কলকাতা, 5 ডিসেম্বর: এএফসি কাপে ওড়িশা এফসির বিরুদ্ধে পাঁচ গোল খাওয়ার ক্ষতটা এখনও পুরোপুরি শুকোয়নি। হায়দরাবাদ এফসিকে আইএসএলের মঞ্চে দুই গোল দিয়ে জয়ের ধারা অব্যাহত রাখলেও ওড়িশা এফসির কাছে পাঁচ গোলের ধাক্কা ভুলতে পারছে না মোহনবাগান সুপার জায়ান্ট। ভুবনেশ্বর থেকে ফিরে সোমবার সন্ধ্যায় গোষ্ঠ পাল সরণিতে ক্লাবের মাঠে অনুশীলন করেন হুগো বুমোস, জেসন কামিন্সরা। বুধবার আইএসএলের ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ ওড়িশা এফসি।
ক্লোজ ডোর অনুশীলন তবুও প্র্যাকটিস দেখতে আসা সমর্থকরা ক্লাবের প্রবেশ দ্বারে ফুটবলারদের উদ্দশ্যে বদলা নেওয়ার আকুতি জানালেন ৷ ফুটবলাররাও হাসি মুখে সেসব শুনলেন। সেলফি তোলার আবদার মেটালেন এবং প্র্যাকটিসে চলে গেলেন। তবে বুধবারের আইএসএলের ম্যাচের আগে সবার নজরে মনবীর সিং এবং দিমিত্রি পেত্রাতোসের চোট। সোমবার অনুশীলনে ফিজিওর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়ে বল মারলেন মনবীর। সবুজ-মেরুন কোচিং ব্রিগেডের আশা বুধবারের ম্যাচে হয়তো পরিবর্ত হিসেবে নামতে পারবেন তিনি।
তবে দিমিত্রি পেত্রাতোসের ম্যাচ ফিট হতে সময় লাগবে। মোহন বাগান সুপার জায়ান্ট বর্তমান সময়ে চার ফুটবলারের চোটে বিদ্ধ। আনোয়ার, আশিক কুরুনিয়ান, পেত্রাতোস এবং মনবীর বাইরে। শেষের দু'জনের দ্রুত ফিরে আসার সম্ভাবনা উজ্বল হলেও বাকিদের সময় লাগবে। এই অবস্থায় যারা আছেন তাঁদের নিয়েই জয়ের কড়ি সাজাচ্ছেন ফেরান্দো। তবে যেহেতু দলের সামনে এখন আইএসএল এবং সুপার কাপ তাই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নতুন ফুটবলারের খোঁজে মোহনবাগান সুপার জায়ান্ট।
হায়দরাবাদের বিরুদ্ধে 2 গোলে জয় এলেও, ডিফেন্সের সমস্যা ভোগাচ্ছে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্টকে। 5 ম্যাচে এখনও পর্যন্ত 11 গোল খেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএলে টানা পাঁচ জয়ের নজির কোনও দলের নেই। ঘর গুছিয়ে আক্রমণ ভাগকে শক্তিশালী করতে চাইছে তারা। এএফসি কাপে প্রথম 20 মিনিট রাশ ধরে রাখলেও তারপর শুধুই আত্মসমর্পণ। এবার আইএসএলের ম্যাচে সেই ভুল করলে চলবে না। বিশেষ করে সের্জিও লোবেরার সঙ্গে ফুটবল বুদ্ধির দ্বৈরথে জুয়ান ফেরান্দো এক বিন্দুতে দাঁড়িয়ে। আইএসএলে এবার টেক্কা দেওয়ার মহড়া শুরু ফেরান্দো এবং মোহনবাগান সুপার জায়ান্টের।
আরও পড়ুন:
- পঞ্চবাণে বিদ্ধ নর্থ-ইস্ট, সবচেয়ে বড় জয়ে আইএসএলে জয়ের সরণিতে ফিরল লাল-হলুদ
- কলকাতা ডার্বি না-হওয়ায় হতাশ, ডুরান্ডের 'নেভার সে ডাই' মানসিকতা আইএসএলে চাইছেন কুয়াদ্রাত
- এএফসি'র দুঃখ ভুলে আইএসএলে পাঁচে পাঁচ, কলিঙ্গ দেশে নিজাম 'বধ' বাগানের