ভুবনেশ্বর, 13 অক্টোবর : দেশের খেলাধুলোর ক্ষেত্রে দু'বছর আগেই এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিল ওড়িশা সরকার ৷ 2018 সালে পাঁচবছরের জন্য জাতীয় হকি টিমকে স্পনসর করার কথা ঘোষণা করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৷ প্রথম কোনও রাজ্যের তরফে এমন পদক্ষেপ নেওয়া হয় ৷ ফের একবার খেলাধুলোর উন্নতিতে হাত বাড়িয়ে দিল রাজ্যটি ৷ আগামী তিনবছরের জন্য জাতীয় রাগবি দলকে স্পনসর করবে ওড়িশা ৷
আজ ওড়িশার ক্রীড়া দপ্তর ও ভারতীয় রাগবি ফুটবল ইউনিয়নের মধ্যে মউ স্বাক্ষরিত হয় ৷ কলিঙ্গ স্টেডিয়ামে এই চুক্তি হয় ৷ উপস্থিত ছিলেন ওড়িশার ক্রীড়ামন্ত্রী তুষারকান্তি বেহেরা, ভারতীয় রাগবি ফুটবল ইউনিয়নের CEO নাসের হুসেন, সংস্থার ডিরেক্টর ও প্রাক্তন আন্তর্জাতিক রাগবি খেলোয়াড় অভিনেতা রাহুল বোস ৷ রাগবির প্রচার ছাড়াও 2023 সাল পর্যন্ত খেলোয়াড়দের উন্নতির জন্য সার্বিক সাহায্য করবে ওড়িশা সরকার ৷ যাতে জাতীয় মহিলা ও পুরুষ রাগবি দল আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারে ৷