কলকাতা, 23 সেপ্টেম্বর: কলকাতা লিগে নতুন গোলমেশিনের নাম ডেভিড লাললানসাঙ্গা । তাঁর দুরন্ত গোলস্কোরিং পারদর্শীতায় ভর করে দুর্দান্ত ছন্দে মহমেডান স্পোর্টিং । সবমিলিয়ে কলকতা লিগ জয়ের হ্যাটট্রিকের সামনে সাদা-কালো। সুপার সিক্সে ইমামি ইস্টবেঙ্গলকে হারানোর পরে এবার ভবানীপুরের বিরুদ্ধেও জয় তুলে নিল আন্দ্রে চেরনিশভের দল। 2-1 গোলে জয় পেল তারা। একাই দু'টি গোল করলেন ডেভিড। এই নিয়ে 15টি ম্যাচে 19টি গোল হয়ে গেল উত্তর-পূর্বের এই স্ট্রাইকারের। এইরকম গোল করার নজির সাম্প্রতিক সময়ে কলকাতার মাঠে দেখা যায়নি ।
শনিবার 17 মিনিটে ডেভিড গোল করে এগিয়ে দিয়েছিলেন মহমেডান স্পোর্টিংকে । যদিও সেই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সাদা-কালো শিবির। পিছিয়ে পড়ে পালটা আঘাত করে ভবানীপুর ক্লাব। 32 মিনিটে জীতেন মুর্মু সমতা ফেরান রঞ্জন চৌবুরীর দলকে । বাকি সময় দু’দল আর গোল করতে পারেনি। খেলার প্রথমার্ধ শেষ হয় 1-1 গোলে । দ্বিতীয়ার্ধের শুরুতে ফের গোল সাদা-কালো শিবিরের । এই গোলদাতা ফের ডেভিড ।
63 মিনিটে রেমসাঙ্গার ক্রস থেকে ডেভিড ব্যবধান বাড়ান মহামেডান স্পোর্টিংয়ের হয়ে । এই নিয়ে টানা তিনটি ম্যাচ জিতল সাদা-কালো শিবির। এর পরে আর সমতা ফেরাতে পারেনি ভবানীপুর । খারাপ রেফারিংয়ের শিকার ভবানীপুর । বিরতির আগে নিশ্চিত পেনাল্টি দেননি রেফারি প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায় । বক্সের মধ্যে অরিজিৎ বাগুইকে ফাউল করে মহমেডানের দীপু হালদার । কিন্তু পেনাল্টি দেননি রেফারি । যা নিয়ে ভবানীপুর ক্ষুব্ধ ।
সুপার সিক্সে এই প্রথম ম্যাচ খেলল ভবানীপুর ক্লাব । রেফারিং এবং 63 মিনিটে পিছিয়ে পড়ার ধাক্কা রঞ্জন চৌধুরীর দল আর সামলাতে পারেনি । ফলে বাকি তেইশ মিনিটে সমতায় ফিরতে ব্যর্থ তারা।