কলকাতা, 18 নভেম্বর:বিরতির পর ম্যাচ শুরু হতেই শ্মশানের নীরবতা নেমে আসল যুবভারতী ক্রীড়াঙ্গনে । এক মিনিটের ব্যবধানে পরিবর্ত হিসেবে মাঠে নামা পেড্রো মার্টিনের জোড়া গোল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সমতায় ফেরায় জোসেফ বালাগুইয়ের ওড়িশা এফসিকে । 65 মিনিটে জেরির গোল ওড়িশাকে এগিয়ে দেয় । 76 মিনিটে নন্দকুমারের গোল ইস্টবেঙ্গলের হার নিশ্চিত করে । ঘরের মাঠে জয়হীন ইস্টবেঙ্গল 4-2 গোলে ওড়িশা এফসির বিরুদ্ধে পরাজিত । ইস্টবেঙ্গলের হয়ে গোল হাওকিপ এবং নওরেম মহেশের (Odisha FC stun East Bengal with Second Half Comeback) ।
ভোর যে দিনের বার্তা দেয় না, তা আগেও দেখা গিয়েছে । শুক্রবারের সন্ধ্যায় তা আবার দেখা গেল যুবভারতী ক্রীড়াঙ্গনে । প্রতিপক্ষের ওপর কার্যত বুলডোজার চালিয়ে ম্যাচের রাশ তখন লাল-হলুদ ফুটবলারদের পায়ে । একের পর এক আক্রমণে ওড়িশা এফসি কাঁপছে । 22 মিনিটে ডোহার্টি-সুহের -হাওকিপের ত্রিফলায় এগিয়ে যায় ইস্টবেঙ্গল । তার আগে সহজ সুযোগ নষ্ট করেন ক্লেইটন ডি সিলভা । 34 মিনিটে ফের সুহের ভিপির পাস থেকে দ্বিতীয় গোল নওরেম মহেশ সিংয়ের । এরপরই মরিয়া হয়ে চাপ বাড়াতে থাকে ওড়িশা ।