পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রক্ষণ সাজানোর কঠিন চ্যালেঞ্জ সামলে তিন পয়েন্টে চোখ ফেরান্দোর - Mohun Bagan Super Giant Vs FC Goa

Mohun Bagan Super Giant Vs FC Goa: রক্ষণ সাজানোর কঠিন চ্যালেঞ্জ সবুজ মেরুনের সামনে ৷ লাল-হলুদের হাতে জেরবার না হলেও লাল-হলুদ কার্ড সমস্য়ায় পরিস্থিতি শোচনীয় তাদের ৷

Mohun Bagan Super Giant Vs FC Goa
রক্ষণ সাজানোর কঠিন চ্যালেঞ্জ সবুজ মেরুনের সামনে

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 8:23 PM IST

কলকাতা, 22 ডিসেম্বর:মুম্বইয়ে 7 ম্যাচ পরে হারের স্বাদ অপরাজিত থাকার তকমা কেড়ে নিয়েছে । ম্যারাথন লিগে জয়-পরাজয় স্বাভাবিক বিষয় । কিন্তু যেভাবে মুম্বই সিটি এফসি ম্যাচে পরাজিত হতে হয়েছে বাগানকে তা প্রভাব ফেলেছে পুরো দলের পরিকল্পনার ওপর ৷ চোট-আঘাতের সমস্যা কাটিয়ে ধীরে ধীরে দলকে দাঁড় করাচ্ছিলেন জুয়ান ফেরান্দো । কিন্তু মুম্বই ম্যাচের 3টি লাল কার্ড এবং 5টি হলুদ কার্ড প্রথম একাদশ গড়ার ক্ষেত্রেই বড় সমস্যা তৈরি করেছে সবুজ-মেরুনে ।

আশিস রাই, লিস্টন কোলাসো, হেক্টর ইউস্তে লাল কার্ড দেখায় শনিবারের এফসি গোয়া ম্যাচে নামতে পারবেন না তাঁরা । এই তিন ফুটবলারের না থাকা সবুজ-মেরুনের রক্ষণভাগের গঠনটাই বদলে দেবে । কারণ ব্র্যান্ডন হামিল ছাড়া আর কোনও বিদেশী নেই রক্ষণে । আশিস রাইয়ের বদলি খুঁজতে হবে । সেক্ষেত্রে নতুন রাইট ব্যাক খেলাতে হবে ।

কিয়ান নাসিরিকে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসে জুয়ান ফেরান্দো বলেন, "এইরকম পরিস্থিতি কখনও দেখিনি । তবে এই নিয়ে কোনও মন্তব্য করব না । যা আছে তা দিয়ে সাজিয়ে নিতে হবে। আমার দলে বিকল্প রয়েছে । আমরা পরিস্থিতি সামলাতে পারব ।"

আশিস এবং ইউস্তে কার্ড সমস্যায় না থাকায় বিকল্প হিসেবে সুমিত রাঠি এবং অময় রানাডেকে খেলাতে হবে । কিন্তু তাঁরা দলে নিয়মিত নন । এই অবস্থায় রক্ষণ সাজানোই বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে হ্যামিলের সঙ্গে শুভাশিস বসু এবং সুমিত রাঠিকে জুড়ে দিয়ে 3-5-2 ছকে খেলানোর ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি । এই পরিস্থিতিতে আনোয়ারের চোট পেয়ে ছিটকে যাওয়া বড় ধাক্কা যা এখনও সামলাতে পারেনি মোহনবাগান ।

ফেরান্দোও জানান, আনোয়ারের চোট সারতে সময় দরকার । তাঁরা মেডিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ রাখছেন । একই কথা সুমিত রাঠি সম্পর্কেও খাটে । চোটের ধাক্কা তো আগেই ছিল এবার বাড়তি হিসেবে যোগ হয়েছে কার্ড সমস্যা । ফলে সুমিত রাঠি এবং রানাডের মত ফুটবলারকে দিয়ে সাজানো ডিফেন্স প্রতিপক্ষ এফসি গোয়ার কাজটা সহজ করে দিতে পারে ।

যদিও ফেরান্দোর আস্থা রয়েছে দুই নতুন ফুটবলারের ওপর । তিনি বলেন, "ওরা দু'জনে ডুরান্ড কাপে খেলেছে । কলকাতা লিগেও খেলেছে । এই পরিস্থিতি ওদের কাছে প্রমান করার সুযোগ ৷" পরিস্থিতি কঠিন । পালতোলা নৌকো কিছুটা টাল খেয়েছে আরব সাগরে । এই অবস্থায় এফসি গোয়ার বিরুদ্ধে মোহনবাগান কি ঘরের মাঠে এক পয়েন্টের জন্য নামবে ?

সবুজ মেরুনের হেডস্যারের দাবি, "আমরা 3 পয়েন্টের জন্যই খেলতে নামব । কোনও ম্যাচ ড্র করার লক্ষ্যে খেলতে নামা যায় না। প্রতিটি ম্যাচে আমাদের যে লক্ষ্য থাকে সেটাই আমাদের বজায় থাকবে ৷" পয়েন্ট টেবিলে এক নম্বরে রয়েছে এফসি গোয়া । তাদের ঝুলিতে 20 পয়েন্ট। এক পয়েন্ট পিছনে থেকে মোহনবাগান সুপারজায়ান্ট 3 নম্বরে রয়েছে । ফলে শনিবারের যুবভারতী ক্রীড়াঙ্গনে জয় সবুজ মেরুনকে ফের শীর্ষে তুলে দিতেই পারে । তবে তার জন্য পার হতে হবে 'দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাবার ৷'
আরও পড়ুন:

  1. 'আপনার বজরং, একজন অসম্মানিত কুস্তিগীর', পদ্মশ্রী ফিরিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি অলিম্পিকজয়ীর
  2. পারিবারিক কারণে প্রথম টেস্টের আগেই দেশে ফিরলেন বিরাট!
  3. ব্রিজ ভূষণের অনুগামী ডব্লিউএফআই প্রধান, প্রতিবাদে কুস্তি ছেড়ে দিলেন সাক্ষী

ABOUT THE AUTHOR

...view details