দোহা, 9 ডিসেম্বর: আজ থেকে ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022) কোয়ার্টার ফাইনাল রাউন্ড শুরু হচ্ছে ৷ শুরুতেই মাঠে নামছে 5 বারের বিশ্ব জয়ী ব্রাজিল ৷ সাম্বার ছন্দের বিরুদ্ধে ইউরোপিয়ান ফুটবলের আগ্রাসন নিয়ে মাঠে নামবে গতবারের রানার আপ ক্রোয়েশিয়া ৷ সেই ম্যাচে ফের একবার গোলের পর দেখা যেতে পারে সাম্বার তালে নাচ ৷ সেভাবেই গত কয়েকটি ম্যাচে মাঠের মধ্যে সাম্বা নাচে গোল সেলিব্রেশন করতে দেখা গিয়েছে নেইমার জুনিয়র, ভিনিসিয়ায় জুনিয়র, পাকেতা এবং রিচার্লিসনদের (Brazil Wants Continue Samba Moves Against Croatia) ৷ তাঁদের এই সাম্বা নাচে গোল সেলিব্রেশনের সমালোচনাও করেছেন কিছু মানুষ ৷ তবে, সেই সমালোচনায় যে খুব একটা গুরুত্ব ব্রাজিল দিচ্ছে না, তা রাউন্ড সিক্সটিনে বুঝিয়ে দিয়েছেন সেলেকাওরা ৷
এ নিয়ে ব্রাজিল কোচ তিতে বলেছিলেন, "এটা আমাদের সংস্কৃতির একটা অংশ ৷ এর মাধ্যমে প্রতিপক্ষকে অসম্মান করা হয়নি ৷" আর আজ তুলনামূলক কঠিন প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার বিরুদ্ধেও সেই সাম্বা ছন্দকে ফিরিয়ে আনতে মরিয়া তিতে এবং তাঁর ব্রাজিল দল ৷ তবে, ক্রোটদের ডিফেন্স ভেঙে গোল করার খুব একটা সহজ কাজ হবে না ৷ যে ডিফেন্সের দায়িত্বে থাকবেন মার্সেলো ব্রজোভিচ, জোসিপ স্যানিসিচ ৷