নয়াদিল্লি, 28 অগস্ট: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ফের সাফল্য অর্জন করেছেন নীরজ চোপড়া ৷ তাঁর 88.17 মিটারের জ্যাভলিন থ্রো ইতিহাস তৈরি করেছে ৷ প্রথমবার ভারতকে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের স্বাদ এনে দিলেন নীরজ ৷ ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নীরজের এই সাফল্যে জন্য তাঁকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ ভারতীয় ক্রীড়াক্ষেত্রের ইতিহাসে আরও একটি সোনালি অধ্যায় লিখলেন বলে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপতি ভবনের সরকারি টুইটারে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নীরজ চোপড়াকে অভিনন্দন জানিয়েছেন সাফল্যের জন্য ৷
রাষ্ট্রপতি ভবনের তরফে করা টুইটে লেখা হয়েছে, ‘‘ভারতীয় ক্রীড়াক্ষেত্রের ইতিহাসে আরও একটি সোনালি অধ্যায় জুড়ে দিলেন নীরজ চোপড়া ৷ বিশ্ব অ্যাথলিটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় যিনি সোনার পদক জিতলেন ৷ বুদাপেস্টে জ্যাভলিন থ্রো ফাইনালে তাঁর অসাধারণ পারফর্ম্যান্স আমাদের যুবসমাজকে অনুপ্রাণিত করবে ৷’’
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিও ভারতীয় অ্যাথলিটকে অভিনন্দন জানিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘শ্রেষ্ঠত্বের উদাহরণ ৷ তাঁর একাগ্রতা, নিখুঁত এবং আবেগ তাঁকে অ্যাথলেটিক্সে শুধু চ্যাম্পিয়ন করে তোলেনি ৷ তিনি সমগ্র ক্রীড়া বিশ্বে এক অতুলনীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ৷ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের জন্য নীরজ চোপড়াকে অভিনন্দন জানাই ৷’’