পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

India Hockey Coach Reid Interview: 'লড়াই কঠিন ! লক্ষ্য থেকে সরলে চলবে না', বিশ্বযুদ্ধের আগে জানালেন ভারতীয় হকির হেডস্যর

বৃহস্পতিবার ইটিভি ভারতের মুখোমুখি হয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন হকি দলের কোচ গ্রাহাম জন রিড (India Hockey Coach Graham Reid Interview)। টোকিয়োতে জার্মানিকে হারিয়ে অলিম্পিকসে ব্রোঞ্জ জিতেছে ভারত ৷ সেই ধারাবাহিকতাই বজায় রাখতে বদ্ধপরিকর দল ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 24, 2022, 8:58 PM IST

Updated : Nov 24, 2022, 11:07 PM IST

বেঙ্গালুরু, 24 নভেম্বর:বছরের শুরুতেই বিশ্বজয়ের লক্ষ্যে নামছে ভারত । তার আগে ভারতীয় হকি দলের কোচ গ্রাহাম জন রিড (Graham Reid interview) জানিয়ে দিলেন,"লড়াইটা কঠিন ! আমাদের লক্ষ্য থেকে দূরে সরে গেলে চলবে না ।" ওড়িশার ভুবনেশ্বরে 13 জানুয়ারি থেকে শুরু হচ্ছে হকি বিশ্বকাপ । ক্যাবিনেটে ট্রফির সংখ্যা বাড়ানোর লক্ষ্যে নামছে 1975 সালের বিশ্বজয়ীরা (India Hockey Coach interview) ।

বৃহস্পতিবার ইটিভি ভারতের মুখোমুখি হয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন 'মেন ইন ব্লু'র কোচ । ভুবনেশ্বরে ঘরের মাঠে নামবেন শ্রীজেশ রবিন্দ্রন, আকাশদীপ সিংরা । ওড়িশা রাজ্য সরকার জাতীয় দলের স্পনসর । রাজ্যেও হকি নিয়ে উন্মাদনা চোখে পড়ার মতো । সবমিলিয়ে সমর্থকদের কান ফাটানো চিৎকারে মাঠে নামবে রিডের ছেলেরা । কিন্তু এই সমর্থন কী প্রত্যাশার চাপও পাহাড়প্রমাণ করে তুলবে (India Hockey Team chances at World Cup ) ?

আরও পড়ুন: সর্বসম্মতিতে হকি ইন্ডিয়ার সভাপতি হলেন দিলীপ তিরকে

গ্রাহাম জন রিড বলেন, "ম্যাচগুলি প্রতিটিই যথেষ্ট কঠিন । আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে । কোনও কিছু ভেবে নয়, বাস্তব পরিস্থিতি বুঝে পরিকল্পনা করে এগোতে হবে । দলের প্রত্যেকে জানে, চাপের মুখে কীভাবে নিজের সেরাটা দেওয়া যায় ।"

পরিকল্পনার কথা জানালেন হকি দলের কোচ গ্রাহাম জন রিড

বিশ্বকাপে অংশ নিতে চলেছে মোট 16টি দেশ । পুল ডি-তে ভারতের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, স্পেন, ওয়েলস । বিশেষজ্ঞরা বলছেন, ইংল্যান্ড বা ওয়েলস নয় । ভারতের প্রধান প্রতিপক্ষ স্পেন । দলের হেডস্যর বলেন, আমি প্রতিটি ম্যাচ ধরে এগোবো । কাউকেই খাটো করে দেখা মানে নিজেকে পিছিয়ে দেওয়া । শীর্ষে পৌঁছতে হলে প্রতিটি সিঁড়ি মনোযোগ দিয়ে পেরোতে হবে । প্রতিটি পুলের প্রথম তিনটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ । সেখান থেকেই পরের রাউন্ডের ভাগ্য নির্ধারণ হয়ে যায় । আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে ।"

আরও পড়ুন: চল্লিশ বছরের খরা কাটিয়ে হকিতে পদক, উচ্ছ্বাস দেশজুড়ে

গত বছর চার দশক পর ভারতীয় হকির মরুভূমিতে দেখা গিয়েছে মরুদ্যান ৷ একচল্লিশ বছর পর অলিম্পিকসের পোডিয়াম ফিনিশ করেছে ভারত ৷ টোকিয়োতে জার্মানিকে হারিয়ে অলিম্পিকসে ব্রোঞ্জ জিতেছে ভারত ৷ সেই ধারাবাহিকতাই বজায় রাখতে বদ্ধপরিকর দল ।

Last Updated : Nov 24, 2022, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details