আঙ্কারা (তুরস্ক), 18 ফেব্রুয়ারি: 11 দিন পর খুঁজে পাওয়া গেল প্রাক্তন চেলসি এবং নিউক্যাসল ফরওয়ার্ড ক্রিশ্চিয়ান আতসুর দেহ (Former Chelsea Forward Christian Atsu) ৷ 6 ফেব্রুয়ারি তুরস্কর শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন ঘানাজাত এই ফুটবলার । তুরস্কের ক্লাব হাতায়স্পোরে খেলতেন তিনি ৷ তিনি যে বহুতলে থাকতেন সেটি ভূমিকম্পের কবলে পড়ে । হাতায়স্পোরের মুখপাত্র মুস্তাফা জাতই প্রথম তাঁর ধ্বংসস্তূপে চাপা পড়ার আশংকার কথা জানিয়েছিলেন (Ghana soccer player Christian Atsu dies) ৷
2011 সালে পোর্তোতে কেরিয়ার শুরু করেন তিনি । কিন্তু রিজার্ভেই কাটিয়েছিলেন গোটা মরশুম । সেখান থেকে লোনে যোগ দেন রিও আভে'তে । সেখান থেকে চেলসিতে যোগ দিলেও মাঠে নামার সুযোগ পাননি । লোনেই কাটিয়েছেন একাধিক ক্লাবে । খেলেছেন এভার্টন, নিউক্যাসেলের মতো ক্লাবে । 2017 সালে যোগ দেন নিউক্যাসেল ইউনাইটেডে ।
31 বছর বয়সি ক্রিশ্চিয়ান আতসু সৌদি আরবেও এক বছর খেলেছিলেন ৷ একবছর আল বিয়াধে খেলার পর গতবছর তুরস্কের দক্ষিণাঞ্চলের শহর আন্তাকিয়ার হাতায়স্পোর ক্লাবে সই করেন তিনি ৷ হাতায়স্পোর ক্লাবের ডিরেক্টর তানের সাভুতও যে বহুতলে থাকতেন, সেটিও ভেঙে পড়েছে ৷ আতসুর দেহ পাওয়া গেলেও এখনও তাঁর খোঁজ মেলেনি । বহুতলের ধ্বংসস্তূপ সরিয়ে তাঁর খোঁজ করছে উদ্ধারকারী দল ৷ এর আগেই মিলেছিল তুরস্কের গোলকিপার আহমেত ইয়ুপ তুর্কাসলানের লাশ (Turkey Goalkeeper Dead in Earthquake) ৷ গত 6 ফেব্রুয়ারি থেকে তিনিও নিখোঁজ ছিলেন ৷