হ্যাংঝাউ, 4 অক্টোবর:মাত্র কয়েক মিনিটের ব্যবধান ৷ এশিয়াডের একাদশ দিনে ফের ভারতকে সোনার স্বাদ দিল পুরুষ রিলে দল ৷ 4x400 মিটার রিলে রেসে ভারতের আনাস মহম্মদ, আমোজ জ্যাকব, আজমল মহম্মদ এবং রাজেশ রমেশ দেশকে সোনা এনে দিলেন। জাতীয় রেকর্ড ভেঙে দিয়ে তাঁরা বুধবার হ্যাংঝাউয়ে রেস শেষ করেন 3 মিনিট 01.58 সেকেন্ডে।
গতবার ভারত একই ইভেন্টে রুপো জিতেছিল। কাতারের বিরুদ্ধে হারতে হয়েছিল। বুধবার সেই কাতারকেই পিছনে ফেলে দিলেন রমেশরা। দৌড় শুরু করেছিলেন আনাস। তিনি পাঁচ নম্বরে শেষ করেন। 43.60 সেকেন্ড সময় নেন তিনি। পরের দৌড় ছিল জ্যাকবের। তিনিই দেশকে সোনা জয়ের কাছে পৌঁছে দেন। পাঁচ নম্বরে থাকা ভারতকে এক নম্বরে নিয়ে চলে আসেন তিনি। সেই ধারা বজায় রাখেন আজমল এবং রাজেশ। সোনা জিতে নেয় ভারত।
এদিন আরও বেশ কয়েকটি ইভেন্ট থেকে ভারত পদক জিতেছে ৷ একই ইভেন্ট মেয়েদের 4x400 মিটার রিলে থেকেও পদক এসেছে ৷ তাঁরা রুপো এনে দিয়েছেন দেশকে ৷ মহিলাদের 4x400 মিটার রিলে ইভেন্টে বিথ্যা রামরাজ, ঐশ্বর্য মিশ্র, প্রাচি এবং সুভা ভেঙ্কটেশন দ্বিতীয় স্থানে শেষ করে পদক দিয়েছেন ভারতকে ৷
সেইসঙ্গে মেয়েদের 800 মিটার ফাইনালে দ্বিতীয় হয়ে মায়ের পদাঙ্ক অনুসরণ করলেন হরমিলান বাইনস। তাই তাঁকে রুপো নিয়েই সন্তুষ্ট হতে হয় ৷ চিনা অ্যাথলিটের বিরুদ্ধে এদিন হেরে যান হরমিলান। এর আগে চলতি এশিয়াডে 1500 মিটারেও তিনি রুপো পেয়েছিলেন। 2002 সালের এশিয়াডে এই ইভেন্টে রুপো জিতেছিলেন হরমিলানের মা মাধুরী সিং ৷