পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL 2022-23: গোয়ার কাছে শেষমুহূর্তের গোলে হার, ঘরের মাঠে আইএসএল আত্মপ্রকাশে বিবর্ণ লাল-হলুদ - ঘরের মাঠে আইএসএল আত্মপ্রকাশে বিবর্ণ লাল হলুদ

ঘরের মাঠে আইএসএল আত্মপ্রকাশে এফসি গোয়ার কাছে হার ইস্টবেঙ্গলের ৷ দ্বিতীয়ার্ধে সমতা ফিরিয়েও শেষরক্ষা হল না ৷ সংযুক্তি সময়ে এডু বেদিয়ার ফ্রি-কিক জয় এনে দিল গৌড়দের (FC Goa beat East Bengal) ৷

ISL 2022-23
ঘরের মাঠে আইএসএল আত্মপ্রকাশে বিবর্ণ লাল-হলুদ

By

Published : Oct 12, 2022, 9:35 PM IST

Updated : Oct 12, 2022, 10:10 PM IST

কলকাতা, 12 অক্টোবর: ঘরের মাঠে প্রিয় দলের প্রথম আইএসএল ম্যাচ ৷ রীতিমত তেতে ছিলেন সদস্য-সমর্থকেরা ৷ টিকিটের হাহাকার সেভাবে দেখা না-গেলেও যুবভারতী মাতিয়ে রাখার কথা ছিল ইস্টবেঙ্গল অনুরাগীদের ৷ কিন্তু সন্ধের আগে মহানগরজুড়ে প্রবল বৃষ্টিতে তাল কাটল সবকিছুতে ৷ তবু বৃষ্টি মাথায় করে সাড়ে সতেরো হাজার দর্শক এলেন যুবভারতীতে ৷ চিৎকারে মাতিয়ে রাখলেন ৷ কিন্তু বাড়ি ফিরলেন একরাশ হতাশা নিয়ে ৷ যে হতাশা আইএসএল অভিষেক থেকে নিত্যসঙ্গী তাদের ৷ জাতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের জমানাতেও সেই চিত্র বদলানোর নামগন্ধ নেই ৷ প্রথম দু'ম্যাচের ফলাফল অন্তত তাই বলছে ৷ বুধের যুবভারতীতে এফসি গোয়ার কাছে লাল হলুদের হার 2-1 গোলে (FC Goa beat East Bengal) ৷

ম্যাচের সাত মিনিটে ব্র্য়ান্ডন ফার্নান্ডেজের (Brandon Fernandes scored the first goal for FC Goa) গোল গোয়ার হয়ে ৷ প্রাক্তন দলের বিরুদ্ধে একটুু বেশিই কি নার্ভাস ছিলেন ইভান গঞ্জালেস (Ivan Gonzalez) ? নইলে এমন স্কুলবয় এরর গোয়ার জার্সিতে অন্তত তাঁকে করতে দেখা যায়নি ৷ যাইহোক সেই সুযোগকে কাজে লাগিয়েই লাল-হলুদ সমর্থকদের হতোদ্যম করে দেন ব্র্য়ান্ডন ৷ এরপর প্রথমার্ধজুড়ে বিরক্তিকর ফুটবল দেখে গত দু'বছরের চেয়ে কোনও অংশে আলাদা করা যাচ্ছিল না লাল-হলুদকে ৷ যদিও প্রথমার্ধে স্কোরবোর্ড আর হেরফের হয়নি ৷

দ্বিতীয়ার্ধে খেলায় ফিরল ইস্টবেঙ্গল ৷ সৌজন্যে স্টিফেনের তিনটি চাল ৷ সুমিত পাসির পরিবর্তে সার্থক গোলুই, তুহিন দাসের বদলে নাওরেম মহেশ এবং শৌভিক চক্রবর্তীর পরিবর্তে মোবাসির রহমান আসতেই গতি ফেরে লাল-হলুদে। আক্রমণে ঝাঁঝ বাড়িয়ে 65 মিনিটে সমতা ফেরায় হোম টিম ৷ মাঝমাঠ থেকে জেরির বাড়ানো বল ধরে সুহের ভিপি বক্সের মধ্যে ঢুকে পড়লে তাঁকে আটকাতে ফাউলের শরণাপন্ন হন গোয়া দূর্গের শেষ প্রহরী ধীরজ সিং। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ক্লেইটন সিলভা (Cleiton Silva)। সমতায় ফিরে জয়ের লক্ষ্যেই ঝাঁপিয়েছিল স্টিফেনের দল ৷ কিন্তু আর গোল আসেনি ৷

আরও পড়ুন:লাস্ট বয় হিসেবে শেষ করব না, দাবি স্টিফেন কনস্ট্যান্টাইনের

উলটে শেষ মিনিটে ফের ভুলের খেসারত দিয়ে নিশ্চিত এক পয়েন্ট যুবভারতীতে রেখেই আসতে হল ইস্টবেঙ্গল। এক্ষেত্রেও খলনায়ক সেই ইভান ৷ স্প্যানিশ ডিফেন্ডারের অনাবশ্যক ফাউলের ফায়দা তুলে জয় এনে দিলেন অধিনায়ক এডু বেদিয়া। সংযুক্তি সময়ে তাঁর ফ্রি-কিক কমলজিতের নাগাল এড়িয়ে জালে প্রবেশ করতেই ফের আঁধারে লাল-হলুদ ৷

Last Updated : Oct 12, 2022, 10:10 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details