পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Padma Awards 2022 : পদ্মশ্রী নীরজ-অবনী, পদ্মভূষণ পাচ্ছেন দেবেন্দ্র ঝাঝারিয়া - পদ্মশ্রী নীরজ-অবনী, পদ্মভূষণ পাচ্ছেন দেবেন্দ্র ঝাঝারিয়া

অলিম্পিকস অ্যাথলেটিক্সের মঞ্চে দেশকে প্রথম স্বর্নপদকের স্বাদ এনে দেওয়া পানিপথের জ্যাভলিন থ্রোয়ার সম্মানিত হচ্ছেন পদ্মশ্রী সম্মানে (Neeraj Chopra awarded with Padmashree) ৷ পদ্মভূষণ পাচ্ছেন টানা দু'টি প্যারালিম্পিক্সে দেশকে পদক এনে দেওয়া জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়া

Padma Awards 2022
পদ্মশ্রী নীরজ-অবনী, পদ্মভূষণ পাচ্ছেন দেবেন্দ্র ঝাঝারিয়া

By

Published : Jan 25, 2022, 11:05 PM IST

নয়াদিল্লি, 25 জানুয়ারি :সাধারণতন্ত্র দিবসের প্রাক-সন্ধ্যায় মঙ্গলবার 2022 পদ্ম-সম্মানের তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার ৷ অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি দেশের ক্রীড়াক্ষেত্রেও উজ্জ্বল একাধিক নাম ভূষিত হয়েছেন পদ্ম-সম্মানে ৷ যাঁদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং চর্চিত অবশ্যই নীরজ চোপড়া ৷ অলিম্পিকস অ্যাথলেটিক্সের মঞ্চে দেশকে প্রথম স্বর্নপদকের স্বাদ এনে দেওয়া পানিপথের জ্যাভলিন থ্রোয়ার সম্মানিত হচ্ছেন পদ্মশ্রী সম্মানে (Neeraj Chopra awarded with Padmashree) ৷ পদ্মভূষণ পাচ্ছেন টানা দু'টি প্যারালিম্পিক্সে দেশকে পদক এনে দেওয়া জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়া (Devendra Jhajharia to get Padma Bhushan) ৷

এছাড়াও দেশের অন্যতম সেরা এই নাগরিক সম্মানে সম্মানিত হয়েছেন টোকিও প্য়ারালিম্পিক্সে দেশকে পদক এনে দেওয়া অবনী লেখারা, সুমিত আন্তিলরা, প্রমোদ ভগতরা ৷ পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়ে উচ্ছ্বসিত নীরজ চোপড়া এক ভিডিওবার্তা প্রকাশ করেন অনুরাগীদের জন্য ৷

নীরজ বলেন, "সকলকে প্রণাম ৷ পদ্মশ্রী সম্মানের কথা জানতে পেরে খুব খুশি হয়েছি ৷ আপনাদের শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ ৷ দেশের নাম উজ্জ্বল করতে আমার কঠোর পরিশ্রম জারি থাকবে ৷" পদ্মশ্রীর পাশাপাশি সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পরম বিশিষ্ট সেবা মেডেল সম্মানেও সম্মানিত হয়েছেন জ্যাভলিন থ্রোয়ার ৷

আরও পড়ুন : Buddhadeb rejects Padma award : পদ্ম-প্রত্যাখ্যান বুদ্ধের, বিবৃতিতে জানালেন নিজেই

একনজরে ক্রীড়াক্ষেত্রে পদ্ম-সম্মান প্রাপকরা :

  • পদ্মভূষণ: দেবেন্দ্র ঝাঝারিয়া ৷
  • পদ্মশ্রী : নীরজ চোপড়া, সুমিত আন্তিল, অবনী লেখারা, প্রমোদ ভগত, ফয়জল আলি ধর, বন্দনা কাটারিয়া, শঙ্করনারায়ণ মেনন চুন্দাইল, ব্রহ্মানন্দ শঙ্খওয়ালকর ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details