পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL 2022-23: পাহাড়ে দুরন্ত ফুটবল, হাইল্যান্ডারদের হারিয়ে আইএসএলে প্রথম জয় ইস্টবেঙ্গলের - ISL 2022 23

আইএসএলের তৃতীয় ম্যাচে এসে জয়ের মুখ দেখল ইস্টবেঙ্গল ৷ মোটেই কষ্টার্জিত জয় নয়, এলিয়ান্দ্রো-লিমাদের ছাড়া পাহাড়ে দুরন্ত ফুটবল খেলে তিন পয়েন্ট নিশ্চিত করল স্টিফেন কনস্ট্যানটাইনের দল (East Bengal beat NEUFC by 3-1)

ISL 2022-23
হাইল্যান্ডারদের হারিয়ে আইএসএলে প্রথম জয় ইস্টবেঙ্গলের

By

Published : Oct 20, 2022, 9:44 PM IST

Updated : Oct 20, 2022, 10:23 PM IST

গুয়াহাটি, 20 অক্টোবর:হারতে হলেও এফসি গোয়ার বিরুদ্ধে গত ম্যাচে দ্বিতীয়ার্ধের ফুটবলটা এদিন খেলতে চেয়েছিলেন স্টিফেন কনস্ট্যানটাইন ৷ কথা রাখলেন ব্রিটিশ কোচ ৷ অ্যাওয়ে ম্যাচে পাহাড়ে গিয়ে ফুল ফোটালেন কনস্ট্যানটাইনের ছেলেরা, আর তাতেই জ্বলল মশাল ৷ আইএসএলের তৃতীয় ম্যাচে এসে জয়ের মুখ দেখল ইস্টবেঙ্গল ৷ মোটেই কষ্টার্জিত জয় নয়, বরং এলিয়ান্দ্রো-লিমাদের ছাড়া পাহাড়ে দুরন্ত ফুটবল খেলে তিন পয়েন্ট নিশ্চিত করল স্টিফেন কনস্ট্যানটাইনের দল ৷ নর্থ-ইউনাইটেডকে 3-1 গোলে হারাল লাল-হলুদ (East Bengal beat NEUFC by 3-1) ৷ ইস্টবেঙ্গলের হয়ে তিনটি গোল তিন বিদেশি ক্লেইটন, কিরিয়াকু এবং ও'দোহার্তি-র ৷

গুয়াহাটির ইন্দিরা গান্ধি স্টেডিয়ামে এদিন শুরু থেকেই দলগত লড়াইয়ের ছবি লাল-হলুদে। প্রথম মিনিট থেকেই প্রতিটি বলের জন্য উজাড় করে দেওয়ার ইচ্ছেতেই লুকিয়েছিল ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানোর গল্প। 11 মিনিটেই আসে সাফল্য ৷ জেরি লালরিনজুয়ালার বাড়ানো পাস থেকে নাওরেম মহেশ যে বলটি ক্লেইটন সিলভার জন্য বাড়িয়ে দেন, তা থেকে 1-0 করতে ভুল করেননি ব্রাজিলিয়ান স্ট্রাইকার (Cleiton Silva scored the first goal) ৷ আইল্যান্ডার বিরুদ্ধে দল আক্রমণাত্মক ফুটবল খেললেও রক্ষণের সঙ্গে বোঝাপড়া অটুট থাকল ৷ কিরিয়াকু এবং দোহার্তিকে মাঝমাঠে রেখে রক্ষণের আগে দেওয়াল গড়েছিলেন কনস্ট্যানটাইনকে ৷ আর তাতেই অনেক বেশি জমাট ইস্টবেঙ্গল রক্ষণ। স্বভাবতই জমাট মাঝমাঠ এবং রক্ষণের ভরসায় ইস্টবেঙ্গল আক্রমনভাগও অনেক বেশি ক্ষুরধার।

আরও পড়ুন:পাহাড়ে জয়ের খোঁজে ইস্টবেঙ্গল, আক্রমণেই আস্থা স্টিফেনের

ফলত প্রথম গোলের পরও বজায় থাকল লাল-হলুদের দাপট। তবে খামতিও রয়েছে। বিশেষ করে লেফট ব্যাকে সার্থক-মহেশের যুগলবন্দির খামতি, রক্ষণে ইভান গঞ্জালেসের ধারাবাহিকতার অভাব চোখে পড়ল এদিন ৷ বিরতির আগে এই খামতিগুলোকে কাজে লাগিয়েই নর্থ-ইস্ট সমতায় ফিরতে পারত। কিন্তু ডার্বিশায়ারের শট পোস্টে লেগে বাইরে যায়। বিরতির পরে সার্থক এবং সুহের ভিপি ছন্দে ফিরতে ফের ধারালো লাল-হলুদ। 52 মিনিটে দ্বিতীয় গোল কিরিয়াকুর ৷ যা চলতি আইএসএলে এখনও পর্যন্ত সেরা ৷ সুহের ভিপির বাড়ানো বল প্রায় পঁচিশ গজ দূর থেকে জালে জড়ান সাইপ্রাসের ফুটবলার (Charalambos Kyriakou scored awonderful goal)। 82 মিনিটে প্রতি-আক্রমণের ফসল অজি মিডফিল্ডার জর্ডান ও'দোহার্তির গোল। অতিরিক্ত সময়ে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে ডার্বিশায়ার ব্যবধান কমালেও তা লাল-হলুদের প্রথম জয়ের পথে বাধা হয়ে উঠতে পারেনি কোনওভাবেই ৷ ডার্বির আগে গুরুত্বপূর্ণ এই জয় লাল-হলুদের শুধু আত্মবিশ্বাসই বাড়ালো না, একই সঙ্গে ইস্টবেঙ্গলকে পয়েন্ট টেবিলে সাত নম্বরে তুলে নিয়ে এল।

Last Updated : Oct 20, 2022, 10:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details