বার্সেলোনা, 19 অগস্ট: প্রথমবার মহিলা বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন ৷ তাঁদের প্রতিপক্ষ ইংল্যান্ড ৷ ব্রিটিশরা কঠিন প্রতিপক্ষ হলেও, এই ম্যাচে ফুটবল বিশ্বের নজর স্পেনের মহিলা ফুটবল দলের দিকে ৷ কারণ তাঁদের টেকনিক, ডিফেন্সকে ভেদ করে নিখুঁত পাস এবং শেষ মুহূর্তে অপ্রতিরোধ্য আক্রমণ ৷ যা স্পেনের পুরুষ দলের ক্ষেত্রে অতীতে বহুবার দেখা গেলেও মহিলা দলের ক্ষেত্রে তা খুব একটা সহজ ছিল না এতদিন ৷ কিন্তু, চলতি বিশ্বকাপে সেটাই সম্ভব হয়েছে ৷ আর তার অন্যতম কারণ, যেহেতু দলের অধিকাংশ ফুটবলার বার্সেলোনার ৷
সেফিফাইনালে গোলের উচ্ছ্বাস স্পেনের ফুটবলারের যে দলের ফুটবলারদের স্কিল, বোঝাপড়া একে অপরের শক্তি ও দুর্বলতা সম্পর্কে পরস্পর ওয়াকিবহাল ৷ আর তার চেয়েও বড় তাঁদের বন্ধুত্ব ৷ সেই বোঝাপড়া ও বন্ধুত্বের মেলবন্ধনে ফুটবল মাঠে আগুন ঝরাচ্ছে স্পেনের মহিলা ফুটবল দল ৷ বার্সেলোনার কোর-টিম নিয়ে তৈরি এই স্পেন দল ৷ যাঁরা ক্লাবকে চ্যাম্পিয়ন করার পর, এবার দেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করছেন ৷ অস্ট্রেলিয়ায় আয়োজিত মেয়েদের ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে স্পেন ৷ আগামী রবিবার সিডনিতে স্পেনের লক্ষ্য বিশ্বকাপ ৷
এই স্পেন দলে বার্সেলোনার 9 জন ফুটবলার রয়েছে ৷ যাঁদের মধ্যে দু’বার ব্যালন ডি’অর জয়ী আলেক্সিয়া পুতেলাস, মিডফিল্ডার আইতানা বনমাতি এবং ডিফেন্সে ক্যাপ্টেন আইরিন পেরেদেসের মতো ফুটবলাররা রয়েছেন ৷ যাঁরা ক্লাব স্তরে সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম ৷ এমনকী বার্সেলোনায় খেলেন ব্রিটিশ মহিলা ফুটবলাররা ইংল্যান্ড দলে রয়েছেন ৷ তাঁদের মধ্যে অন্যতম বার্সার লুসি ব্রোঞ্জ এবং কেইরা ওয়ালশ ৷
সুইডেনের রক্ষণ ভেঙে গোলের খোঁজে স্পেনের ফুটবলার আরও পড়ুন:লিগস কাপে নবম গোল মেসির, ফিলাডেলফিয়াকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে ইন্টার মিয়ামি
সুইডেনকে সেমিফাইনালে 2-1 গোলে হারিয়ে মহিলা বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন ৷ ম্যাচ জিতে মিডফিল্ডার আইতানা বনমাতি বলেন, ‘‘আমাদের মধ্যে কয়েকজন খুবই ভাগ্যবান, যাঁরা দু’বার বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি ৷ তিনি এও জানান, বার্সেলোনার হয়ে 90 হাজার দর্শকের সামনে খেলেছেন ৷ কিন্তু, বিশ্বকাপের মঞ্চে 75 হাজার দর্শকের সামনে খেলাটা খুবই কঠিন ৷ এমনকী বিশ্বকাপের ফাইনালে তাঁদের দেশকে তুলতে পেরেছেন, সেটাও যেন স্বপ্নের মতো লাগছে বার্সা থুড়ি স্পেনের মহিলা ফুটবল দলের কাছে ৷