পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Games 2023: এবার বাজিমাত হকিতে! এশিয়াডের সোনায় প্যারিসের টিকিট নিশ্চিত হরমনদের - এশিয়াড

এশিয়ান গেমসে জাপানকে হারিয়ে সোনা জয় ভারতীয় পুরুষ হকি দলের ৷ সঙ্গে নিশ্চিত হল প্যারিস অলিম্পিকের টিকিট ৷ এর আগে গ্রুপ ম্যাচেও জাপানকে হারিয়েছিলেন হরমনরা ৷ তবে এবারের জয় এল আরও অনেক বড় ব্যবধানে ৷

Asian Games 2023
প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত করল ভারত

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 5:44 PM IST

Updated : Oct 6, 2023, 7:43 PM IST

হ্যাংঝাউ, 6 অক্টোবর:হকিতে বরাবরই ইতিহাস গড়েছে ভারতীয় পুরুষ দল ৷ আর এবার এশিয়ান গেমসেও জাপানকে 5-1 গোলে হারিয়ে সোনা জয় ভারতের ৷ যার জেরে নিশ্চিত হয়ে গেল প্যারিস অলিম্পিকের টিকিটও ৷ অবশেষে এল সেই ইতিহাস গড়ার দিন ৷ গতবার এশিয়ান গেমসে তীরে এসে তরী ডুবেছিল ভারতের ৷ ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল দলকে ৷ কিন্তু শাহরুখ খানের সিনেমার নাম মাথায় রেখে এবার বোধহয় 'চক দে ইন্ডিয়া' বলে চিৎকার করে ওঠাই যায় ৷ কারণ এবার ফাইনালে স্বপ্নপূরণের পথে সমস্ত বাধার প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দিলেন হরমনপ্রীত সিংরা ৷

এর আগে টোকিও অলিম্পিকে ইতিহাস গড়েছিল ভারতীয় দল ৷ 41 বছর জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন মনপ্রীত সিংরা ৷ সেদিন জোড়া গোল করে ম্যাচের নায়ক হয়েছিলেন সিমরণজিৎ সিং ৷ আর প্যারিস অলিম্পিক্সের আগে এশিয়াডে স্বর্ণপদক ভারতের ঝুলিতে ৷ ফাইনালে জাপানকে 5-1 গোলে হারিয়ে সোনা জেতেন মনপ্রীত সিংরা ৷ জাপানের আঁটোসাঁটো প্রথম রক্ষণ ভাঙেন মনপ্রীতই ৷ 25 মিনিটের মাথায় রিভার্স হিটে গোলকিপারকে পরাজিত করে গোলের মুখ খোলেন তিনি ৷

দ্বিতীয় গোলটি আসে হারমনপ্রীতের দক্ষতায় ৷ ম্যাচের তৃতীয় কোয়ার্টারে শক্তিশালী ড্র্যাগ-ফ্লিকে বল জালে জড়িয়ে দেন তিনি ৷ এই কোয়ার্টারেই ভারতের হয়ে তৃতীয়বার জাপানি রক্ষণকে ভেঙে চুরমার করে দেন অমিত রোহিদাস ৷ 48 মিনিটের মাথায় ফের একবার দলকে এগিয়ে দেন অভিষেক নয়ন ৷ শেষে অবশ্য় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল জাপান ৷ একবারই ভারতীয় গোলকিপারকে পরাজিত করে জালে বলে জড়িয়ে ব্যবধান কমিয়েছিলেন কেনটা তানাকা ৷

আরও পড়ুন:রূপো নিয়ে সন্তুষ্ট থাকতে হল অতনুদের, কুস্তিতে পদকের হ্যাটট্রিক কিরণ-সোনম-আমনের

তবে শেষ মুহূর্তে আবারও দেখা গেল হরমনপ্রীতের স্টিকের জাদু ৷ ভারতের হয়ে অনায়াসে পঞ্চম গোলটি করলেন তিনি ৷ যার জেরে ব্যবধান বেড়ে দাঁড়ায় 5-1 ৷ প্রথমে জাপান একটু অসুবিধা তৈরির চেষ্টা করলেও একবার গোলের মুখ খোলার পর থেকে আর ফিরে তাকাতে হয়নি ভারতকে ৷ এর আগে গ্রুপ ম্য়াচেও জাপানকে 4-2 ব্যবধানে হারিয়েছিল টিম ইন্ডিয়া ৷ ভারতীয় দলের এই ঐতিহাসিক জয়ের পর প্রত্যেক খেলোয়াড়কে 5 লক্ষ টাকা উপহার দেওয়ার কথা ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৷

Last Updated : Oct 6, 2023, 7:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details