পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Christian Atsu Demise: 11 দিন পর মিলল আতসুর লাশ, তুরস্ক ভূমিকম্পে প্রয়াত চেলসি ফরওয়ার্ড - তুরস্ক

6 ফেব্রুয়ারি তুরস্ক ভূমিকম্পের কবলে পড়েছিলেন ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু । বহুতল ভেঙে পড়ায় ধ্বংসস্তূপে চাপা পড়ে যান তিনি । প্রায় দেড় সপ্তাহ পর উদ্ধার হল তাঁর দেহ (Ghana soccer player Christian Atsu dies) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 18, 2023, 7:32 PM IST

আঙ্কারা (তুরস্ক), 18 ফেব্রুয়ারি: 11 দিন পর খুঁজে পাওয়া গেল প্রাক্তন চেলসি এবং নিউক্যাসল ফরওয়ার্ড ক্রিশ্চিয়ান আতসুর দেহ (Former Chelsea Forward Christian Atsu) ৷ 6 ফেব্রুয়ারি তুরস্কর শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন ঘানাজাত এই ফুটবলার । তুরস্কের ক্লাব হাতায়স্পোরে খেলতেন তিনি ৷ তিনি যে বহুতলে থাকতেন সেটি ভূমিকম্পের কবলে পড়ে । হাতায়স্পোরের মুখপাত্র মুস্তাফা জাতই প্রথম তাঁর ধ্বংসস্তূপে চাপা পড়ার আশংকার কথা জানিয়েছিলেন (Ghana soccer player Christian Atsu dies) ৷

2011 সালে পোর্তোতে কেরিয়ার শুরু করেন তিনি । কিন্তু রিজার্ভেই কাটিয়েছিলেন গোটা মরশুম । সেখান থেকে লোনে যোগ দেন রিও আভে'তে । সেখান থেকে চেলসিতে যোগ দিলেও মাঠে নামার সুযোগ পাননি । লোনেই কাটিয়েছেন একাধিক ক্লাবে । খেলেছেন এভার্টন, নিউক্যাসেলের মতো ক্লাবে । 2017 সালে যোগ দেন নিউক্যাসেল ইউনাইটেডে ।

31 বছর বয়সি ক্রিশ্চিয়ান আতসু সৌদি আরবেও এক বছর খেলেছিলেন ৷ একবছর আল বিয়াধে খেলার পর গতবছর তুরস্কের দক্ষিণাঞ্চলের শহর আন্তাকিয়ার হাতায়স্পোর ক্লাবে সই করেন তিনি ৷ হাতায়স্পোর ক্লাবের ডিরেক্টর তানের সাভুতও যে বহুতলে থাকতেন, সেটিও ভেঙে পড়েছে ৷ আতসুর দেহ পাওয়া গেলেও এখনও তাঁর খোঁজ মেলেনি । বহুতলের ধ্বংসস্তূপ সরিয়ে তাঁর খোঁজ করছে উদ্ধারকারী দল ৷ এর আগেই মিলেছিল তুরস্কের গোলকিপার আহমেত ইয়ুপ তুর্কাসলানের লাশ (Turkey Goalkeeper Dead in Earthquake) ৷ গত 6 ফেব্রুয়ারি থেকে তিনিও নিখোঁজ ছিলেন ৷

প্রসঙ্গত, 6 ফেব্রুয়ারি ভোরে রিখটার স্কেলে 7.8 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া (Turkey Earthquake) । সরকারি সূত্র বলছে, এখনও পর্যন্ত মৃতের সংখ্যাটা 45 হাজার 480 । আহত 1 লক্ষ 22 হাজার 500 । নেপথ্যে 2000 সালের পরে হওয়া সবচেয়ে শক্তিশালী ভূ-কম্পন । মৃত, আহতের সংখ্যাটা আরও বাড়তে পারে বলে এখনও আশংকা করা হচ্ছে ৷

আরও পড়ুন: ধ্বংসস্তূপের নীচে মিলল লাশ, ভূমিকম্পে মৃত তুরস্কের ফুটবলার তুর্কাসলান

6 ফেব্রুয়ারি, সোমবার সীমান্ত এলাকার এই ভয়াবহ দুর্যোগ শুরু হয় কাকভোরে ৷ তখন বেশিরভাগ মানুষই গভীর ঘুমে ৷ প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভূমিকম্পের সময় ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল ৷ সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই ভূমিকম্পের আফটার শকে ৷

ABOUT THE AUTHOR

...view details