কলকাতা, 9 অগস্ট: ফুটবলারদের মধ্যে বোঝাপড়া তৈরির কাজ শুরু করে দিয়েছেন কোচ স্টিভেন কনস্ট্যানটাইন (Steven Constantine Emphasis on Understanding Between Footballers in East Bengal Practice) ৷ পাসিং দ্য বল সেশন করালেন তিনি ৷ যেখানে দশ পাসের মধ্যে বল কাড়তে না পারলে, বুক ডন দিতে হচ্ছে ফুটবলারদের ৷ কনস্ট্যানটাইন ভারতীয় দলের কোচ থাকাকালীনও নিত্য নতুন ফর্মুলা আমদানি করতেন অনুশীলনে ৷ এবার ইস্টবেঙ্গল ক্লাবের কোচের দায়িত্ব নিয়ে সেই কাজটাই শুরু করলেন তিনি ৷
এখনও পর্যন্ত 17 জন ফুটবলার ইস্টবেঙ্গলের সঙ্গে যোগ দিয়েছেন ৷ সঙ্গে রয়েছে রিজার্ভ বেঞ্চের ফুটবলাররা ৷ তাই বলে প্রস্তুতিতে খামতি নেই লাল-হলুদ শিবিরে ৷ কোচ স্টিভেন কনস্ট্যানটাইন প্রথম দিনেই বুঝিয়ে দিয়েছিলেন তিনি হার্ড টাস্ক মাস্টার ৷ আর সেটা যে হাড়ে হাড়ে সত্যি তা ফুটবলাররাও বুঝতে পারছেন ৷ মরসুমের শুরুতেই রয়েছে ডুরান্ড কাপ ৷ তার সঙ্গেই চলবে কলকাতা লিগের সুপার সিক্সের খেলা ৷ ফলে হাতে সময়ও কম ইস্টবেঙ্গল কোচের হাতে ৷
22 অগস্ট ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলবে ৷ ইতিমধ্যে কোচ বলে দিয়েছেন, তিনি হারার জন্য ক্লাব কোচিংয়ে আসেননি ৷ প্রতিপক্ষ তাদের দেখে ভয় পাবে, এমন পারফরম্যান্স করবে তাঁর দল ৷ তাই সাধ্য এবং সামর্থের মধ্যে ভারসাম্য রেখে দলকে তৈরি করার কাজ শুরু করেছেন স্টিভেন কনস্ট্যানটাইন ৷ ফুটবলারদের ফিটনেস বাড়ানোতে বাড়তি জোর দিচ্ছেন ব্রিটিশ কোচ ৷ এরই মধ্যে সার্থক গোলুই চোট পেয়েছেন ৷ সোমবার প্র্যাক্টিসে নেমে চোট পেলেন অনিকেত যাদব ৷ তবে, ইস্টবেঙ্গলের সহকারী কোচ জানিয়েছেন, অনিকেতের চোট গুরুতর নয় ৷ দু’দিনের বিশ্রামে সুস্থ হয়ে উঠবেন তিনি ৷ সব মিলিয়ে দলগঠনের প্রক্রিয়া যেমন চলছে, তেমনই যাঁরা আছেন তাঁদের নিয়েই ডুরান্ড কাপ এবং কলকাতা লিগের প্রস্তুতি শুরু করে দিয়েছেন স্টিভেন কনস্ট্যানটাইন ৷
আরও পড়ুন:ফিফার হুঁশিয়ারি চিঠিতে শঙ্কার উদ্রেগ ফেডারেশনে
অন্যদিকে, আগামী 17 অগস্ট ইস্টবেঙ্গল রাজা সুরেশচন্দ্র মেমোরিয়াল আর্কাইভের উদ্বোধন রয়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্কাইভের উদ্বোধন করবেন ৷ সোমবার ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে ৷ পাশাপাশি লগ্নিকারী সংস্থা ইমামি ইস্টবেঙ্গলের নামে প্রচারের প্রস্তুতি শুরু করে দিয়েছে ৷ এই উদ্যোগে লগ্নিকারীদের সঙ্গে সমানভাবে কাজ করবে বলে জানিয়েছে ইস্টবেঙ্গল ৷