পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Neeraj Chopra: ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সোনালি অধ্যায়, নীরজকে অভিনন্দন রাষ্ট্রপতির; শুভকামনা মোদি-মমতার - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Neeraj Chopra Adds Another Golden Page Says President Droupadi Murmu: ভারতীয় ক্রীড়াক্ষেত্রে আরও একটি সোনালি অধ্যায় যোগ করলেন নীরজ চোপড়া ৷ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নীরজের সোনা জয়কে এভাবেই বর্ণনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷

Neeraj Chopra ETV BHARAT
Neeraj Chopra

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 1:42 PM IST

Updated : Aug 28, 2023, 1:51 PM IST

নয়াদিল্লি, 28 অগস্ট: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ফের সাফল্য অর্জন করেছেন নীরজ চোপড়া ৷ তাঁর 88.17 মিটারের জ্যাভলিন থ্রো ইতিহাস তৈরি করেছে ৷ প্রথমবার ভারতকে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের স্বাদ এনে দিলেন নীরজ ৷ ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নীরজের এই সাফল্যে জন্য তাঁকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ ভারতীয় ক্রীড়াক্ষেত্রের ইতিহাসে আরও একটি সোনালি অধ্যায় লিখলেন বলে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপতি ভবনের সরকারি টুইটারে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নীরজ চোপড়াকে অভিনন্দন জানিয়েছেন সাফল্যের জন্য ৷

রাষ্ট্রপতি ভবনের তরফে করা টুইটে লেখা হয়েছে, ‘‘ভারতীয় ক্রীড়াক্ষেত্রের ইতিহাসে আরও একটি সোনালি অধ্যায় জুড়ে দিলেন নীরজ চোপড়া ৷ বিশ্ব অ্যাথলিটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় যিনি সোনার পদক জিতলেন ৷ বুদাপেস্টে জ্যাভলিন থ্রো ফাইনালে তাঁর অসাধারণ পারফর্ম্যান্স আমাদের যুবসমাজকে অনুপ্রাণিত করবে ৷’’

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিও ভারতীয় অ্যাথলিটকে অভিনন্দন জানিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘শ্রেষ্ঠত্বের উদাহরণ ৷ তাঁর একাগ্রতা, নিখুঁত এবং আবেগ তাঁকে অ্যাথলেটিক্সে শুধু চ্যাম্পিয়ন করে তোলেনি ৷ তিনি সমগ্র ক্রীড়া বিশ্বে এক অতুলনীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ৷ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের জন্য নীরজ চোপড়াকে অভিনন্দন জানাই ৷’’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ দিন নীরজের সাফল্যকে কুর্ণিশ জানান ৷ তিনি টুইটে লেখেন, ‘‘অভিনন্দন নীরজ চোপড়া ! বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয়ের জন্য সমগ্র দেশ আপনার জন্য গর্বিত ৷ আপনার ভবিষ্যতের সকল প্রতিযোগিতার জন্য আগাম শুভেচ্ছা জানাই ৷’’

আরও পড়ুন:মধ্যরাতে ইতিহাস 'সোনার ছেলে'র! বিশ্ব অ্যাথলেটিক্সে প্রথম ভারতীয় হিসেবে জ্যাভলিনে সোনা জয় নীরজের

এ দিন প্রথম থ্রোয়ের পর খুশি ছিলেন না নীরজ ৷ তাই জ্যাভলিন ল্যান্ড করার মুহূর্তেই ‘ফোর্স ফাউল’ করেন ভারতীয় অ্যাথলিট ৷ তাই ইচ্ছাকৃতভাবে লাইন ক্রস করে যান ৷ ফলে তাঁর 79 মিটারের থ্রো রেজিস্ট্রার হয়নি ৷ এর পর দ্বিতীয়বারে নতুন উদ্যোমে শুরু করেন নীরজ চোপড়া ৷ এবার তাঁর রান-আপ থেকে শুরু করে শরীরি-ভাষা সবতেই আত্মবিশ্বাস দেখা যায় ৷ এমনকি জ্যাভলিন ছোড়ার পরেই শূন্যে দু’হাত তুলে সেলিব্রেশন করতে দেখা যায় তাঁকে ৷ 88.17 মিটার জ্যাভিলন থ্রো করে 1 নম্বরে শেষ করেন নীরজ ৷ আর 87.82 মিটার জ্যাভলিন ছুঁড়ে দ্বিতীয় হয়েছেন পাকিস্তানের আরশাদ নাদিম ৷

Last Updated : Aug 28, 2023, 1:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details