পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

FIFA World Cup 2022: সাদিয়ো মানেকে ছাড়াই ডাচদের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযানে সেনেগাল - Netherlands

সেনেগালের তারকা স্ট্রাইকার সাদিয়ো মানে (Sadio Mena) চোটের জন্য নেই বিশ্বকাপে (FIFA World Cup 2022) ৷ তাই লুইস ভান গালের নেদারল্যান্ডসের বিরুদ্ধে মানেকে ছাড়াই পরিকল্পনা সাজাচ্ছে সেনেগাল (Senegal vs Netherlands) কোচ আলিওউ সিজেস ৷

FIFA World Cup 2022 Senegal vs Netherlands Match Preview
FIFA World Cup 2022 Senegal vs Netherlands Match Preview

By

Published : Nov 21, 2022, 11:36 AM IST

দোহা, 21 নভেম্বর: আজ ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022) দ্বিতীয় দিনে মুখোমুখি হচ্ছে সেনাগাল এবং নেদারল্যান্ডস (Senegal vs Netherlands) ৷ ম্যাচ শুরুর আগেই ধাক্কা খেয়েছে সেনেগাল ৷ ব্যালন ডি’অরে মনোনীত হওয়া বায়ার্ন মিউনিখ ফরওয়ার্ড সাদিয়ো মানে (Sadio Mena) চোটের জন্য ছিটকে গিয়েছেন ৷ চলতি মাসের শুরুর দিকে বুন্দেশলিগায় ওয়েডের বেরমেনের বিরুদ্ধে খেলার সময় চোট পান তিনি ৷ ফলে বিশ্বকাপের মঞ্চ থেকেও সরে যান ৷

প্রসঙ্গত, প্রথমে সাদিয়ো মানেকে রেখেই বিশ্বকাপের প্রাথমিক দল গঠন করেছিলেন কোচ আলিওউ সিজেস ৷ মনে করা হয়েছিল মানে প্রথম দু’টি ম্যাচের পর দলের প্লেয়িং ইলেভেনে ঢুকে পড়বেন ৷ কিন্তু, দু’দিন আগে সেনেগাল ফুটবল ফেডেরেশন জানিয়ে দেয়, সাদিয়ো মানের এমআরআই রিপোর্ট খুব ভালো না ৷ ফলে তাঁকে কাতার বিশ্বকাপের মঞ্চে পাচ্ছে না দল ৷ প্রসঙ্গত, সেনেগালের প্রথমবার আফ্রিকা কাপ অফ ন্যাশনস ট্রফি জেতার পিছনে বড় ভূমিকা ছিল সাদিয়ো মানের ৷ অন্যদিকে, সেনেগালের বর্তমান স্কোয়াডের জাতীয় দলের হয়ে দুই সংখ্যার গোল রয়েছে একমাত্র ইসমালিয়া সার এবং ফামারা দাইধিওউর ৷ তাঁরা দু’জনেই সেনেগালের হয়ে 10টি করে গোল করেছেন ৷

সেনেগাল তাদের শেষ 8টি ম্যাচের মধ্যে 6টিতে কোনও গোল হজম করেনি ৷ আর তাই গ্রুপ-এ থেকে নেদারল্যান্ডসের পর প্রি-কোয়ার্টারে যাওয়ার অন্যতম দাবিদার সেনেগাল ৷ তবে, সাদিয়ো মানের ছিটকে যাওয়া কোচ সিজেসের অনেক পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে ৷ অন্যদিকে, সেনেগালের বিপক্ষে আজ রয়েছে লুইস ভান গালের নেদারল্যান্ডস ৷ 2010 বিশ্বকাপের ফাইনালিস্ট নেদারল্যান্ডসকে ইউয়েফা ন্যাশনস লিগ ফাইনালে তোলার পিছনে বড় অবদান রয়েছে ডাচ কোচের ৷ প্রসঙ্গত, স্যার অ্যালেক্স ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দায়িত্ব ছাড়ার পর 2 বছরের জন্য রেড ডেভিলদের ম্যানেজার ছিলেন ভান গাল ৷

আরও পড়ুন:প্রথম ম্যাচে আয়োজক দেশকে হারিয়ে ইতিহাসে ইকুয়েডর

তবে, 2010 ও 2014 বিশ্বকাপের নেদারল্যান্ডস দল এখন আর নেই ৷ 2018 সালে রাশিয়া বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি ভান গালের দল ৷ তবে, বিশ্বকাপের অন্যতম সেরা দল হিসেবে মাঠে নামলেও কখনই বিশ্বজয়ীর তকমা নিজেদের নামের সঙ্গে জুড়তে পারেনি ডাচরা ৷ 2010 সালে জার্মানি বিশ্বকাপে ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে গোল খেয়ে 1-0 হারতে হয় ডাচদের ৷ এবার গ্রুপ-এ থেকে পরের রাউন্ডে নেদারল্যান্ডস কোয়ালিফাই করবে ধরে নিয়েই এগোচ্ছেন ডাচ সমর্থকরা ৷

ABOUT THE AUTHOR

...view details