পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Canada Open 2023: কানাডা ওপেনের ফাইনালে লক্ষ্য সেন, আবারও ব্যর্থ সিন্ধু - কানাডা ওপেনের সেমিফাইনালে হার পিভি সিন্ধুর

কানাডা ওপেনে রবিবার ভারতীয় ব্যাডমিন্টনের জন্য সুখবরের পাশাপাশি খারাপ খবরও রয়েছে ৷ লক্ষ্য সেন যেমন পুরুষদের সিঙ্গলস ইভেন্টের ফাইনালে উঠলেন ৷ অন্যদিকে, পিভি সিন্ধু সেমিতে জাপানের প্রতিপক্ষের কাছে ধরাশায়ী হলেন ৷

Canada Open 2023
কানাডা ওপেনের ফাইনালে লক্ষ্য

By

Published : Jul 9, 2023, 10:43 PM IST

কানাডা, 9 জুলাই: কানাডা ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন ৷ সেমিফাইনালে জাপানের প্রতিপক্ষ কেন্তা নিশিমোতোকে 21-17, 21-14 স্ট্রেট গেমে হারালেন ভারতীয় শাটলার ৷ অন্যদিকে, মহিলাদের সেমিফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে স্ট্রেট গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন পিভি সিন্ধু ৷ চোট সারিয়ে কোর্টে ফেরার পর, এ নিয়ে লাগাতার চতুর্থ টুর্নামেন্টে নকআউট স্টেজ থেকে বিদায় নিলেন ভারতের অলিম্পিকের পদকজয়ী শাটলার ৷

এদিন কানাডা ওপেনের সেমিফাইনালে জাপানের প্রতিপক্ষ কেন্তা নিশিমোতোর বিরুদ্ধে পুরুষদের সিঙ্গলসে খেলতে নামেন লক্ষ্য সেন ৷ যে ম্যাচে শুরু থেকেই দাপট দেখান ভারতীয় তরুণ এই শাটলার ৷ তবে, প্রথম গেমে তাঁকে কঠিন লড়াই দিয়েছিলেন জাপানি প্রতিপক্ষ নিশিমোতো ৷ প্রায় সমানে সমানে টক্কর চলে দু’জনের মধ্যে ৷ একটা সময় প্রথম গেমের স্কোর ছিল 10-9 ৷ কিন্তু 15 পয়েন্ট ঘরে তোলার পর প্রতিপক্ষকে ছাপিয়ে যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী লক্ষ্য ৷ পরের 6 পয়েন্ট বেশ দ্রুত তুলে নেন তিনি ৷

তবে, দ্বিতীয় গেমে কেন্তা নিশিমোতোকে ম্যাচে ফেরার সুযোগ দেননি লক্ষ্য সেন ৷ সেখান থেকে দাপটের সঙ্গে 21-14 পয়েন্টে দ্বিতীয় গেম জিতে নেন তিনি ৷ মাত্র 44 মিনিটে ম্যাচ শেষ করে দেন বিশ্ব ব্যাডমিন্টনের 19 নম্বর শাটলার ৷ এই নিয়ে দ্বিতীয়বার লক্ষ্য সেন ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের, ওয়ার্ল্ড ট্যুর সুপার 500 ইভেন্টের ফাইনালে পৌঁছলেন ৷ ফাইনালে তাঁর প্রতিপক্ষ অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন চিনের লি শি ফেং ৷

আরও পড়ুন:আগামী ছ'মাসের মধ্যে ফর্মে ফিরবেন সিন্ধু, বিশ্বাসী গোপীচাঁদ

লক্ষ্য জিতলেও ফের একবার ব্যর্থতা ধরা দিল পিভি সিন্ধুকে ৷ কমনওয়েলথ গেমসের পর এই নিয়ে চতুর্থবার তিনি কোনও টুর্নামেন্টের ফাইনালে উঠতে ব্যর্থ হলেন ৷ রবিবার সেমিফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে 21-14, 21-15 স্ট্রেট সেটে হারলেন 28 বছরের তারকা এই শাটলার ৷

ABOUT THE AUTHOR

...view details