কলকাতা, 12 অক্টোবর: ঘরের মাঠে প্রিয় দলের প্রথম আইএসএল ম্যাচ ৷ রীতিমত তেতে ছিলেন সদস্য-সমর্থকেরা ৷ টিকিটের হাহাকার সেভাবে দেখা না-গেলেও যুবভারতী মাতিয়ে রাখার কথা ছিল ইস্টবেঙ্গল অনুরাগীদের ৷ কিন্তু সন্ধের আগে মহানগরজুড়ে প্রবল বৃষ্টিতে তাল কাটল সবকিছুতে ৷ তবু বৃষ্টি মাথায় করে সাড়ে সতেরো হাজার দর্শক এলেন যুবভারতীতে ৷ চিৎকারে মাতিয়ে রাখলেন ৷ কিন্তু বাড়ি ফিরলেন একরাশ হতাশা নিয়ে ৷ যে হতাশা আইএসএল অভিষেক থেকে নিত্যসঙ্গী তাদের ৷ জাতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের জমানাতেও সেই চিত্র বদলানোর নামগন্ধ নেই ৷ প্রথম দু'ম্যাচের ফলাফল অন্তত তাই বলছে ৷ বুধের যুবভারতীতে এফসি গোয়ার কাছে লাল হলুদের হার 2-1 গোলে (FC Goa beat East Bengal) ৷
ম্যাচের সাত মিনিটে ব্র্য়ান্ডন ফার্নান্ডেজের (Brandon Fernandes scored the first goal for FC Goa) গোল গোয়ার হয়ে ৷ প্রাক্তন দলের বিরুদ্ধে একটুু বেশিই কি নার্ভাস ছিলেন ইভান গঞ্জালেস (Ivan Gonzalez) ? নইলে এমন স্কুলবয় এরর গোয়ার জার্সিতে অন্তত তাঁকে করতে দেখা যায়নি ৷ যাইহোক সেই সুযোগকে কাজে লাগিয়েই লাল-হলুদ সমর্থকদের হতোদ্যম করে দেন ব্র্য়ান্ডন ৷ এরপর প্রথমার্ধজুড়ে বিরক্তিকর ফুটবল দেখে গত দু'বছরের চেয়ে কোনও অংশে আলাদা করা যাচ্ছিল না লাল-হলুদকে ৷ যদিও প্রথমার্ধে স্কোরবোর্ড আর হেরফের হয়নি ৷