প্যারিস, 1 নভেম্বর: খাতায়-কলমে ম্যাচের সেরা হয়েছিলেন আতোয়াঁ গ্রিজম্যান, কিন্তু রাশিয়া বিশ্বকাপ ফাইনালে মাঝমাঠে পল লাবিলি পোগবা (Paul Pogba) সৃজনশীল ফুটবলটা না-খেললে বোধহয় দ্বিতীয়বার বিশ্বজয় অধরাই রয়ে যেত জিদানের দেশের ৷ কাতারে গত বিশ্বকাপের সেই নায়ক পল পোগবার সার্ভিসই পাবে না দিদিয়ের দেশঁ-র দল ৷ বিশ্বকাপ (Qatar WC 2022) শুরুর তিন সপ্তাহ আগে বিশ্ব চ্যাম্পিয়নদের শিবিরে খাঁড়ার ঘায়ের মতো নেমে এল দুঃসংবাদটা ৷
হাঁটুর চোট সারিয়ে সুস্থ হয়ে আরও বেশ কিছুটা সময় লাগবে জুভেন্তাস তারকার ৷ তাই কাতারগামী বিমানে ওঠা হচ্ছে না পল পোগবার (Paul Pogba will miss the Qatar 2022 World Cup due to injury) ৷ সোমবার এই মর্মে ফরাসি তারকার বিশ্বকাপে খেলতে না-পারার খবরে সিলমোহর দিয়েছেন তাঁর এজেন্ট ৷ উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে হাঁটুর চোটে কাবু পোগবাকে অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হয় ৷ এরপর ক্লাবের হয়ে এখনও পর্যন্ত মাঠে ফেরা হয়নি ফরাসি তারকার ৷ তবে সুস্থ হয়ে কাতারে খেলতে পারবেন তিনি, আশায় ছিলেন অনুরাগীরা ৷ কিন্তু সোমবার সব আশায় জল ঢেলে দিলেন তাঁর এজেন্ট ৷
সোমবার এক বিবৃতিতে পোগবার এজেন্ট রাফায়েল পিমেন্তা লেখেন, "গতকাল এবং আজ তোরিনো এবং পিটসবার্গে মেডিক্যাল রিভিউ সম্পন্ন হয়েছে পোগবার ৷ তবে দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে তাঁর সেরে উঠতে আরও কিছুটা সময় লাগবে ৷ তাই বিশ্বকাপের আগে জুভেন্তাস স্কোয়াডে এবং কাতারগামী বিশ্বকাপ স্কোয়াডে যোগ দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় ৷"