হ্যাংঝাউ, 5 অক্টোবর:গত চারবার সোনার স্বপ্ন হাতছাড়া হয়েছে স্কোয়াশ মাস্টারের ৷ এবার মালয়েশিয়ার প্রতিদ্বন্দ্বীর কাছে ফাইনালে হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল বাংলার সৌরভ ঘোষালকে ৷ এর আগে বঙ্গপুত্র চারবার এশিয়াডে পদক পেয়েছেন ৷ তাতে তিনবার ব্রোঞ্জ ও একবার রুপো পেয়েছিলেন ৷ এবার ফাইনালে 1-3 এ হেরে রুপো জিতলেন সৌরভ ৷ এদিন তাঁর আগে স্কোয়াশে মিক্সড ডাবলসে সোনা জেতেন দীপিকা-হরিন্দর জুটি ৷ তবে ফাইনাল হারলেও সৌরভ এদিন টানা পাঁচটি এশিয়াডে পদক জয়ের নজির গড়েছেন ৷
এর আগে মঙ্গলবার পুরুষদের স্কোয়াশের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে জাপানের সুকে রাইউনোসুকে 3-0 হারিয়ে পদক জয় নিশ্চিত করেন কলকাতার 37 বছরের তারকা সৌরভ। 45 মিনিটের ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত সেদিন দাপট দেখান সৌরভ। প্রতিপক্ষকে লড়াই করার কার্যত তেমন কোনও সুযোগই দেননি তিনি। ম্যাচের স্কোরলাইন সৌরভের পক্ষে 11-5, 12-10, 11-3। পরবর্তীতে সেমিতে হংকংয়ের চি মিন হেনরি লিয়ংকে 3-0 সেটে হারান বাঙালি। সৌরভের পক্ষে ম্যাচের ফল 11-2, 11-1, 11-6।