ডুরান্ড কাপ জিতে কী বললেন জুয়ান ফেরান্দো কলকাতা, 3 সেপ্টেম্বর: ডার্বি জিতে ডুরান্ড কাপ ঘরে তুললেও আত্মতৃপ্ত হতে রাজি নন জুয়ান ফেরান্দো। ম্যাচের নায়ক দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এসেছিলেন বাগান কোচ। কাপ জয়ের আনন্দে মাতলেও পরবর্তী লক্ষ্য নিয়ে দ্রুত কাজে নেমে পড়তে চান। অনেকেই বলছেন রবিবারের সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বি জয় জুয়ান ফেরান্দোর জীবনের সেরা। সবুজ-মেরুন কোচ বিষয়টি মানতে রাজি নন। ডার্বি এবং ডুরান্ড কাপ জিতেও মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দোর মধ্যে কোনও হেলদোল নেই।
তাঁর মতে, "আমরা প্রি-সিজন টুর্নামেন্টের মধ্যে রয়েছি। সেখানে ট্রফি জয় খুশির। ছেলেরা ফের তাদের চরিত্র সঠিক সময়ে দেখিয়েছে তা মানতেই হবে। তবে ভুলে গেলে চলবে না এই ছেলেরা আইএসএলেও একইরকম চরিত্র তুলে ধরেছিল।" এখনও যে এএফসি কাপই তাঁর প্রাধান্যের তালিকায় সবার উপরে সেটা বুঝিয়ে দিলেন। তাই আগামী কয়েকদিন ফুটবলারদের প্রি-সিজন ফের শুরু করতে চান। ট্রফি জয় আনন্দের হলেও জুয়ান ফেরান্দো বলছেন তাঁর দলের কোনও ফুটবলার চোট পায়নি, এটাই সবচেয়ে খুশির।
কলকাতা লিগে প্রথম দল খেলবে কি না, এই প্রশ্নে মোহনবাগান কোচ বলছেন, "এএফসি এবং কলকাতা লিগের সূচি দেখে বিষয়টি স্থির করবেন।" তবে ইস্টবেঙ্গল ক্লাব কোচের বেশি ফুটবলার নথিভুক্ত করার অভিযোগ পাত্তা দিতে নারাজ। এদিকে ম্যাচের নায়ক পেত্রাতোস জানালেন, গোল করার পরে আবেগতাড়িত হয়ে পড়ার কারণেই দৌড়ে গিয়েছিলেন গ্যালারির দিকে। দলের জয়ে ভূমিকা নিতে পেরে খুশি অস্ট্রেলিয়ান বিশ্বকাপার। উল্লেখ্য, গত মরশুমে মোহনবাগানের আইএসএল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন পেত্রাতোস। চোখে সমস্যা রয়েছে। তা নিয়েই প্রস্তুতি চালিয়ে যান। ম্যাচে পার্থক্য গড়ে দিলেন তিনিই।
তাই ডার্বি মিটতেই ফেরান্দোর নজর ঘুরে গিয়েছে এএফসি কাপে। এই মাসেই গ্রুপ পর্ব শুরু হচ্ছে। প্রথমে ওড়িশার বিরুদ্ধে খেলতে হবে তাঁদের। এখন থেকেই সেই প্রস্তুতি শুরু করে দিতে চান। সামনে আরও বড় লক্ষ্য, আইএসএল ট্রফি ধরে রাখা। ফেরান্দো মগ্ন নতুন লক্ষ্যে।
আরও পড়ুন:জর্ডনের চোটে চিন্তা, থাপার লালকার্ডকেই ম্যাচের টার্নিং পয়েন্ট বাছলেন কুয়াদ্রাত