পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Lionel Messi: প্যারিস ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন মেসি, আর্জেন্তাইন মহাতারকা এবার ইন্টার মিয়ামিতে - প্যারিস সাঁজাঁ

কয়েকদিন ধরে লিওনেল মেসির প্যারিস সাঁজাঁ ছাড়ার কথা শোনা যাচ্ছিল ৷ এবার তা সত্যি হল ৷ চমকে দেওয়া এই খবর দিলেন ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফেব্রিজিও রোমানো ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 7, 2023, 10:39 PM IST

Updated : Jun 7, 2023, 11:09 PM IST

মিয়ামি, 7 জুন: প্যারিসের পাঠ চুকিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র চললেন ফুটবলের বরপুত্র ৷ প্যারিস সাঁজাঁ ছাড়ার খবটি নিশ্চিত হয়েছিল দু'দিন আগেই ৷ এবার চূড়ান্ত হয়ে গেল লিওনেল মেসির ক্লাব ফুটবলের নতুন ঠিকানা ৷ মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগদান করছেন বিশ্বজয়ী আর্জেন্তাইন মহাতারকা ৷

কয়েক ঘণ্টার মধ্যেই মেসির তরফে চলে আসবে অফিসিয়াল বা সরকারি ঘোষণা করা হবে বলেও দাবি করেছেন বিশিষ্ট ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফেব্রিজিও রোমানো ৷ তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাবে আর্জেন্তাইনের যোগদানের বিষয়টি নিশ্চিত করলেন তিনি ৷ উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের এই ক্লাবের মালিকানার শেয়ার রয়েছে প্রাক্তন ইংরেজ তারকা ডেভিড বেকহ্যামের ৷ টাকার অংক এখনও না-জানা গেলেও মোটা অর্থের চুক্তিতেই যে মেসি যাচ্ছেন নতুন ক্লাবে সেটা একপ্রকার নিশ্চিত ৷ 2021 সকলকে অবাক করে পিএসজি-তে যোগদান করেছিলেন লিও ৷ চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন নিয়ে মেসিকে তাঁর ছোটবেলার ক্লাব বার্সেলোনা থেকে ছিনিয়ে নিয়েছিল পিএসজি ৷

কিন্তু গত দু'বছরে তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি ৷ তবে সদ্য শেষ হওয়া মরশুমে লিগ ওয়ান ঘরে তুলেছে প্যারিসের অভিজাত ক্লাবটি ৷ গত শনিবারই পিএসজি'র হয়ে শেষবার মাঠে নেমেছেন লিওনেল মেসি ৷ এরপরই তিনি কোন ক্লাবে তিনি যোগদান করবেন, তা নিয়ে ফুটবলমহলে শুরু হয় জোর চর্চা ৷ প্রথমে মনে করা হয়েছিল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পথে হেঁটে সৌদি আরবের কোনও ক্লাবে মেসি যোগদান করবেন ৷ কিন্তু আসরে নেমে বাজিমাত করে গেল ইন্টার মিয়ামি ৷

আরও পড়ুন:লাল-হলুদে প্রায় নিশ্চিত মন্দার, চলতি মাসেই দল ঘোষণা ইস্টবেঙ্গলের

তবে কত বছরের জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাবে যাচ্ছেন অফিসিয়াল না-জানা পর্যন্ত স্পষ্ট করে বলা সম্ভব নয় ৷ কিন্তু এটা নিশ্চিত আগামী কয়েক বছর যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়েই ফুটবল মাঠে আল্পনা আঁকবেন বাঁ-পায়ের এই জাদুকর ৷ গত মে মাসে পিএসজি কর্তৃপক্ষকে না-জানিয়ে সপরিবারে সৌদি আরবে বেড়াতে গিয়েছিলেন লিও ৷ বিনিময়ে তাঁকে কয়েক ম্যাচের জন্য সাসপেন্ড করে প্যারিসের ক্লাবটি ৷ সেই থেকে তিক্ততা শুরু, যার পরিণাম মেসির ইন্টার মিয়ামিতে যোগদান ৷

Last Updated : Jun 7, 2023, 11:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details