পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Games 2023: পয়েন্টের বন্যায় প্রতিপক্ষকে হারাল ভারতের কবাডি টিম, 29 বছর পর পদক এল ক্যানয়ে

এশিয়াডের দশম দিনের শুরুতেই ছিল পুরুষদের কবাডি ম্যাচ ৷ আর খানিক আগে ছিল মহিলাদের ম্যাচ ৷ তাতে প্রতিপক্ষদের পয়েন্টের মালা পরাল 'থাই ফাই বালে' ৷ সেইসঙ্গে বক্সিংয়ে ব্রোঞ্জ পেলেন প্রীতি পাওয়ার ৷ পাশাপাশি 29 বছর পর এশিয়ান গেমসের ক্যানয়ে পদকের মুখ দেখল ভারত ৷ সেইসঙ্গে এশিয়াডের ইতিহাসে দ্বিতীয় মেডেল হল দেশের ৷ মেয়েদের হকিও হংকংকে 13 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 4:11 PM IST

হ্যাংঝাউ, 3 অক্টোবর:এশিয়ান গেমসে দুরন্ত সূচনা ভারতীয় পুরুষ কাবাডি দলের ৷ প্রথম ম্যাচে বাংলাদেশকে হারাল 55-18 ব্যবধানে ৷ দশম দিনের শুরুতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ছিল পড়শি দেশের বিরুদ্ধে। সেখানে একতরফাভাবে বাংলাদেশকে 55-18 পয়েন্টে পরাজিত করল ভারতীয় দল। শুরুটা খারাপ করেনি মহিলাদলও ৷ গতকাল চাইনিজ তাইপের বিরুদ্ধে (34-34) ড্র করে চলতি এশিয়ান অভিযান শুরু করেন 'শেরনিওয়ালে' ৷ তবে আজ তা সুদে-আসলে উসুল করল রিতু ব্রিগেড ৷ সাউথ কোরিয়াকে 23-56 ব্যবধানে হারাল মহিলা কবাডি টিম ৷

ম্যাচের শুরু থেকে রাশ নিজেদের হাতে রাখেন অধিনায়ক রিতু ৷ পুজা ও পুষ্পা মিলে রেড করে টিমকে অর্ধেক পয়েন্ট এনে দেন ৷ বাকি কাজ অর্থাৎ তাঁদেরকে ডিফেন্সে সঙ্গ দিয়ে কোরিয়ার থেকে জয় ছিনিয়ে নেন রিতু, সাক্ষী, প্রিয়াঙ্কা, জ্যোতি, নিধিরা ৷

পাশাপাশি আজ বক্সিংয়ের 54 কেজি বিভাগে ভারতকে ব্রোঞ্জ দিলেন প্রীতি পাওয়ার ৷ ফাইনালে ওঠার আগে ইয়োয়ানের কাছে পরাজিত হন ভারতের প্রীতি পাওয়ার। ফলে এবার তাঁর সোনা অথবা রুপোর পদক হাতছাড়া হল। তাই নিখাতের পর এবার সেমিতে হেরে ব্রোঞ্জই সন্তুষ্ট প্রীতি পাওয়ার ৷

এদিকে আজ, মঙ্গলবার সকালেই এশিয়ান গেমসে ঐতিহাসিক পদক জিতেছে ভারত। এশিয়ান গেমসের ইতিহাসে ক্যানয় থেকে এসেছে দ্বিতীয় পদক। যে পদকের জন্য 29 বছর অপেক্ষা করতে হয়েছে। আর সেই ঐতিহাসিক পদক ভারতকে এনে দিলেন অর্জুন সিং এবং সুনীল সিং। এদিন হ্যাংঝাউয়ে ফুয়াং ওয়াটার স্পোর্টস সেন্টারে পুরুষদের 1000 মিটার ডাবলস ক্যানয়ে প্রথম উজবেকিস্তান। সময় নেয় 3 মিনিট 43.736 সেকেন্ড। ছয় সেকেন্ড পিছিয়ে থেকে রুপো জিতেছে কাজাখস্তান (3 মিনিট 49.991 সেকেন্ড)। সোনাজয়ী উজবেকিস্তানের থেকে নয় সেকেন্ড পিছিয়ে ব্রোঞ্জ ছিনিয়ে নিয়েছে ভারত (3 মিনিট 53.329 সেকেন্ড)।

পাশাপাশি মেয়েদের হকিতে সেমিফাইনালে পৌঁছন সবিতা পুনিয়ারা। এশিয়ান গেমসে দশম দিনে হংকংকে 13 গোল দেন তাঁরা। গ্রুপ পর্বে চারটি ম্যাচে অপরাজিত থেকে সেমিফাইনালে জায়গা পাকা করে ফেললেন ভারতের মেয়েরা। ভারত ছাড়া আর কোনও দল এখনও মেয়েদের হকিতে সেমিফাইনালে উঠতে পারেনি। গ্রুপ এ-তে শীর্ষ স্থান ধরে রাখার সুযোগ রয়েছে ভারতের। চার ম্যাচে 10 পয়েন্ট পেয়েছে তারা। ছেলেরা গতকালই পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। আগামিকাল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শেষ চারের ম্য়াচ খেলবে তারা।

আরও পড়ুন:যস্বশীর সেঞ্চুরি, এশিয়ান গেমস ক্রিকেটের শেষ চারে ভারত

ABOUT THE AUTHOR

...view details