কলকাতা, 22 ডিসেম্বর:মুম্বইয়ে 7 ম্যাচ পরে হারের স্বাদ অপরাজিত থাকার তকমা কেড়ে নিয়েছে । ম্যারাথন লিগে জয়-পরাজয় স্বাভাবিক বিষয় । কিন্তু যেভাবে মুম্বই সিটি এফসি ম্যাচে পরাজিত হতে হয়েছে বাগানকে তা প্রভাব ফেলেছে পুরো দলের পরিকল্পনার ওপর ৷ চোট-আঘাতের সমস্যা কাটিয়ে ধীরে ধীরে দলকে দাঁড় করাচ্ছিলেন জুয়ান ফেরান্দো । কিন্তু মুম্বই ম্যাচের 3টি লাল কার্ড এবং 5টি হলুদ কার্ড প্রথম একাদশ গড়ার ক্ষেত্রেই বড় সমস্যা তৈরি করেছে সবুজ-মেরুনে ।
আশিস রাই, লিস্টন কোলাসো, হেক্টর ইউস্তে লাল কার্ড দেখায় শনিবারের এফসি গোয়া ম্যাচে নামতে পারবেন না তাঁরা । এই তিন ফুটবলারের না থাকা সবুজ-মেরুনের রক্ষণভাগের গঠনটাই বদলে দেবে । কারণ ব্র্যান্ডন হামিল ছাড়া আর কোনও বিদেশী নেই রক্ষণে । আশিস রাইয়ের বদলি খুঁজতে হবে । সেক্ষেত্রে নতুন রাইট ব্যাক খেলাতে হবে ।
কিয়ান নাসিরিকে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসে জুয়ান ফেরান্দো বলেন, "এইরকম পরিস্থিতি কখনও দেখিনি । তবে এই নিয়ে কোনও মন্তব্য করব না । যা আছে তা দিয়ে সাজিয়ে নিতে হবে। আমার দলে বিকল্প রয়েছে । আমরা পরিস্থিতি সামলাতে পারব ।"
আশিস এবং ইউস্তে কার্ড সমস্যায় না থাকায় বিকল্প হিসেবে সুমিত রাঠি এবং অময় রানাডেকে খেলাতে হবে । কিন্তু তাঁরা দলে নিয়মিত নন । এই অবস্থায় রক্ষণ সাজানোই বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে হ্যামিলের সঙ্গে শুভাশিস বসু এবং সুমিত রাঠিকে জুড়ে দিয়ে 3-5-2 ছকে খেলানোর ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি । এই পরিস্থিতিতে আনোয়ারের চোট পেয়ে ছিটকে যাওয়া বড় ধাক্কা যা এখনও সামলাতে পারেনি মোহনবাগান ।
ফেরান্দোও জানান, আনোয়ারের চোট সারতে সময় দরকার । তাঁরা মেডিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ রাখছেন । একই কথা সুমিত রাঠি সম্পর্কেও খাটে । চোটের ধাক্কা তো আগেই ছিল এবার বাড়তি হিসেবে যোগ হয়েছে কার্ড সমস্যা । ফলে সুমিত রাঠি এবং রানাডের মত ফুটবলারকে দিয়ে সাজানো ডিফেন্স প্রতিপক্ষ এফসি গোয়ার কাজটা সহজ করে দিতে পারে ।
যদিও ফেরান্দোর আস্থা রয়েছে দুই নতুন ফুটবলারের ওপর । তিনি বলেন, "ওরা দু'জনে ডুরান্ড কাপে খেলেছে । কলকাতা লিগেও খেলেছে । এই পরিস্থিতি ওদের কাছে প্রমান করার সুযোগ ৷" পরিস্থিতি কঠিন । পালতোলা নৌকো কিছুটা টাল খেয়েছে আরব সাগরে । এই অবস্থায় এফসি গোয়ার বিরুদ্ধে মোহনবাগান কি ঘরের মাঠে এক পয়েন্টের জন্য নামবে ?
সবুজ মেরুনের হেডস্যারের দাবি, "আমরা 3 পয়েন্টের জন্যই খেলতে নামব । কোনও ম্যাচ ড্র করার লক্ষ্যে খেলতে নামা যায় না। প্রতিটি ম্যাচে আমাদের যে লক্ষ্য থাকে সেটাই আমাদের বজায় থাকবে ৷" পয়েন্ট টেবিলে এক নম্বরে রয়েছে এফসি গোয়া । তাদের ঝুলিতে 20 পয়েন্ট। এক পয়েন্ট পিছনে থেকে মোহনবাগান সুপারজায়ান্ট 3 নম্বরে রয়েছে । ফলে শনিবারের যুবভারতী ক্রীড়াঙ্গনে জয় সবুজ মেরুনকে ফের শীর্ষে তুলে দিতেই পারে । তবে তার জন্য পার হতে হবে 'দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাবার ৷'
আরও পড়ুন:
- 'আপনার বজরং, একজন অসম্মানিত কুস্তিগীর', পদ্মশ্রী ফিরিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি অলিম্পিকজয়ীর
- পারিবারিক কারণে প্রথম টেস্টের আগেই দেশে ফিরলেন বিরাট!
- ব্রিজ ভূষণের অনুগামী ডব্লিউএফআই প্রধান, প্রতিবাদে কুস্তি ছেড়ে দিলেন সাক্ষী