পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Games Final 2023: আজ অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সুনীলরা, একইদিনে এশিয়ান গেমসে অভিযান শুরু বালাদেবীদের - এশিয়ান গেমস ফাইনাল 2023

একইদিনে ছেলে ও মেয়েদের লড়াই ভারতীয় ফুটবলে ৷ একদিকে এশিয়ান গেমসের ফাইনালে নামছেন ভারতীয় ছেলেরা অন্যদিকে, বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে এশিয়ান গেমসে ভারতীয় মহিলা ফুটবলারদের অভিযান ৷

Etv Bharat
সুনীল ছেত্রী

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 9:59 AM IST

Updated : Sep 21, 2023, 10:14 AM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর: জয় ছাড়া গতি নেই সুনীল ছেত্রীর ভারতের । অন্যদিকে, এশিয়ান গেমসের মেয়েদের ফুটবলে
আশালতা দেবীদের অভিযানও শুরু হচ্ছে বৃহস্পতিবার। তবে মেয়েদের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে ইগর স্টিমাচের কোচিংয়ে থাকা ভারতের পুরুষ দল। চিনের বিরুদ্ধে 5-1 গোলে ভেঙে পড়ার পরে এখনও দোষারোপের পালা চলছে। বহুদিন পর এশিয়ান গেমসের ফুটবলে অংশ নিলেও কেন এই দায়সারা মনোভাব তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তবে এসব নিয়ে চিন্তার সময় নেই কারণ মরণ বাঁচন লড়াইয়ের সামনে থাকা সুনীল ছেত্রীদের ।

বৃহস্পতিবার এশিয়ান গেমস ফুটবলে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। এই ম্যাচ জিতলে প্রতিযোগিতায় টিকে থাকবে ভারতীয় দল। হারলে আশা শেষ হয়ে না গেলেও পরিস্থিতি যে ভয়ানক কঠিন হয়ে যাবে তাতে সন্দেহে নেই। অঙ্কের বিচারে পরের রাউন্ডে যাওয়ার রাস্তা তখনও খোলা থাকবে সুনীলদের সামনে। তবে সেই হিসেবে যেতে চায় না ভারত। এদিকে, ফিফার ক্রমপর্যায়ে পিছিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারতীয় দলকে যথেষ্ট বেগ দিয়েছে। শেষ আট ম্যাচে বাংলাদেশকে একবারও হারাতে পারেনি ভারত। বৃহস্পতিবার জিততেই হবে, এটাই এখন মোটিভেশন ইগর স্টিম্যাচের দলের ।

প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে প্রথমার্ধে কিছুটা লড়াই করলেও, দ্বিতীয়ার্ধে পরিকল্পনাহীন ফুটবল খেলে পরাজয় বরণ করেছে ভারত। চার গোল হজম করেছে রক্ষণের ভুলে। চিনের ফুটবলার তাওকে আটকাতে রীতিমতো হিমশিম খেয়েছে ভারতীয় রক্ষণ। তবে বাংলাদেশ দলে তাওয়ের মতো ফুটবলার নেই। সেটাই সনীলদের স্বস্তি। ভারতীয় রক্ষণকে অস্বস্তিতে রাখার মতো ভালো ফুটবলার বাংলাদেশ শিবিরে রয়েছে। তাই, গোল খাওয়া আটকাতে রক্ষণকে বাড়তি সতর্ক হয়ে নামতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারেন ডিফেন্ডার নরেন্দ্র গাহলোট। এছাড়াও চিংলেনসানা সিংও দলের সঙ্গে যোগ দিয়েছেন । তাতে ভারতের কিছুটা হলেও শক্তি বাড়ল ।

আক্রমণভাগে রাহুল কেপি ছাড়া কোনও ফুটবলারই সেভাবে নজর কাড়তে পারেননি । নজিরের ম্যাচে সুনীলও চেনা ছন্দ খুঁজে পাননি। বোঝাই যাচ্ছিল, সুনীলের অফফর্মের ধাক্কা দলের ক্ষতির কারণ হবে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট আশা করছে, বাংলাদেশ ম্যাচে স্বমহিমায় ফিরবেন সুনীল। অনিকেত যাদব ও গুরকিরাত সিংয়ের খেলার সম্ভাবনা প্রবল এই ম্যাচে।

চিনের বিরুদ্ধে গুরমিত সিং নিজের জাত চিনিয়েছেন। প্রতিপক্ষের অধিনায়কের পেনাল্টি বাঁচিয়ে । বাংলাদেশের বিরুদ্ধে তিনিই খুব সম্ভবত গোলের নিচে থাকবেন। প্রস্তুতি না নিয়ে এশিয়ান গেমস খেলতে গিয়েছে ভারত। ফলে বোঝাপড়ার অভাব খেলায় ধরা পড়ছে। এখন জোড়াতালি দিয়ে সমস্যা ঢাকার চেষ্টা চলছে । ভারতীয় সময় দুপুর দেড়টায় সেই চেষ্টার সাফল্যেই সুনীল সন্দেশদের অস্তিত্ব রক্ষা নির্ভর করবে ।

অন্যদিকে, একইদিনে ভারতীয় মেয়েরা এশিয়ান গেমসে অভিযান শুরু করতে চলেছেন । ভারতীয় সময় বিকেল পাঁচটায় তাঁদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে । ছেলেদের মত অগোছালোভাবে নয় বরং বেশ কিছুদিন ভুবনেশ্বরে শিবির করে তবে এশিয়ান গেমসে খেলতে এসেছেন তাঁরা । গোড়ালিতে চোট থাকার জন্য খেলতে পারবেন না ভারতের তারকা গোলকিপার অদিতি চৌহান। এছাড়া বাকি সবাই সুস্থ। আর কোনও চোট-আঘাতের খবর নেই। চাইনিজ তাইপের বিরুদ্ধে পুরো পয়েন্ট পেতে ভারতের ভরসা অধিনায়ক আশালতা দেবী, বালাদেবী ও প্লে-মেকার ইন্দুমাতি কাথিরসান ।

এঁদের পারফরম্যান্সের উপর নির্ভর করছে ভারতের জেতা-হারা। যদিও চাইনিজ তাইপের বিরুদ্ধে ভারতের অতীতের রেকর্ড খুব একটা ভালো নয়। ছ'টি ম্যাচে হার। জয় এসেছে মাত্র একটি ম্যাচে। শেষ ম্যাচে ভারত 1-0 গোলে হারিয়েছিল তাঁদের । সেই ম্যাচে ভারতের হয়ে দূরপাল্লার শটে গোল করেছিলেন রেণু । তাই লক্ষ্মীবারে ফুটবলে ভারতের ছেলে এবং মেয়েদের লক্ষ্মীলাভ হয় কি না সেটাই এখন দেখার ।

আরও পড়ুন : রামোজি ফিল্ম সিটিতে এল আইসিসি বিশ্বকাপের ট্রফি

Last Updated : Sep 21, 2023, 10:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details