ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অবসাদ গ্রাস করেছিল অঁরিকেও, কঠিন সময়ের কথা শোনালেন আর্সেনাল কিংবদন্তি - Pandemic

Thierry Henry had Depression During Career: তিনি ফ্রান্সের 98’র বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ৷ 2002 সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জেতেন ৷ সেই থিয়েরি হেনরি খেলোয়াড় জীবনে একটা সময় চূড়ান্ত অবসদা গ্রাস করেছিল ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 3:02 PM IST

প্যারিস, 10 জানুয়ারি: জীবনে দীর্ঘ সময় অবসাদে ভুগেছেন প্রাক্তন ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি ৷ সম্প্রতি 'ডায়েরি অফ সিইও' নামে একটি পডকাস্ট শো-তে একথা জানিয়েছেন তিনি ৷ এমনকী করোনা অতিমারির ঠিক আগের মুহূর্তে, অবসাদের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিলেন তিনি ৷ যে সময়ে তিনি রোজ বন্ধ ঘরে বসে কাঁদতেন ৷

অঁরি বর্তমানে ফ্রান্স অনূর্ধ্ব-21 ফুটবল দলের কোচ হিসেবে কাজ করছেন ৷ একটি পডকাস্ট শো-য়ে তিনি জানিয়েছেন, তাঁর অবসাদের অন্যতম কারণ ছিল অতীত ৷ ছোটবেলা থেকে বাবার তত্ত্বাবধানে ছিলেন অঁরি ৷ সেই সময় প্রাক্তন ফরাসি ফুটবলারের খেলার প্রতি সবসময় কঠোর নজর থাকত তাঁর বাবার ৷ আরও স্পষ্ট করে বললে, প্রচণ্ড খুঁতখুঁতে ছিলেন তাঁর বাবা ৷ অঁরি বলেন, "আমার পুরো কেরিয়ার জুড়ে অর্থাৎ, আরও নির্দিষ্ট করে বললে, যখন আমি জন্মেছি; সেই সময় থেকে যা যা হয়েছে তাতে আমার অবসাদে যাওয়া নিশ্চিত ছিল ৷"

তাঁর এই বক্তব্যের কারণ, আতঙ্কের পরিবেশে তিনি বড় হয়েছেন ৷ হেনরি বলেন, "এটা কি আমি জানি? না ৷ আমি জানলেও, এটা নিয়ে কিছু করতে পারতাম কি ? না ৷ কিন্তু, আমি কোনওভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতাম ৷ তার অর্থ এটা নয় যে, আমার জীবনটা সোজা পথে চলছে ৷ কিন্তু, আমাকে চালাতে হচ্ছে ৷ আপনাকে হাঁটতে হলে, প্রথমে একটা পা সামনে বাড়াতে হবে, তারপর আরেকটা ৷ ছোটবেলা থেকেই আমাকে এটাই বলা হয়েছে ৷"

তাঁর কথায়, "আমি কখনও সেই গতে বাধা জীবনে চলাটা থামায়নি ৷ যদি থামতাম, তাহলে হয়তো বুঝতে পারতাম ৷ কিন্তু, কোভিডের সময় আমি সেটা করি ৷ আমি আর পারছিলাম না ৷ তারপর থেকে আমি বুঝতে শুরু করলাম ৷" উল্লেখ্য, 2014 সালে সবরকম ফুটবল থেকে অবসর ঘোষণা করেন থিয়েরি অঁরি ৷ ফুটবল ছেড়ে দেওয়ার পর তিনি আরও বেশি অবসাদে ডুবে গিয়েছিলেন ৷ মূলত, একাকিত্ব থেকেই তিনি এই গভীর অবসাদে চলে গিয়েছিলেন ৷ তার উপরে ব্যক্তিগত জীবনেও সুখী হতে পারেননি এই তারকা ফুটবলার ৷ সব মিলিয়ে খেলোয়াড় জীবনেও অবসাদগ্রস্ত ছিলেন আর্সেনাল কিংবদন্তি ৷

ফ্রান্সের প্রাক্তন তারকা ফুটবলার জানিয়েছেন, করোনার সময় তিনি মন্টেরিয়ালে আইসোলেশনে ছিলেন ৷ নিজের সন্তানদেরও দেখতে পাননি বহুদিন ৷ আর সেই সময়টা অবসাদের মধ্যে থাকায়, রোজই বিনা কারণে একা একা কাঁদতেন ৷ এর ব্যাখ্যা করতে গিয়ে অঁরি জানান, হতে পারে দীর্ঘসময় ধরে একা বাড়িতে থাকার কারণে এমনটা হয়ছিল তাঁর ৷

আরও পড়ুন:

  1. বিবর্তনের স্রষ্টা ছিলেন 'কাইজার', স্বাধীন চিন্তাভাবনায় বদলেছেন ফুটবলের রূপ
  2. 34-এ অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনার স্টিভ স্মিথ, নিশ্চিত করলেন জর্জ বেইলি
  3. কেপটাউনের পিচ শুধুই 'অসন্তোষজনক', জানাল আইসিসি

ABOUT THE AUTHOR

...view details