নয়াদিল্লি, 25 জুলাই : আন্তর্জাতিক মঞ্চে ভারতের মহিলা খেলোয়াড়দের জয়জয়কার ৷ গতকালই টোকিয়ো অলিম্পিকসে রুপো জিতেছেন ভারোত্তোলক মীরাবাঈ চানু ৷ মীরার পাশাপাশি আরও দেশের আরও এক কন্যা আন্তর্জাতিক মঞ্চে তেরঙ্গা ওড়ালেন ৷ এল সোনার পদক ৷ বিশ্ব ক্যাডেট কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন হরিয়ানার প্রিয়া মালিক ৷ প্রিয়ার এই সাফল্যে গর্ব অনুভব করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইট করে প্রিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷
রিও অলিম্পিকসে ব্রোঞ্জ পদক জিতে চমকে দিয়েছিলেন হরিয়ানার কুস্তিগীর সাক্ষী মালিক ৷ সাক্ষীর রাজ্যের আরও এক মেয়ে প্রিয়া এবার আন্তর্জাতিক মঞ্চে দেশকে গর্বিত করলেন ৷ বৃহস্পতিবার বুদাপেস্টে বিশ্ব ক্যাডেট কুস্তি চ্যাম্পিয়নশিপের মেয়েদের 73 কেজি বিভাগে সোনা জেতেন প্রিয়া ৷ ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন বেলারুসের সেনিয়া পাতাপোভিচ ৷ প্রতিপক্ষকে 5-0তে উড়িয়ে দেন প্রিয়া মালিক ৷
আরও পড়ুন : Mirabai Chanu : পাঁচ বছরে বাড়ি গিয়েছেন পাঁচবার, এবার মায়ের হাতে খাবার খেতে চান চানু
সোনা জয়ী কুস্তিগীরকে অভিনন্দন জানিয়ে টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "বিশ্ব ক্যাডেট কুস্তি চ্যাম্পিয়নশিপের 73 কেজি বিভাগে সোনা জয়ের জন্য প্রিয়া মালিককে শুভেচ্ছা ৷ ভীষণ গর্ব অনুভব করছি ৷ দেশের অ্যাথলিটদের জন্য অনেক শুভকামনা ৷ তোমরা এভাবেই দেশের নাম উজ্জ্বল করতে থাকো ৷"
হরিয়ানার জিন্দ জেলা নিবাসী প্রিয়ার বাবা ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্মী ৷ প্রিয়ার সাফল্যে তাঁর কোচ অংশ মালিকের বড় অবদান রয়েছে ৷ 2020 সালে প্রিয়া মালিক জাতীয় স্কুল গেমসে সোনা জিতেছিলেন প্রিয়া ৷ এর পাশাপাশি গতবছর ন্যাশনাল ক্যাডেট কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জেতেন ৷ দেশের এই সোনার মেয়ে এবার আন্তর্জাতিক ক্ষেত্রেও নিজের প্রতিভার ছাপ রাখলেন ৷ অলিম্পিকসের মঞ্চে একদিকে যখন দেশের অ্যাথলিটরা পদকের জন্য লড়ছেন তখন অন্য এক টুর্নামেন্টে প্রিয়া মালিকের এই সাফল্য নিঃসন্দেহে গর্বের ৷