কলকাতা,11 জানুয়ারি: প্রথমার্ধে 18টি আর দ্বিতীয়ার্ধে 17টি গোল। সবমিলিয়ে ম্যাচে মোট 35টি গোল। চমকে উঠবেন না। এটা কোনও কাল্পনিক ফুটবল ম্যাচ নয় । কোনও সিনেমার চমকপ্রদ চিত্রনাট্যও নয় । এটা বাস্তব । নতুন বছরের উৎসবের আবহে গোলের উৎসব কলকাতা ফুটবলের মহিলা লিগ কন্যাশ্রী কাপে। 35টি গোল করে রেকর্ড গড়ল ইস্টবেঙ্গল (East Bengal creates new record in Kolkata Football)।
এক ম্যাচে 35টি গোল দিল লাল-হলুদের প্রমিলা বাহিনী। প্রতিপক্ষ বেহালা ঐক্য সম্মেলনী। ইন্ডিয়ান সুপার লিগে ছেলেরা যখন একের পর এক ম্যাচ হেরেই চলেছেন তখন কামাল করলেন লাল হলুদ মেয়েদের। গত বছরের পরে এই বছরেও শক্তিশালী দল গড়েছে ইস্টবেঙ্গল। এই দাপুটে পারফরম্যান্স তারই প্রতিচ্ছবি। ক্লাবের মান রাখছেন লাল-হলুদের প্রমিলা ব্রিগেড। তথ্য বলছে, এর আগে আইএফএ-এর কোনও টুর্নামেন্টে এত গোল কখনও হয়নি। সেদিক থেকে এই অনন্য নজির গড়লেন ইস্টবেঙ্গলের মেয়েরাই। মঙ্গলবার ছিল কন্যাশ্রী কাপের ম্যাচ। সেই ম্যাচে ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়েছিল বেহালা ঐক্য সম্মিলনী। সেই ম্যাচেই বেহালা ঐক্য সম্মিলনীকে 35 গোল দিয়ে কলকাতা ময়দানে নয়া রেকর্ড গড়লেন লাল-হলুদের মেয়েরা।
ম্যাচে এদিন প্রথম থেকেই বেহালা ঐক্য সম্মিলনীকে চেপে ধরে ইস্টবেঙ্গল এফসি। এই ম্যাচে ডবল হ্যাটট্রিক করেন কবিতা সোরেন এবং মৌসুমি মুর্মু। পাঁচটি করে গোল করেন দেবলীনা ভট্টাচার্য এবং গীতা দাস। চারটি গোল করেন সুস্মিতা বর্ধন। তিনটি গোল করেন ঐশ্বর্য জাগতান। জোড়া গোল করেন সুলঞ্জনা রাউল এবং তনুশ্রী ওরাঁও। বাকি একটি গোল করেন পিয়ালি কড়া এবং বিরশী ওরাঁও। বোঝাই যাচ্ছে ম্যাচের শুরু থেকে শেষ শুধুই গোল দেখেছেন দর্শকরা। ম্যাচের শুরুতেই কার্যত অসহায় আত্মসমপর্ণ করেন বেহালার ফুটবলাররা । একবারের জন্যও ম্যাচে ফিরে আসতে পারেননি তাঁরা ।