পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Games 2023: ফের সোনা হাতছাড়া সৌরভের, পঞ্চমবারের জন্য স্বপ্নভঙ্গ বঙ্গতনয়ের - রুপোতেই সন্তুষ্ট

ফের সোনা হাতছাড়া হল সৌরভ ঘোষালের ৷ এর আগে আরও চার এশিয়ান গেমসে ব্রোঞ্জ ও রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল বঙ্গপুত্রকে ৷ এবারও দ্বিতীয় স্থানে শেষ করে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল স্কোয়াশ অ্যাথলিটকে ৷

সৌঃ টুইটার
Asian Games 2023

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 4:39 PM IST

Updated : Oct 5, 2023, 6:49 PM IST

হ্যাংঝাউ, 5 অক্টোবর:গত চারবার সোনার স্বপ্ন হাতছাড়া হয়েছে স্কোয়াশ মাস্টারের ৷ এবার মালয়েশিয়ার প্রতিদ্বন্দ্বীর কাছে ফাইনালে হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল বাংলার সৌরভ ঘোষালকে ৷ এর আগে বঙ্গপুত্র চারবার এশিয়াডে পদক পেয়েছেন ৷ তাতে তিনবার ব্রোঞ্জ ও একবার রুপো পেয়েছিলেন ৷ এবার ফাইনালে 1-3 এ হেরে রুপো জিতলেন সৌরভ ৷ এদিন তাঁর আগে স্কোয়াশে মিক্সড ডাবলসে সোনা জেতেন দীপিকা-হরিন্দর জুটি ৷ তবে ফাইনাল হারলেও সৌরভ এদিন টানা পাঁচটি এশিয়াডে পদক জয়ের নজির গড়েছেন ৷

এর আগে মঙ্গলবার পুরুষদের স্কোয়াশের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে জাপানের সুকে রাইউনোসুকে 3-0 হারিয়ে পদক জয় নিশ্চিত করেন কলকাতার 37 বছরের তারকা সৌরভ। 45 মিনিটের ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত সেদিন দাপট দেখান সৌরভ। প্রতিপক্ষকে লড়াই করার কার্যত তেমন কোনও সুযোগই দেননি তিনি। ম্যাচের স্কোরলাইন সৌরভের পক্ষে 11-5, 12-10, 11-3। পরবর্তীতে সেমিতে হংকংয়ের চি মিন হেনরি লিয়ংকে 3-0 সেটে হারান বাঙালি। সৌরভের পক্ষে ম্যাচের ফল 11-2, 11-1, 11-6।

স্কোয়াশের সিঙ্গলসের ইভেন্টে 2006 দোহা, 2010 গুয়াংঝৌ এশিয়াডে ব্রোঞ্জ জিতেছিলেন সৌরভ। এরপর 2014 ইঞ্চিয়ন গেমসে জেতেন রুপো। গতবার, 2018 জাকার্তা এশিয়াডে ফের ব্রোঞ্জ জিতেছিলেন সৌরভ। তবে সিঙ্গলসে সোনা না-পেলেও এর আগে দলগত স্কোয়াশে এশিয়াডে দু'টি সোনা, দু'টি ব্রোঞ্জ জেতার রেকর্ড রয়েছে সৌরভের। আজ তিরন্দাজিতে তিনটি সোনা ও সৌরভের রুপো ছাড়াও আরও একটি ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে ৷

এছাড়াও স্কোয়াশের মিক্সড ডাবলসে ভারতের অপর জুটি আনহাত-অভয়ও সেমিতে উঠে পদক নিশ্চিত করছেন। এবারই প্রথম এশিয়ান গেমসে স্কোয়াশে মিক্সড ডাবলসের বিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে স্কোয়াশে মহিলাদের সিঙ্গলসে ভারতরা খেলা শেষ করেছেন ৷ অন্তিম পাঙ্ঘালের হাত ধরে মহিলাদের ফ্রিস্টাইল 53 কেজিতে দেশকে ব্রোঞ্জ জেতান কুস্তিগীর ৷

আরও পড়ুন:সোনার হ্যাটট্রিক ভারতের, তিরন্দাজির তিনটি কম্পাউন্ড ইভেন্টেই পোডিয়াম শীর্ষে দেশের ছেলেমেয়েরা

Last Updated : Oct 5, 2023, 6:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details