস্ট শো-য়ে তিনি জানিয়েছেন, তাঁর অবসাদের অন্যতম কারণ ছিল অতীত ৷ ছোটবেলা থেকে বাবার তত্ত্বাবধানে ছিলেন অঁরি ৷ সেই সময় প্রাক্তন ফরাসি ফুটবলারের খেলার প্রতি সবসময় কঠোর নজর থাকত তাঁর বাবার ৷ আরও স্পষ্ট করে বললে, প্রচণ্ড খুঁতখুঁতে ছিলেন তাঁর বাবা ৷ অঁরি বলেন, "আমার পুরো কেরিয়ার জুড়ে অর্থাৎ, আরও নির্দিষ্ট করে বললে, যখন আমি জন্মেছি; সেই সময় থেকে যা যা হয়েছে তাতে আমার অবসাদে যাওয়া নিশ্চিত ছিল ৷"
তাঁর এই বক্তব্যের কারণ, আতঙ্কের পরিবেশে তিনি বড় হয়েছেন ৷ হেনরি বলেন, "এটা কি আমি জানি? না ৷ আমি জানলেও, এটা নিয়ে কিছু করতে পারতাম কি ? না ৷ কিন্তু, আমি কোনওভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতাম ৷ তার অর্থ এটা নয় যে, আমার জীবনটা সোজা পথে চলছে ৷ কিন্তু, আমাকে চালাতে হচ্ছে ৷ আপনাকে হাঁটতে হলে, প্রথমে একটা পা সামনে বাড়াতে হবে, তারপর আরেকটা ৷ ছোটবেলা থেকেই আমাকে এটাই বলা হয়েছে ৷"