কলকাতা, 21 সেপ্টেম্বর: জয় ছাড়া গতি নেই সুনীল ছেত্রীর ভারতের । অন্যদিকে, এশিয়ান গেমসের মেয়েদের ফুটবলে
আশালতা দেবীদের অভিযানও শুরু হচ্ছে বৃহস্পতিবার। তবে মেয়েদের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে ইগর স্টিমাচের কোচিংয়ে থাকা ভারতের পুরুষ দল। চিনের বিরুদ্ধে 5-1 গোলে ভেঙে পড়ার পরে এখনও দোষারোপের পালা চলছে। বহুদিন পর এশিয়ান গেমসের ফুটবলে অংশ নিলেও কেন এই দায়সারা মনোভাব তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তবে এসব নিয়ে চিন্তার সময় নেই কারণ মরণ বাঁচন লড়াইয়ের সামনে থাকা সুনীল ছেত্রীদের ।
বৃহস্পতিবার এশিয়ান গেমস ফুটবলে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। এই ম্যাচ জিতলে প্রতিযোগিতায় টিকে থাকবে ভারতীয় দল। হারলে আশা শেষ হয়ে না গেলেও পরিস্থিতি যে ভয়ানক কঠিন হয়ে যাবে তাতে সন্দেহে নেই। অঙ্কের বিচারে পরের রাউন্ডে যাওয়ার রাস্তা তখনও খোলা থাকবে সুনীলদের সামনে। তবে সেই হিসেবে যেতে চায় না ভারত। এদিকে, ফিফার ক্রমপর্যায়ে পিছিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারতীয় দলকে যথেষ্ট বেগ দিয়েছে। শেষ আট ম্যাচে বাংলাদেশকে একবারও হারাতে পারেনি ভারত। বৃহস্পতিবার জিততেই হবে, এটাই এখন মোটিভেশন ইগর স্টিম্যাচের দলের ।
প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে প্রথমার্ধে কিছুটা লড়াই করলেও, দ্বিতীয়ার্ধে পরিকল্পনাহীন ফুটবল খেলে পরাজয় বরণ করেছে ভারত। চার গোল হজম করেছে রক্ষণের ভুলে। চিনের ফুটবলার তাওকে আটকাতে রীতিমতো হিমশিম খেয়েছে ভারতীয় রক্ষণ। তবে বাংলাদেশ দলে তাওয়ের মতো ফুটবলার নেই। সেটাই সনীলদের স্বস্তি। ভারতীয় রক্ষণকে অস্বস্তিতে রাখার মতো ভালো ফুটবলার বাংলাদেশ শিবিরে রয়েছে। তাই, গোল খাওয়া আটকাতে রক্ষণকে বাড়তি সতর্ক হয়ে নামতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারেন ডিফেন্ডার নরেন্দ্র গাহলোট। এছাড়াও চিংলেনসানা সিংও দলের সঙ্গে যোগ দিয়েছেন । তাতে ভারতের কিছুটা হলেও শক্তি বাড়ল ।
আক্রমণভাগে রাহুল কেপি ছাড়া কোনও ফুটবলারই সেভাবে নজর কাড়তে পারেননি । নজিরের ম্যাচে সুনীলও চেনা ছন্দ খুঁজে পাননি। বোঝাই যাচ্ছিল, সুনীলের অফফর্মের ধাক্কা দলের ক্ষতির কারণ হবে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট আশা করছে, বাংলাদেশ ম্যাচে স্বমহিমায় ফিরবেন সুনীল। অনিকেত যাদব ও গুরকিরাত সিংয়ের খেলার সম্ভাবনা প্রবল এই ম্যাচে।