কলকাতা, 3 সেপ্টেম্বর: লাল কার্ড দেখে অনিরুদ্ধ থাপার বেরিয়ে যাওয়াকেই ম্যাচের টার্নিং পয়েন্ট বাছলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। আধঘণ্টার বেশি সময় মোহনবাগান সুপার জায়ান্টকে দশ’জনে পেয়েও কাজের কাজ করতে ব্যর্থ ইস্টবেঙ্গল । উলটে 71 মিনিটে সবুজ-মেরুনের হয়ে গোল করে গেলেন দিমিত্রি পেত্রাতোস ৷ উলটোদিকে বাকি সময় ইস্টবেঙ্গল মরিয়া হলেও বাগান রক্ষণ ভাঙতে পারেনি। ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত বলছেন, "এগারো জনের বিরুদ্ধে আমরা যেভাবে খেলছিলাম তা বদলে গেল। প্রতিপক্ষ প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলতে শুরু করল। গোলের সময় আমরা ঠিকভাবে সামলাতে পারেনি। ব্যক্তিগত নৈপুণ্য আমাদের ম্যাচ হারিয়ে দিল।"
গোলশোধে মরিয়া লাল-হলুদ হেডস্যর পরিবর্ত ফুটবলার নামিয়ে অবস্থা সামাল দিতে পারেননি। এ ব্যাপারে কুয়াদ্রাত বলছেন, দশজনের বিরুদ্ধে এগারো জন ফুটবলারের খেলা অনেক সময় সমস্যা তৈরি করে যা মানসিক এবং ট্যাকটিক্যালও বটে। তবে এরই মধ্যে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে টুর্নামেন্টে বেশি ফুটবলার নথিভুক্ত করার অভিযোগও শোনা গেল তাঁর গলায়। স্প্যানিশ কোচ বলেন, "23টি দল একটি নিয়ম মেনে খেলে আরেকটি দল অন্য নিয়মে খেলে। মোহনবাগান 34 জন ফুটবলারকে নথিভুক্ত করে খেলিয়েছে ৷" হারের দুঃখের মধ্যে সান্ত্বনা হিসেবে রানার্স পদককে আঁকড়ে ধরতে চাইলেন লাল-হলুদের নয়া কোচ ৷ ডুরান্ডের রানার্স হওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে তুলে ধরে আইএসএলের জন্য প্রস্তুত হওয়ার কথা বলছেন তিনি।